আমার শহরের বাণিজ্য মেলায় কাটানো মুহূর্ত ও ফটোগ্রাফি (পর্ব ১)📸||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি আমার শহরের বাণিজ্য মেলায় কাটানো মুহূর্ত ও ফটোগ্রাফি (পর্ব ১) আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। রাতের বেলায় মেলায় ঘুরাঘুরি করার মজাই আলাদা। তাই আজকে আমি আমার কাটানো সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি আপনাদের সকলের মাঝে উপস্থাপন করবো।

আমার শহরের বাণিজ্য মেলায় কাটানো মুহূর্ত ও ফটোগ্রাফি (পর্ব ১)📸:

IMG20220603221152.jpgCemera: Oppo-A12.
Location


আমার শহরের বাণিজ্য মেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছি। প্রতিবছর আমার শহরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। সময় ও সুযোগের অভাবে এবার বাণিজ্য মেলায় যাওয়া হয়নি। শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল তাই হঠাৎ করেই রাতের বেলায় মনে হল মেলায় গিয়ে একটুখানি ঘুরে আসি। আসলে রাতের বেলায় মেলায় ঘুরাঘুরি করার মজাই আলাদা। তাই যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ করেই মন চাইলো মেলায় যেতে এবং ঝটপট রেডি হয়ে মেলায় চলে গেলাম। মেলার বিভিন্ন রকমের লাইটিং, পানির ফোয়ারা সবকিছুই আমার অনেক ভালো লেগেছে। আমি অবশ্যই পরবর্তী পর্বে আমার কাটানো সুন্দর মুহূর্ত ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আপনারা যদি আমার ভিডিওগ্রাফি দেখেন তাহলেই বুঝতে পারবেন মেলায় আমি কতটা সুন্দর সময় কাটিয়েছি।

IMG20220603215359.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220603220513.jpgCemera: Oppo-A12.
Location


আমি যখন মেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম তখন বেশ রাত হয়ে গিয়েছিল। আমি যেহেতু রাতের খাবার খাইনি তাই মেলার পাশের একটি রেস্টুরেন্ট থেকে গরম গরম তন্দুর রুটি খেয়েছিলাম। তন্দুর রুটি খেতে আমার অনেক ভালো লাগে। তাই আমি তন্দুর রুটি খেয়ে এরপর মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এরপর রাস্তায় দেখলাম একটি চটপটির দোকান। মন চাইলো চটপটি খেতে। আবার ভাবলাম ফেরার পথে খেয়ে যাবো। এরপর ফটোগ্রাফি করেছিলাম।

IMG20220603220527.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220603220821.jpgCemera: Oppo-A12.
Location


বাণিজ্য মেলার প্রবেশ রাস্তায় এত সুন্দর ভাবে লাইটিং করা হয়েছে দেখে একেবারে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর ভাবে পুরোটা রাস্তা ও মেলার গেট সাজানো হয়েছে। রাতের বেলায় মেলার সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই লাইটিং গুলো খুবই সুন্দর লেগেছে। পুরোটা রাস্তা জুড়ে লাইটিং এবং মৃদুমন্দ বাতাস সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রাস্তায় হেঁটে যেতে আমার অনেক ভালো লেগেছে। সত্যি সেই মুহূর্তটি অনেক সুন্দর ছিল।

IMG20220603221016.jpgCemera: Oppo-A12.
Location


এবার আমি টিকিট কাউন্টারে গিয়ে মেলায় প্রবেশের টিকিট সংগ্রহ করেছিলাম। এই মেলায় ভ্রমণের জন্য মাত্র ১০ টাকা মূল্যের টিকিট নির্ধারণ করা হয়েছে। আমি টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করেছি। টিকিট সংগ্রহ করতে আমার খুব একটা সময় লাগেনি। কারণ রাতের বেলায় টিকিট কাউন্টারে মোটামুটি ভিড় কম ছিল। তাই আমি খুব সহজেই টিকিট সংগ্রহ করেছিলাম।

IMG20220603221608.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220603221603.jpgCemera: Oppo-A12.
Location


মেলার ভেতরে প্রবেশের পর বিভিন্ন রকমের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। রং-বেরংয়ের চুড়ির দোকান আমাকে মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে লাইটের আলোয় এই সুন্দর চুড়িগুলো দেখতে আরো বেশী ভালো লাগছিল। তাই লোভ সামলাতে না পেরে সুন্দরভাবে ফটোগ্রাফি করেছি। এই ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লেগেছে। রংবেরঙের চুড়ি গুলো দেখতে যেমন ভালো লাগছিল তেমনি লাইটের আলোয় চুড়ির সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে।

