DIY-জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং🦅|| [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। জলরং দিয়ে পেইন্টিং করতে আমার ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। তেমনি আজ আমি জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং করেছি। এই পেইন্টিংটি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং তৈরি:
Cemera: Oppo-A12.
জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। আসলে পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার অবসর সময় পেলেই পেইন্টিং করি। যদিও আমি খুব ভালো পেইন্টিং পারি না। তবে চেষ্টা করছি নতুন কিছু তৈরি করার এবং নতুনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। তেমনি আজ আমি জলরং দিয়ে একটি সুন্দর গাছ অঙ্কন করেছি এবং গাছের উপর বাসা একটি পাখির পেইন্টিং করেছি। সেই সাথে চারপাশের প্রকৃতিকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য সাজিয়ে নিয়েছি। জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিংটি আমার কাছে ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- কার্টিজ পেপার।
- জলরং।
- তুলি।
- পানি।
- মাসকিং টেপ।
- পেন্সিল।
Cemera: Oppo-A12.
জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং তৈরির ধাপসমূহ:
🦅ধাপ-১:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
জলরং দিয়ে আমি এই সুন্দর পেইন্টিং করার জন্য প্রথমে কার্টিজ পেপার মাসকিং টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে কার্টিজ পেপারের চারপাশে মাসকিং টেপ লাগিয়েছি। এবার আমি জল রং দিয়ে প্রথমে উপরের অংশে কমলা রং করেছি। এরপর ধীরে ধীরে নিচের দিকের অংশে হলুদ রং করেছি।
🦅ধাপ-২:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি চাঁদ অঙ্কন করার জন্য প্রথমে সাদা রং দিয়ে হালকাভাবে গোল দাগ দিয়ে দিয়েছি। সুন্দরভাবে তৈরি করার জন্য ও চাঁদ দেখতে সুন্দর করার জন্য সাদা রং দিয়েছি।
🦅ধাপ-৩:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি একটি গাছের অংশ অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর গাছের উপর বসে থাকা একটি পাখি অঙ্কন করেছি। এবার আমি ধীরে ধীরে গাছের কিছু পাতা অঙ্কন করার চেষ্টা করেছি। গাছের উপরের অংশটি কেটে ফেলা হয়েছে তাই নিচের দিকের অংশে ছোট ছোট পাতা বের হয়েছে এরকম একটি চিত্র অঙ্কন করেছি।
🦅ধাপ-৪:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি কালো রং নিয়েছি। কালো রং দিয়ে গাছ সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করেছি।
🦅ধাপ-৫:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
কালো রং দিয়ে সুন্দরভাবে গাছ অঙ্কন করা হয়ে গেলে এবার গাছের ছোট ছোট দলগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। আমি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে আঁকা গাছের ডালের অংশগুলো সুন্দর করে অঙ্কন করেছি।
🦅ধাপ-৬:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের পাতাগুলো দেখতে যেন সুন্দর লাগে ও আমার পেইন্টিংটি দেখতে আরো বেশি আকর্ষণীয় হয় তাই আমি সুন্দর করে ধীরে ধীরে গাছের পাতাগুলো অঙ্কন করেছি। গাছের পাতাগুলো দেখতে আকর্ষনীয় করে তোলার চেষ্টা করেছি।
🦅ধাপ-৭:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি গাছের উপরে বসে থাকা সেই পাখিটি আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য কালো রং দিয়েছি। আমি খুব সুন্দর ভাবে পাখিটি কালো রং দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি।
🦅ধাপ-৮:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি নিচের দিকের অংশের ছোট ছোট ঘাসগুলো সুন্দর করে অঙ্কন করার জন্য কালো রং দিয়ে অঙ্কন করেছি। নিচের দিকে ছোট ছোট ঘাসগুলো অঙ্কন করার ফলে আমার এই পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। এবার আমি উড়ে যাওয়া কিছু পাখির চিত্র অঙ্কন করেছি। আমি চেষ্টা করেছি আকাশে উড়ন্ত সেই পাখিগুলোকে সুন্দরভাবে অঙ্কন করার জন্য।
🦅ধাপ-৯:🦅
Cemera: Oppo-A12.
