DIY-নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং🖌️|| @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি আমার অবসর সময়ে পেইন্টিং করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই তখনই রং তুলি নিয়ে বসে পড়ি কোন কিছু আঁকার জন্য। আমি খুব ভালো আঁকতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে আঁকার জন্য। তেমনি আজ আমি নদীর উপরে একটি ব্রীজের দৃশ্য পেইন্টিং করেছি। আশা করছি আমার পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।

নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং:

IMG20220220101241.jpgCemera: Oppo-A12.


নদীর উপরে ভাসমান একটি ব্রীজের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। নদীর উপরে ব্রীজ দেখতে খুবই ভালো লাগে। দূর থেকে যখন এই ব্রীজ দেখা হয় তখন আরো বেশি ভালো লাগে। তেমনি আজ আমি নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং সকলের মাঝে শেয়ার করেছি। আমি আমার এই পেইন্টিং এর মাধ্যমে ব্রীজের অপরূপ সৌন্দর্য ও নদীর অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • সাদা আর্ট পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।
  • পানি।
  • পেন্সিল।
  • স্কেল।

IMG20220220091955.jpgCemera: Oppo-A12.


নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং এর ধাপসমূহ:

♥️ধাপ-১:♥️

IMG20220220092253.jpgCemera: Oppo-A12.

IMG20220220092710.jpgCemera: Oppo-A12.


নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং করার জন্য প্রথমে আমি সাদা আর্ট পেপার নিয়েছি। এবার এই আর্ট পেপারটি সুন্দরভাবে রং করেছি। আমি খুব সাবধানে সম্পূর্ণ অংশ সুন্দর করে রং করেছি।

♥️ধাপ-২:♥️

IMG20220220092942.jpgCemera: Oppo-A12.

IMG20220220093206.jpgCemera: Oppo-A12.


এবার আমি স্কেল ও পেন্সিল নিয়েছি। স্কেল ও পেন্সিল দিয়ে সুন্দর করে একটি ব্রীজের কিছু অংশের চিত্র অঙ্কন করেছি।

♥️ধাপ-৩:♥️

IMG20220220093357.jpgCemera: Oppo-A12.

IMG20220220093532.jpgCemera: Oppo-A12.


এভাবে আমি ধিরে ধিরে এই ব্রীজের অন্য অংশ সুন্দরভাবে পেন্সিল দিয়ে অঙ্কন করেছি। এই ব্রীজটি দেখতে যেন ভালো লাগে তাই আমি খুব সুন্দর করে আগে পেন্সিল দিয়ে অঙ্কন করেছি।

♥️ধাপ-৪:♥️

IMG20220220093716.jpgCemera: Oppo-A12.

IMG20220220093919.jpgCemera: Oppo-A12.


পেন্সিল দিয়ে ব্রীজের চিত্র অঙ্কন করা হয়ে গেলে এবার ব্রীজটি সুন্দর করার জন্য ও আমার পেইন্টিং দেখতে আকর্ষণীয় করার জন্য কালো রঙের কালি নিয়েছি। এরপর কালো রঙের কালি দিয়ে ব্রীজটি সুন্দরভাবে আঁকার চেষ্টা করেছি।

♥️ধাপ-৫:♥️

IMG20220220094120.jpgCemera: Oppo-A12.

IMG20220220094329.jpgCemera: Oppo-A12.


আমি ধীরে ধীরে ব্রীজের আরো কিছু অংশ সুন্দর করে কালো রঙ দিয়ে এঁকে নিয়েছি।

♥️ধাপ-৬:♥️

IMG20220220094422.jpgCemera: Oppo-A12.

IMG20220220094448.jpgCemera: Oppo-A12.


এভাবে আমি ব্রীজটি আরো বেশি সুন্দর করার জন্য অন্যান্য ছোট ছোট অংশগুলো খুব সুন্দরভাবে কালো রং দিয়ে ধীরে ধীরে অঙ্কন করেছি। আমি চেষ্টা করেছি আমার এই পেইন্টিং সুন্দর করে তৈরি করার।

♥️ধাপ-৭:♥️

IMG20220220094614.jpgCemera: Oppo-A12.

IMG20220220094800.jpgCemera: Oppo-A12.


এবার আমি ব্রীজের দুইপাশের গ্রিলগুলো অঙ্কন করার জন্য কালো রং দিয়েছি। ধীরে ধীরে এই ব্রীজটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

♥️ধাপ-৮:♥️

IMG20220220095058.jpgCemera: Oppo-A12.

IMG20220220095218.jpgCemera: Oppo-A12.


