DIY-এসো নিজে করি: বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি 🖼️ || @shopon700 [১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি সুন্দর ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই সুন্দর ওয়ালমেটটি বাদামের খোসা ও বাদাম ব্যবহার করে তৈরি করেছি। বাদামের খোসা ও বাদাম দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে।



বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি 🖼️

IMG20211021000020.jpg
Cemera: Oppo-A12.



আমি আমার অবসর সময়কে কাজে লাগিয়ে ফেলে দেওয়া বাদামের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমি বাদামের খোসা, বাদামের দানা ও আঠা দিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি। আমি খুব সাবধানতার সাথে বাদামের খোসা ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছি। আশা করি বাদামের খোসা ও বাদাম দিয়ে তৈরি ওয়ালমেটটি আপনাদের ভালো লাগবে।



বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করতে যে সকল উপকরণের প্রয়োজন এবং কীভাবে এটি তৈরি করেছি সেগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করা হলো।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) বাদামের খোসা
২) কয়েক টুকরো বাদাম
৩) সাদা আর্ট পেপার
৪) আঠা
৫) পেন্সিল
৬) কালো কলম
৭) রাবার

IMG20211020210818.jpg
Cemera: Oppo-A12.



বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরির ধাপসমূহ:



🖼️ ধাপ-১ 🖼️

IMG20211020213233.jpg
Cemera: Oppo-A12.



প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি ধীরে ধীরে পেন্সিল দিয়ে একটি সুন্দর ফুলের গাছ ও টপ অংকন করার চেষ্টা করেছি। আমি সুন্দর ভাবে ডালপালা ও ফুলের টবের অংশ অংকন করেছি।



🖼️ ধাপ-২ 🖼️

IMG20211020214107.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020214149.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020214229.jpg
Cemera: Oppo-A12.



বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি বাদামের টুকরো নিয়েছি। এরপর আমি বাদামের টুকরোর সাথে আঠা লাগিয়েছি। এবার আমি ফুল তৈরি করার জন্য ফুলের মাঝের অংশে বাদামের টুকরো লাগিয়েছি।



🖼️ ধাপ-৩ 🖼️

IMG20211020214435.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020214604.jpg
Cemera: Oppo-A12.


এবার আমি বাদামের টুকরোর চারপাশে আঠা লাগিয়েছি। এরপর আমি বাদামের খোসা আঠার উপর লাগিয়েছি।



🖼️ ধাপ-৪ 🖼️

IMG20211020214647.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020214853.jpg
Cemera: Oppo-A12.



এভাবে ধীরে ধীরে আমি বাদামের অন্যান্য খোসা আঠার সাহায্যে লাগিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এভাবে আমি ওয়ালমেটটির একটি ফুলের অংশ তৈরি করেছি।



🖼️ ধাপ-৫ 🖼️

IMG20211020215823.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020223105.jpg
Cemera: Oppo-A12.



এভাবে ধীরে ধীরে একইভাবে আমি আরো কিছু ফুল তৈরি করেছি। এরপর আমি ওয়ালমেটের জন্য প্রয়োজনীয় ফুলের সম্পূর্ণ অংশ তৈরি করেছি।



🖼️ ধাপ-৬ 🖼️

IMG20211020223408.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020225043.jpg
Cemera: Oppo-A12.



ফুল তৈরি করা হয়ে গেলে এবার গাছের ডাল ও পাতা তৈরি করার জন্য প্রথমে আমি বাদামের খোসা কাঁচি দিয়ে চিকন করে কেটে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো বাদামের খোসার চিকন অংশ তৈরি করেছি।



🖼️ ধাপ-৭ 🖼️

IMG20211020225156.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020225225.jpg
Cemera: Oppo-A12.



গাছের ডালে বাদামের খোসার অংশগুলো বসানোর জন্য প্রথমে গাছের ডালের অংশে আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে বাদামের খোসা লাগানোর চেষ্টা করেছি।



🖼️ ধাপ-৮ 🖼️

IMG20211020225324.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020230319.jpg
Cemera: Oppo-A12.



এভাবে আমি ধীরে ধীরে বাদামের খোসার কিছু অংশ ডাল পালায় লাগানোর চেষ্টা করেছি। এভাবে আরও কিছু অংশে বাদামের খোসা লাগিয়েছি।



🖼️ ধাপ-৯ 🖼️

IMG20211020231412.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020232340.jpg
Cemera: Oppo-A12.



একইভাবে আমি গাছের ডালের সম্পূর্ণ অংশে বাদামের খোসা লাগিয়েছি। আমি আঠা ব্যবহার করে খুব সাবধানতার সাথে এই কাজগুলো করেছি।



🖼️ ধাপ-১০ 🖼️

IMG20211020233442.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020233701.jpg
Cemera: Oppo-A12.