IMG20220603221902.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220603221854.jpgCemera: Oppo-A12.
Location


মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ল একটি সুন্দর দোকান। সেই দোকানে বিভিন্ন রকমের রংবেরঙের পাপোশ বিক্রি করা হচ্ছে। এখানে বিভিন্ন দামে পাপোশ গুলো বিক্রি করা হচ্ছে। আমি যেহেতু সংসারের কেনাকাটা খুব একটা বুঝি না তাই পাপোশ কেনা হয়ে ওঠেনি। আশা করছি পরবর্তী কোন দিন মেলায় গেলে অবশ্যই পাপোশ কিনবো।

IMG20220603222453.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220603222512.jpgCemera: Oppo-A12.
Location


এরপর দেখতে পেলাম একটি ম্যাজিক শপ। ম্যাজিকের প্রতি আমার আলাদা রকমের ভালোলাগা রয়েছে। এখানে বিভিন্ন প্রকারের ম্যাজিক সামগ্রী পাওয়া যায়। এখান থেকে ছোট বাচ্চারা এবং বড়রাও বিভিন্ন রকমের ম্যাজিক সামগ্রী কিনছে। যদিও গত বছর বাণিজ্য মেলা থেকে বেশকিছু ম্যাজিক সামগ্রী কিনেছিলাম তাই এবার আর কিনিনি।

IMG20220603222846.jpgCemera: Oppo-A12.
Location


মেলার মাঠে ফুলের দোকান দেখে আমার অনেক ভালো লেগেছে। তবে এগুলো অরিজিনাল ফুল নয়। এগুলো কাগজের তৈরি বা বিভিন্ন রকমের কাপড়ের তৈরি ফুল। আবার এখানে সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল পাওয়া যায়। বিভিন্ন রকমের ফুলগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিল এবং ক্রেতারা নিজের পছন্দের ফুলগুলো এখান থেকে কিনছিলো

আমার শহরের বাণিজ্য মেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছি। সেই মুহুর্তগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি পরবর্তী পর্বে ভিডিওগ্রাফির মাধ্যমে আমার কাটানো সুন্দর মুহূর্ত উপস্থাপন করার চেষ্টা করবো। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনাই করছি।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 2 years ago 

আমাদের এলাকায় ভাই এরকম বাণিজ্য মেলা হয়। খুব ভালো লাগে এই বাণিজ্য মেলাগুলো আমার।দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি মেলাতে ঘুরতে গিয়ে।সুন্দর সুন্দর কিছু করা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।দেখে অনেক ভালো লাগলো ভাই।ধন্যবাদ এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া মেলায় ঘুরতে গিয়ে আমি সত্যিই একটি দারুণ সময় কাটিয়েছি। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাইয়া।💓

 2 years ago 

আমিও শুরুতে মেলাতে ঘুরতে গিয়েছিলাম ভাইয়া। এই মেলাতে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পাওয়া যায়। আপনার আজকের মেলার যাওয়ার পোস্ট দেখে আমার আবারও ইচ্ছে করছে মেলায় আরেকবার ঘুরতে যেতে। আপনি অনেক সুন্দর সময় মেলাতে কাটিয়েছেন। বাণিজ্য মেলার এত সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনি শুরুতেই মেলায় ঘুরতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো আপু। এই মেলায় অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমি তেমন কিছু ক্রয় করিনি কিন্তু অনেক কিছু খেয়েছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🥀🥀🥀

 2 years ago 

ভাই, এই বাণিজ্য মেলায় যাই যাই করতে করতেই অনেকটা দিন কেটে গেল তবু যাওয়া আর হলো না। আমার মিসেসের স্কুলে কাজের চাপ একটু বেশি হওয়ায় এবং মেয়ের পরীক্ষা শুরু হওয়ার কারণে মেলায় আর যেতে পারলাম না। তবে দু'চারদিনের মধ্যেই মেলায় গিয়ে ঘুরে আসব চিন্তাভাবনা করেছি। মেলায় না গেলে কি হবে আপনার পোষ্টের মাধ্যমে মেলার বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী গুলো দেখতে পেলাম। আর দেখে মনটা খুব চনমনে হয়ে উঠলো মনে হচ্ছে কোন দিন যাব। যদিওবা আমার বাড়ির কাছাকাছি রাস্তার সাথেই বাণিজ্যমেলা টি চলছে তবুও সময়ের সংকীর্ণতার কারণে মেলার ভেতরে প্রবেশ করতে পারছিনা। যাইহোক ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে বাণিজ্য মেলা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া সময় করে একদিন বাণিজ্য মেলায় ঘুরে আসেন ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।❣️❣️