ব্রীজের নিচের দিকের পিলারের ছায়া অঙ্কন করার জন্য আমি একটি পেন্সিল নিয়েছি। এরপর নদীর পানির উপরে পিলারের ছায়া অঙ্কন করেছি পেন্সিল দিয়ে।

♥️ধাপ-৯:♥️

IMG20220220095325.jpgCemera: Oppo-A12.

IMG20220220095531.jpgCemera: Oppo-A12.


এভাবে আমি ধিরে ধিরে ব্রিজের সম্পূর্ণ অংশ অঙ্কন করা হয়ে গেলে এবার একটি ছোট্ট নৌকা অঙ্কন করার চেষ্টা করেছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে ছোট্ট একটি নৌকা অঙ্কন করেছি এরপর নৌকাটিতে কালো রং দিয়েছি।

♥️ শেষ ধাপ:♥️

IMG20220220100054.jpgCemera: Oppo-A12.

IMG20220220100246.jpgCemera: Oppo-A12.


আমার পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দর করে একটি চাঁদ অঙ্কন করেছি। চাঁদ অঙ্কন করার ফলে পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। এরপর ছোট ছোট তারা গুলো অঙ্কন করার মাধ্যমে আমি আমার এই প্রিন্টিংয়ের কাজ শেষ করেছি।

♥️ উপস্থাপন:♥️

IMG20220220101247.jpgCemera: Oppo-A12.

IMG20220220101601.jpgCemera: Oppo-A12.


নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং আপনাদের সকলের কাছে যদি ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে। এই পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। নদীর উপরে একটি ব্রিজের পেইন্টিং করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে ফটোগ্রাফি করেছি। এরপর আমার সেলফি তুলেছি।

নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং যদি সকলের কাছে ভালো লাগে তাহলে আমার অঙ্কনের পদ্ধতি অনুযায়ী এই সুন্দর একটি পেইন্টিং করতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🥀

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। ব্রিজটা একদম সুন্দর হয়েছে দেখতে। মনে হয় নদীর উপরে যে রকম ব্রিজ হয় একদম দেখতে সেরকম একটা ব্রিজ এঁকেছেন। কলার কম্বিনেশন টাও খুব সুন্দর ভাবেই দিয়েছেন। আমাদের মাঝে এত অসাধারণ একটি চিত্র শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

নদীর উপর একটি ব্রিজের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর করে আপনি চিত্রটি অঙ্কন করেছেন যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আপনার উপস্থাপনা ও যথেষ্ট সুন্দর ছিল ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যদিও পেইন্টিং টা সাধারন তবুও মোটামুটি ভালো হয়েছে।কালার কম্বিনেশন টা ভালো ছিল।সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। উপস্থাপনা বেশ ভালো ছিলো।ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই অসম্ভব ভালো লেগেছে আমার। খুবই চমৎকার একটি পেইন্টিং উপহার দিয়েছেন আমাদের। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনার করা উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে পেইন্টিং করার উৎসাহ বেড়ে যাচ্ছে ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।💖

 3 years ago 

নদীর উপর দিয়ে একটি ব্রিজের পেইন্টিং করেছেন ভাই। দেখতে আসলেই খুবই সুন্দর লাগছে। আর কালার কম্বিনেশন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।❣️

 3 years ago 

আপনি খুব চমৎকারভাবে এবং দক্ষতা সহকারে নদীর উপরে একটি ব্রীজের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং খুবই অসাধারণ হয়েছে। আপনার আর্টিস্ট দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর আট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। 💞

জাস্ট অসাধারণ একটি পেইন্টিং দেখলাম সত্যিই আপনার সৃজনশীলতা বারবার আমাকে মুগ্ধ করে চিত্রটিতে ব্রিজ নৌকা সবকিছুই অনেক সুন্দর লেগেছে দেখতে বিশেষ করে কালারটা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ভাই আপনি অনেক নিখুঁতভাবে নদীর উপর ব্রীজের চিত্র এঁকেছেন। আপনার অঙ্কন করা ছবিটি দেখে আমি মুগ্ধ। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ছবিটি অংকন করেছেন এবং প্রতিটা ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কিছুদিন আগে ব্রিজ ঘুরে আজকে ব্রিজের পেইন্টিং,ভালোই লেগেছে।ভাইয়া আপনি তো খুব সুন্দর করে এটি পেইন্ট করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর করেই উপস্থাপন করেছেন, যা ভালোই লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

নদী নৌকা এবং ব্রিজের খুব সুন্দর একটি পেইন্টিং প্রস্তুত করেছেন ভাইয়া সত্যিই আপনার পেইন্টিংয়ের তারিফ করতে হয় কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77