DIY-এসো নিজে করি: পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি⚱️|| @shopon700 [১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি সুন্দর কলমদানি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই কলমদানিটি আমি ফেলে দেওয়া পুরাতন কলম দিয়ে তৈরি করেছি। ফেলে দেওয়া পুরাতন কলম দিয়ে তৈরি কলমদানিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।



পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি ⚱️

IMG20211028151412.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028151643.jpg
Cemera: Oppo-A12.



ফেলে দেওয়া পুরাতন কলম দিয়ে আজ আমি সুন্দর একটি কলমদানি তৈরি করেছি। ফেলে দেওয়া অনেক জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা যায়। তাই আজ আমি আমার বাসায় থাকা পুরাতন কলম দিয়ে একটি কলমদানি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আমার তৈরি কলমদানি আপনাদের অনেক ভালো লেগেছে।



পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরীর প্রক্রিয়া ও উপকরণ সমূহের বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) পুরাতন কলম ২৪টি
২) সাদা মোটা কাগজ ১টি
৩) শক্ত কাগজ ২টি
৪) পুঁথি ৩ রঙের
৫) কাপড়ের ফুল ১টি
৬) আঠা এবং গ্লু
৭) পেন্সিল
৮) কাঁচি
৯) স্কেল

IMG20211028133349.jpg
Cemera: Oppo-A12.



⚱️পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরির ধাপসমূহ:



⚱️ ধাপ-১ ⚱️

IMG20211028133905.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028134330.jpg
Cemera: Oppo-A12.



কলম দিয়ে কলমদানি তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর কলমের মাপ অনুযায়ী পেন্সিল ও স্কেল দিয়ে দাগ দিয়েছি। এবার আমি সাদা কাগজে পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটেছি।



⚱️ ধাপ-২ ⚱️

IMG20211028134710.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028134818.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028135153.jpg
Cemera: Oppo-A12.



এরপর কলম দিয়ে কলমদানি তৈরি করার জন্য প্রথমে কলমের সাথে গাম লাগিয়েছি। এরপর ধীরে ধীরে সাদা কাগজের উপর কলম সমানভাবে বসিয়েছি। এভাবে আরও কয়েকটি কলম আঠা দিয়ে সাদা কাগজের উপরে বসিয়েছি।



⚱️ ধাপ-৩ ⚱️

IMG20211028135649.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028140136.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028140906.jpg
Cemera: Oppo-A12.



এবার আঠা দিয়ে সবগুলো কলম আমি ধীরে ধীরে সাদা কাগজের উপর লাগিয়েছি কলমদানি তৈরি করার জন্য।



⚱️ ধাপ-৪ ⚱️

IMG20211028141154.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028141231.jpg
Cemera: Oppo-A12.



সাদা কাগজের উপর কলম লাগানো হয়ে গেলে দুই পাশের বাড়তি অংশ তৈরি হয়েছে। এবার আমি এক পাশের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটেছি।



⚱️ ধাপ-৫ ⚱️

IMG20211028141336.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028141409.jpg
Cemera: Oppo-A12.



এবার কলমদানি তৈরি করার জন্য সম্পূর্ণ অংশ ধীরে ধীরে মোড়ানোর চেষ্টা করেছি। এবার অপর পাশের বাড়তি অংশের মধ্যে আঠা লাগিয়েছি।



⚱️ ধাপ-৬ ⚱️

IMG20211028141624.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028141642.jpg
Cemera: Oppo-A12.



কলমদানির একটি সুন্দর আকৃতি তৈরি করেছি। কলম দিয়ে তৈরি কলমদানিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।



⚱️ ধাপ-৭ ⚱️

IMG20211028142055.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028142320.jpg
Cemera: Oppo-A12.



কলমদানির নিচের অংশে লাগানোর জন্য একটি মোটা ও শক্ত কাগজ কেটে নিয়েছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে গোল দাগ দিয়েছে। এরপর আমি খুব সাবধানতার সাথে ধীরে ধীরে গোল করে কেটে নিয়েছি।



⚱️ ধাপ-৮ ⚱️

IMG20211028142344.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028142455.jpg
Cemera: Oppo-A12.



এবার গোল করে কাটা কলমদানির নিচের অংশের জন্য প্রস্তুত করা অংশটিতে কাজ করেছি। প্রথমে আমি ভালোভাবে আঠা ব্যবহার করেছি। এভাবে কলম দিয়ে কলমদানি তৈরি করার চেষ্টা করেছি।



⚱️ ধাপ-৯ ⚱️

IMG20211028143103.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028143126.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি কলমদানির নিচের অংশে শক্ত কাগজ লাগিয়েছি।



⚱️ ধাপ-১০ ⚱️

IMG20211028143252.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028143420.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028143657.jpg
Cemera: Oppo-A12.



আমার তৈরি কলমদানি দেখতে অনেক সুন্দর করার জন্য আমি পুঁথির ব্যবহার করেছি। আমি প্রথমে পুঁথিগুলো গ্লুর মাধ্যমে কলমদানির উপরের অংশে কলমের মুখে লাগিয়েছি।



⚱️ ধাপ-১১ ⚱️

IMG20211028145050.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028145149.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028145241.jpg
Cemera: Oppo-A12.