 2 years ago 

ঈদের পর যখন কুড়িগ্রাম গিয়েছিলাম তখন শুনেছিলাম বাণিজ্য মেলা হবে। বাণিজ্যমেলা শুরু হওয়ার প্রক্রিয়া চলছে সেজন্য দেখেছিলাম। আপনার পোষ্টের মাধ্যমে বাণিজ্য মেলায় ঘুরে আসলাম।
মেলা তো পুরো জমে গিয়েছে। খুব জাকজমকপূর্ণ হয়েছে মেলাটি। ধন্যবাদ ভাইয়া মেলায় ঘুরে সুন্দর সুন্দর ফটোগ্রাফিক করে সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এবার মেলা খুব জাঁকজমকপূর্ণ পরিবেশে হচ্ছে। আশা করছি শীঘ্রই আপনি এই বাণিজ্য মেলায় ভ্রমণ করতে আসবেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🥀🌹🥀

 2 years ago 

ভাইয়া আপনি বাণিজ্য মেলায় গিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। মেলায় গিয়ে ঘোরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে আপনার শহরের বাণিজ্য মেলায় বেশকিছু উঠেছে। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে নেই। ঠিক বলেছেন ভাইয়া রংবেরঙের চুড়ি গুলো আমাকেও খুব মুগ্ধ করেছে। যেহেতু আমার ও চুড়ি খুব পছন্দ তাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে চুড়ি এগুলোর ছবি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার শহরের বাণিজ্যমেলায় কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু, প্রতিবছর আমার শহরে বাণিজ্য মেলা খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। মেলায় ঘুরতে আমার অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। 🌹🌹

 2 years ago 

ভাইয়া নিঃসন্দেহে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, বাণিজ্য মেলায় ঘুরার অনুভূতিটাই অন্য রকম ভাইয়া, আমারও বাণিজ্য মেয়ায় ঘুরতে খুবই ভালো লাগে, আর আপনার ফটোগ্রাফি গুলোও আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর করে প্রতিটি ফটো সংরক্ষণ করেছেন, পরের পর্ব গুলোর অপেক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

জ্বি ভাইয়া বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করার অনুভূতিটি সত্যিই অন্যরকম। আমি মেলায় গিয়ে দারুন একটি সময় কাটিয়েছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।❣️❣️❣️

 2 years ago 

এতো সুন্দর জিনিস গুলো দেখে আমার ও যেতে মন চাচ্ছে। আপনি আপনার শহরের বাণিজ্য মেলায় কাটানো মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখেই খুব ভালো লাগছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার এলাকার বাণিজ্য মেলা দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সত্যি ভাইয়া আমার শহরের এই বাণিজ্য মেলা খুবই জাঁকজমকপূর্ণ হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💝

 2 years ago 

মেলায় আপনি খুব দারুণ সময় কাটিয়েছেন ভাই, আসলে এরকম মেলায় গেলে ভালই লাগে আর খুবই সুন্দর সুন্দর কিছু জিনিসের ফটোগ্রাফি শেয়ার করেছেন। মেলায় যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে- সেটা হলো বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। এগুলোর দামও কম থাকে অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া এ ধরনের মেলায় ঘুরতে সত্যিই অনেক ভালো লাগে। প্রতি বছর মেলায় আমি কয়েকবার করে ঘুরতে যাই। মেলার জিনিসপত্র কিনতে আমারও অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❣️❣️

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে আপনার শহরে বাণিজ্য মেলায় কাটানো কিছু মুহূর্ত এবং কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করছে অনেক বেশি ভালো লাগে। নতুন নতুন জিনিস দেখা যায় আপনার পোষ্টের মাধ্যমে আমরাও দেখে নিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে যে ফটোগ্রাফি গুলো করেছি এগুলো আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আর এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাইয়া।💖💖

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79