এবার পেইন্টিং দেখতে সুন্দর করার জন্য ও আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি ছোট ছোট তারা অঙ্কন করেছি।
🦅শেষ ধাপ:🦅
Cemera: Oppo-A12.
আমার পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর করার জন্য এবার আমি চারপাশের মাসকিং টেপ সুন্দর করে তুলে নিয়েছি। এর ফলে আমার পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। আমি এভাবে এই সুন্দর একটি পেইন্টিং তৈরি করে নিয়েছি।
🦅উপস্থাপন:🦅
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
জলরং দিয়ে গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। এরপর আমি আমার সেলফি তুলেছি। আমার এই পেইন্টিং আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। আশা করছি আমি আমার পেইন্টিংটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছি।
আমার এই পেইন্টিং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী এই সুন্দর একটি পেইন্টিং তৈরি করতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে।
বাহ অসাধারণ আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এইধরনের আর্ট করতে বেশ প্রতিভা থাকা লাগে। এবং আর্ট টা দেখে বোঝা যাচ্ছে আপনার বেশ ভালো দক্ষতা আছে। একেবারে নিপুনভাবে গাছের ডালে পাখির আর্টটা করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করার জন্য।।
জল রং দিয়ে আঁকা চিত্র আপনার অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💝💝
ওয়াও কি চমৎকার একটি গাছ ও গাছের উপরে একটি পাখি আপন মনে বসে আছে। এই দৃশ্য আমার চোখে তাক লাগিয়ে দিয়েছে। জল রং দিয়ে অসাধারণ একটা পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই পেন্টিং।। এতো সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আমার এই পেইন্টিং আপনার অনেক ভালো লেগেছে জেনে পেইন্টিং করার উৎসাহ আরো বেড়ে গেল আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। 🥀🌹
জল রং দিয়ে একটি পাখি গাছের উপর বসার পেইন্টিংটি দারুন হয়েছে ভাইয়া। আপনি পেন্টিং করায় সত্যিই অনেক দক্ষ। আমার কাছে আপনার এই পেইন্টিংটি এককথায় খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের উপহার দেয়ার জন্য।
পেইন্টিং করায় আমি তেমন দক্ষ নই ভাইয়া তবে একটু একটু চেষ্টা করি ভাল কিছু করার জন্য। প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💖
জল রং ব্যবহার করে গাছের ওপর বসে থাকা একটি পাখির পেইন্টিং করেছেন। বেশ ভালো লাগলো ভাইয়া। আপনি বরাবরই সুন্দর পেইন্টিং করে যাচ্ছেন প্রতিনিয়ত। সত্যি এটা বেশ প্রশংসনীয়। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আমার পেইন্টিং গুলো আপনি নিয়মিত দেখেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💝💝
আপনার পেইন্টিংগুলো বেশ ভালো হয়।আজকের ও গাছের উপর বসা একটি পাখির পেইন্টিং খুব ভালো হয়েছে।কালারটাও খুব সুন্দর হয়েছে।প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।🌹🌹🌹
আপনি জল রং দিয়ে খুব সুন্দর একটি গাছের ডালে বসে থাকা পাখির পেইন্টিং করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের জল রং দিয়ে করা পেইন্টিং গুলো দেখে আমার খুব পেইন্টিং করার ইচ্ছে হয় কিন্তু কখনো সাহস করে শুরু করতে পারিনা। জল রং দিয়ে করা গাছের ডালে বসে থাকা পাখির পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
পেইন্টিং করা খুবই সহজ ভাইয়া। আপনি একটু চেষ্টা করলেই পারবেন। সাহস করে একদিন বসে পড়েন ঠিক পারবেন। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💓💗💓
স্বপন ভাই আপনি তো অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করলেন আজকে। জল রং দিয়ে একটি ডালের উপর একটি পাখি বসে আছে দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগলো। আপনি অনেক দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে তা উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।
জল রং দিয়ে আঁকা এই দৃশ্যটি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।💝💝
জল রং দিয়ে গাছের উপর পাখি বসে থাকার দৃশ্য খুব সুন্দরভাবেই অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার অংকন বিশেষ করে সূর্যাস্তের মুহূর্তের দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জল রং দিয়ে আঁকা চিত্র গুলো যতই দেখছি ততই বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের চিত্রটি খুবই ভাল হয়েছে।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।।