আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি সুন্দর ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই সুন্দর ওয়ালমেটটি বাদামের খোসা ও বাদাম ব্যবহার করে তৈরি করেছি। বাদামের খোসা ও বাদাম দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে।
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি 🖼️
Cemera: Oppo-A12.
আমি আমার অবসর সময়কে কাজে লাগিয়ে ফেলে দেওয়া বাদামের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমি বাদামের খোসা, বাদামের দানা ও আঠা দিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি। আমি খুব সাবধানতার সাথে বাদামের খোসা ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছি। আশা করি বাদামের খোসা ও বাদাম দিয়ে তৈরি ওয়ালমেটটি আপনাদের ভালো লাগবে।
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করতে যে সকল উপকরণের প্রয়োজন এবং কীভাবে এটি তৈরি করেছি সেগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করা হলো।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
১) বাদামের খোসা
২) কয়েক টুকরো বাদাম
৩) সাদা আর্ট পেপার
৪) আঠা
৫) পেন্সিল
৬) কালো কলম
৭) রাবার
Cemera: Oppo-A12.
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরির ধাপসমূহ:
🖼️ ধাপ-১ 🖼️
Cemera: Oppo-A12.
প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি ধীরে ধীরে পেন্সিল দিয়ে একটি সুন্দর ফুলের গাছ ও টপ অংকন করার চেষ্টা করেছি। আমি সুন্দর ভাবে ডালপালা ও ফুলের টবের অংশ অংকন করেছি।
🖼️ ধাপ-২ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি বাদামের টুকরো নিয়েছি। এরপর আমি বাদামের টুকরোর সাথে আঠা লাগিয়েছি। এবার আমি ফুল তৈরি করার জন্য ফুলের মাঝের অংশে বাদামের টুকরো লাগিয়েছি।
🖼️ ধাপ-৩ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি বাদামের টুকরোর চারপাশে আঠা লাগিয়েছি। এরপর আমি বাদামের খোসা আঠার উপর লাগিয়েছি।
🖼️ ধাপ-৪ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে ধীরে ধীরে আমি বাদামের অন্যান্য খোসা আঠার সাহায্যে লাগিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এভাবে আমি ওয়ালমেটটির একটি ফুলের অংশ তৈরি করেছি।
🖼️ ধাপ-৫ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে ধীরে ধীরে একইভাবে আমি আরো কিছু ফুল তৈরি করেছি। এরপর আমি ওয়ালমেটের জন্য প্রয়োজনীয় ফুলের সম্পূর্ণ অংশ তৈরি করেছি।
🖼️ ধাপ-৬ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
ফুল তৈরি করা হয়ে গেলে এবার গাছের ডাল ও পাতা তৈরি করার জন্য প্রথমে আমি বাদামের খোসা কাঁচি দিয়ে চিকন করে কেটে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো বাদামের খোসার চিকন অংশ তৈরি করেছি।
🖼️ ধাপ-৭ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের ডালে বাদামের খোসার অংশগুলো বসানোর জন্য প্রথমে গাছের ডালের অংশে আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে বাদামের খোসা লাগানোর চেষ্টা করেছি।
🖼️ ধাপ-৮ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে আমি ধীরে ধীরে বাদামের খোসার কিছু অংশ ডাল পালায় লাগানোর চেষ্টা করেছি। এভাবে আরও কিছু অংশে বাদামের খোসা লাগিয়েছি।
🖼️ ধাপ-৯ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
একইভাবে আমি গাছের ডালের সম্পূর্ণ অংশে বাদামের খোসা লাগিয়েছি। আমি আঠা ব্যবহার করে খুব সাবধানতার সাথে এই কাজগুলো করেছি।
🖼️ ধাপ-১০ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের ডাল তৈরি করা হয়ে গেলে এবার আমি নিচের অংশে টপ তৈরি করার জন্য প্রথমে আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে বাদামের খোসা আঠার উপর লাগিয়েছি।
🖼️ ধাপ-১১ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে টবের সম্পূর্ণ অংশে বাদামের খোসা লাগিয়েছি। আমি বাদামের খোসা দিয়ে টবের অংশ সুন্দর করে তোলার চেষ্টা করেছি।
🖼️ ধাপ-১২ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি আমার স্টিমিট ইউজারনেম কালো কলম দিয়ে গাঢ় করে নিয়েছি।
🖼️ ধাপ-১৩ 🖼️
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের ডাল, ফুলের টব ও ফুল তৈরি শেষ করে এবার আমি গাছের পাতা তৈরীর প্রস্তুতি নিয়েছি। আমি আঠা ব্যবহার করে পূর্বের তৈরি করে রাখা বাদামের খোসার চিকন অংশ দিয়ে পাতা তৈরি করেছি।
🖼️ শেষ ধাপ 🖼️
Cemera: Oppo-A12.
সম্পূর্ণ অংশ তৈরি হলে এবার আমি ধীরে ধীরে সম্পূর্ণ অংশের উপর চাপ দিয়ে লক্ষ করেছি কোন অংশ হালকা হয়ে উঠে গেছে কিনা। এভাবেই আমি এই সুন্দর ওয়ালমেট তৈরির কাজ শেষ করেছি।
🖼️ উপস্থাপন 🖼️:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
বাদামের খোসা ও বাদাম নিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই ওয়ালমেটটি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে আমি খুব সাবধানতার সাথে এবং সফলতার সাথে ওয়ালমেটটি তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে।
উপরের পদ্ধতিগুলোর অবলম্বন করে আপনারা চাইলে বাদামের খোসা ও বাদাম দিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে পারেন।
💖 ধন্যবাদ সকলকে 💖
বাদামের খোসা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে ভাই একে বারে ইউনিক অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
ভাই কি বলবো আপনি কি দিয়ে যে কি বানালেন। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি। এক ডিলে দুই পাখি মেরেছেন। একেই বলে সৃজনশীলতার বর্হিপ্রকাশ শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সত্যি ভাই এত দক্ষতার অধিকারী আপনি। সামান্য বাদামের খোসা দিয়ে আপনি এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। দেখার মত ছিল। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
বাদামের খোসা দিয়ে এত সুন্দর ফুল বানানো যায় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। বাদামের খোসা ওয়ালমেট কি ওয়ালে টাঙানোর পর অনেক সুন্দর মানাবে। পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষায় রইলাম রইলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে এটা আমার কাছে একদম অন্যরকম মনে হয়েছে যা এর আগে আমি কারো কাছেই দেখিনাই শুভকামনা আপনার জন্য♥
ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও বাদামের খোসা দিয়ে ওয়ালমেট দারুন আইডিয়া ।আজকাল মানুষের মাথায় কত বুদ্ধি বাদামের খোসাও বাদ যাবে না ।বাদাম গুলো তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে ।খুব সুন্দর হয়েছে আপনার বাদামের খোসা দিয়ে বানানো ওয়ালমেট ।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
প্রশংসা করতেই হবে আপনার বুদ্ধির। এমন কিছু যে বাদাম আর বাদামের খোসা দিয়ে হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হিহিহিহি। সত্যি পছন্দ হওয়ার মত একটা কাজ।
আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ দিদি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও ভাইয়া,বাদামের খোসা এবং বাদাম দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই আপনার বুদ্ধির কাছে হার মানতে হবে।আমি কখনো বাদাম এবং বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি দেখিনি।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। দক্ষতা এবং ধৈর্য সহকারে ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাদামের খোসা দিয়ে এত সুন্দর একটি জিনিস তৈরি করা যায় তা আমি আগে জানতাম না। একদম ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনি খুব দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।