গাছের ডাল তৈরি করা হয়ে গেলে এবার আমি নিচের অংশে টপ তৈরি করার জন্য প্রথমে আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে বাদামের খোসা আঠার উপর লাগিয়েছি।



🖼️ ধাপ-১১ 🖼️

IMG20211020234132.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020234402.jpg
Cemera: Oppo-A12.



এভাবে টবের সম্পূর্ণ অংশে বাদামের খোসা লাগিয়েছি। আমি বাদামের খোসা দিয়ে টবের অংশ সুন্দর করে তোলার চেষ্টা করেছি।



🖼️ ধাপ-১২ 🖼️

IMG20211020234441.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020234615.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার স্টিমিট ইউজারনেম কালো কলম দিয়ে গাঢ় করে নিয়েছি।



🖼️ ধাপ-১৩ 🖼️

IMG20211020235402.jpg
Cemera: Oppo-A12.

IMG20211020235704.jpg
Cemera: Oppo-A12.



গাছের ডাল, ফুলের টব ও ফুল তৈরি শেষ করে এবার আমি গাছের পাতা তৈরীর প্রস্তুতি নিয়েছি। আমি আঠা ব্যবহার করে পূর্বের তৈরি করে রাখা বাদামের খোসার চিকন অংশ দিয়ে পাতা তৈরি করেছি।



🖼️ শেষ ধাপ 🖼️

IMG20211020235802.jpg
Cemera: Oppo-A12.



সম্পূর্ণ অংশ তৈরি হলে এবার আমি ধীরে ধীরে সম্পূর্ণ অংশের উপর চাপ দিয়ে লক্ষ করেছি কোন অংশ হালকা হয়ে উঠে গেছে কিনা। এভাবেই আমি এই সুন্দর ওয়ালমেট তৈরির কাজ শেষ করেছি।



🖼️ উপস্থাপন 🖼️:

IMG20211020235949.jpg
Cemera: Oppo-A12.

IMG20211021001245.jpg
Cemera: Oppo-A12.



বাদামের খোসা ও বাদাম নিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই ওয়ালমেটটি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে আমি খুব সাবধানতার সাথে এবং সফলতার সাথে ওয়ালমেটটি তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে।



উপরের পদ্ধতিগুলোর অবলম্বন করে আপনারা চাইলে বাদামের খোসা ও বাদাম দিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে পারেন।

💖 ধন্যবাদ সকলকে 💖

Sort:  
 3 years ago 

বাদামের খোসা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে ভাই একে বারে ইউনিক অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ভাই কি বলবো আপনি কি দিয়ে যে কি বানালেন। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি। এক ডিলে দুই পাখি মেরেছেন। একেই বলে সৃজনশীলতার বর্হিপ্রকাশ শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি ভাই এত দক্ষতার অধিকারী আপনি। সামান্য বাদামের খোসা দিয়ে আপনি এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। দেখার মত ছিল। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাদামের খোসা দিয়ে এত সুন্দর ফুল বানানো যায় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। বাদামের খোসা ওয়ালমেট কি ওয়ালে টাঙানোর পর অনেক সুন্দর মানাবে। পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষায় রইলাম রইলাম।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাদামের খোসা ও বাদাম দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে এটা আমার কাছে একদম অন্যরকম মনে হয়েছে যা এর আগে আমি কারো কাছেই দেখিনাই শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও বাদামের খোসা দিয়ে ওয়ালমেট দারুন আইডিয়া ।আজকাল মানুষের মাথায় কত বুদ্ধি বাদামের খোসাও বাদ যাবে না ।বাদাম গুলো তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে ।খুব সুন্দর হয়েছে আপনার বাদামের খোসা দিয়ে বানানো ওয়ালমেট ।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রশংসা করতেই হবে আপনার বুদ্ধির। এমন কিছু যে বাদাম আর বাদামের খোসা দিয়ে হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হিহিহিহি। সত্যি পছন্দ হওয়ার মত একটা কাজ।

 3 years ago 

আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ দিদি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া,বাদামের খোসা এবং বাদাম দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই আপনার বুদ্ধির কাছে হার মানতে হবে।আমি কখনো বাদাম এবং বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি দেখিনি।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। দক্ষতা এবং ধৈর্য সহকারে ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাদামের খোসা দিয়ে এত সুন্দর একটি জিনিস তৈরি করা যায় তা আমি আগে জানতাম না। একদম ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনি খুব দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89