আমি নিচের অংশের কাজ করার জন্য আরেকটি কাগজ নিয়েছি। এরপর দাগ অনুযায়ী বা পূর্বের তুলনায় একটু বড় করেছি। কাগজটি কাঁচি দিয়ে গোল করে কেটেছি। এরপর কাটা অংশটি কলমদানির নিচের অংশে পুনরায় লাগিয়েছি।



⚱️ ধাপ-১২ ⚱️

IMG20211028145415.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028145736.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি পুঁথি প্রস্তুত করেছি। পুঁথি প্রস্তুত হয়ে গেলে এবার নিচের অংশের শক্ত কাগজের চারপাশে ভালোভাবে আঠা লাগিয়েছি।



⚱️ ধাপ-১৩ ⚱️

IMG20211028150056.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028150546.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আঠার উপর সুন্দর ভাবে প্রতিটি অংশে ধীরে ধীরে পুঁথি লাগিয়েছি।



⚱️ ধাপ-১৪ ⚱️

IMG20211028150737.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028150807.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028150850.jpg
Cemera: Oppo-A12.



এবার আমার তৈরি কলমদানিটি সুন্দর করে তোলার জন্য একটি ফুল লাগানোর চেষ্টা করেছি। আমি এই ফুলটি বাজার থেকে আলাদা ভাবে কিনে এনেছিলাম। কলম দিয়ে তৈরি কলমদানিটি দেখতে সুন্দর করার জন্য একটি ফুল কলমদানির উপরে লাগিয়েছি।



⚱️ শেষ ধাপ ⚱️

IMG20211028151446.jpg
Cemera: Oppo-A12.



আমি ধীরে ধীরে কলম দিয়ে কলমদানি তৈরীর সম্পূর্ণ অংশের কাজ শেষ করেছি।



⚱️ উপস্থাপন ⚱️:

IMG20211028151602.jpg
Cemera: Oppo-A12.

IMG20211028151850.jpg
Cemera: Oppo-A12.



পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি করে আমি উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। এই কলমদানি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। আমার তৈরি কলম দিয়ে কলমদানি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিশ্রম সার্থক হবে।



উপরের পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা চাইলে পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি করতে পারেন।

💖 ধন্যবাদ সকলকে 💖

Sort:  
 3 years ago 

আসলেই ছাত্র জীবনে কলম ব্যবহারের পর তা ফেলে না দিয়ে বিভিন্ন কাজে লাগাতে পারি। পুরাতন কলমের তৈরি কলমদানিতে আবার নতুন কলম রাখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি করলে আপনি নতুন কলম রাখতে পারবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে পুরাতন কলম দিয়ে একটি কলমদানি বানিয়েছেন। কলমদানিটি দেখতে আসলে খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। একটা সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার পুরাতন কলম দিয়ে কলমদানি তৈরি ।কলমদানিটি অনেক বেশি কালারফুল হয়েছে। অনেক ধৈর্য্য নিয়ে আপনি একটি একটি করে আঠা দিয়ে কলমগুলো লাগিয়েছেন দেখতে সত্যিই অনেক সুন্দর হয়েছে ।কিন্তু ভাই আপনি এতগুলো পুরাতন কলম কোথায় পেলেন আমরা তো সব কলম ফেলে দেই আপনি মনে হয় জমিয়ে রাখেন হাহাহা ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক ধরেছেন আপু কলমের কালি শেষ হলে আমি ফেলে দিই না জমিয়ে রাখি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বাহ ভাইয়া পুরাতন কলম গুলা আপনি তো বেশ ভালোই কাজে লাগিয়েছেন। দেখতেছি সত্যি অনেক সুন্দর হয়েছে কলম দিয়ে কলমদানি তৈরি। আপনার তো বুদ্ধি অনেক। এই বুদ্ধির চলমান থাকুক আগামী দিনের পথ চলা। ভাইয়া আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি প্রত্যেকটা ডাই পোস্টেই খুব সময় দেয় আর খুব ভালো রকমের সময় দিয়েই কাজগুলো শেষ করেন আর ডাই গুলো সুন্দর ও হয়। আপনার আজকে কাজ দেখার পর অনেকেই পুরনো কলম কাজে লাগানোর চেষ্টা করবে যা সত্যিই সকলের জন্য নতুন একটি কাজের বিষয়। খুব সুন্দর হয়েছে কলম দিয়ে তৈরি কলমদানিটি।

 3 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য। 🌹

 3 years ago 

অনবদ্য।কতটা সৃজনশীলতা পরিশ্রম আর ধৈর্য থাকলে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট করা সম্ভব এর উধাহরন আপনি।আর আপনার প্রত্যেক টি পোস্ট অসাধারণ এবং মানসম্মত।🥰

 3 years ago 

ধন্যবাদ মুন্না ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পুরাতন ফেলে দেওয়া কলম দিয়েছে এত সুন্দর একটি কলমদানি তৈরি করা সম্ভব তা কখনোই ভেবে দেখিনি। আপনি সত্যিই অসাধারণ আইডিয়া দিয়েই কলমদানি তৈরি করেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। আপনার পোষ্টের উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য 🌹

 3 years ago 

পুরাতন কলম গুলো ফেলে দিয়ে কি লাভ। এটা দিয়ে যদি কিছু একটা বানানো যায়। আপনি সেরকম কিছু একটি বানিয়ে দেখিয়েছেন। আপনার তৈরীকৃত কলমদানিটি অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

ভাইয়া কি বলব আপনার কলমদানিটির কথা। আপনি কলম দিয়ে এত সুন্দর এত সুন্দর একটি কলম দানি বানিয়েছেন তা বলে বোঝানো যাবে না। তাছাড়া আপনি খুব সুন্দর করে পুতি দিয়ে কলমদানি সাজিয়েছেন যা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার তৈরি কলমদানি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37