বৃষ্টি ভেজা দিনের গল্প||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি সাধারণত রেসিপি, আর্ট বা ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি। তবে আমি দেখেছি অনেকেই অনেক সুন্দর ভাবে লেখালেখি করেন। যেই লেখাগুলো পড়তে আমার খুবই ভালোলাগে। তাই আমি তাদের এই লেখাগুলো থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে ভিন্ন ধরনের একটি পোষ্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি বৃষ্টি ভেজা দিনের গল্প আপনাদের কাছে ভালো লাগবে।

বৃষ্টি ভেজা দিনের গল্প:

rain-gf1c165d7b_1920.jpgsource


বৃষ্টি ভেজা দিনের গল্প একেকজনের কাছে একেক রকমের। কারো কাছে বৃষ্টিবিলাস ভালো লাগে। কারো কাছে বৃষ্টিবিলাস অনেক বেশি আনন্দের। অনেকে প্রত্যাশা করে ঝিরিঝিরি বৃষ্টি। অনেকে বৃষ্টির আনন্দের সাথে নিজেকে মেলে ধরে। অনেকেই চায় বৃষ্টির সাথে আনন্দে মেতে উঠতে। বৃষ্টি ভেজা দিনের গল্প একেকজনের কাছে একেক রকমের। অনেকে মনের আনন্দে বৃষ্টির সেই শীতলতায় প্রাণ জুড়িয়ে নেয়। বৃষ্টিতে ভিজতে অনেকের ভালোলাগে। অন্যদিক আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বৃষ্টি দেখলেই আঁতকে ওঠে। কারণ এই বৃষ্টিতে পরিবার নিয়ে ঠাই নেওয়ার মতো জায়গা তাদের নেই। যদিওবা একটি ঘর আছে তাও ঘরের চালে রয়েছে হাজারো ফুটো। ঘরের চালের সেই ফুটোগুলো দিয়ে অনায়াসেই বৃষ্টির পানি ঘরে ঢুকতে পারে। যখন আমরা বৃষ্টিবিলাসকে স্বাগত জানাই তখন অন্য কেউ হয়তো তার পরিবারের মানুষগুলোকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে। হয়তো আমাদের চিন্তাধারা ভিন্ন রকমের তাই আমাদের অনুভূতিও ভিন্ন রকমের। একদিকে আমাদের বৃষ্টিবিলাস অন্যদিকে অন্য কেউ হয়তো নিরাপদ আশ্রয় খোঁজে।

rain-ge42a48be4_1920.jpg
source


আমরা যখন বৃষ্টিভেজা দিনে বিভিন্ন রকমের খাবার খাওয়ার পরিকল্পনা করি তখন অন্য কেউ হয়তো দু'মুঠো ভাতের জোগাড় করতেই চিন্তায় পড়ে যায়। আমরা যখন ভাবি এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি, বেগুন ভাজা ও ইলিশ মাছ ভাজা হলে অনেক ভালো হতো অন্যদিকে তারা ভাবে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে। হয়তো তাদের কাছে খাবার কেনার মত পয়সা নেই। হয়তো তাদের কাছে চাল, ডাল ও নুন নেই। এ সময় তারা যদি আলু সেদ্ধ ভাত খেতে পারতো তাহলে হয়তো অনেক খুশি হতো। তাদের সেই উপায় নেই। কারণ এই বৃষ্টি ভেজা দিনে তাদের রুজি রোজগার বন্ধ। আমরা যখন বৃষ্টিকে স্বাগত জানাই তখন তারা বৃষ্টি দেখলে দীর্ঘশ্বাস ফেলে। হয়তো তারা মনে মনে ভাবে আজকেও পরিবারের মানুষ গুলোর মুখে দু'মুঠো ভাত তুলে দিতে পারবেনা। সন্তানের মুখে দু'মুঠো ভাত তুলে দিতে আজ তারা ব্যর্থ। কারণ তারা দিন আনে দিন খায়। তাদের কাছে বৃষ্টিভেজা একটি দিন অনেকটা অভিশাপের মতো।

people-g009fcaee9_1280.jpg
source


বৃষ্টি ভেজা দিনে মন চায় একটুখানি ঘুমিয়ে নেই। হয়তো শরীরের আরামে বা বৃষ্টির সেই শব্দে এবং শীতল হাওয়ায় ঘুমাতে অনেক ভালো লাগে। মন চায় কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। কিন্তু আমাদের দেশে এমন মানুষ আছে যারা বৃষ্টি থামার অপেক্ষায় বসে থাকে। তারা ভাবে কখন বৃষ্টি থামবে এবং কখন তারা বাহিরে বেরুতে পারবে। নিজের প্রিয় মানুষ গুলোর মুখে দু'মুঠো খাবার তুলে দিতে পারবে। কারণ তারা দিনমজুর। বৃষ্টি ভেজা দিনে তাদের যেমন কাজ থাকে না তেমনি দু'বেলা ভাতের জোগাড় হয় না। তাই তারা আরাম আয়েশে ঘুমিয়ে সময় কাটানোর চিন্তা করে না। আসলে পেটে যদি খাবার না থাকে তখন বৃষ্টি উপভোগ করা হয়ে ওঠে না। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। এই পৃথিবীতে তারাই ক্ষুধার জালা উপলব্ধি করতে পারে যারা সেই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। হয়তো তাদের কাছে সেই গল্প শুনলে চোখের কোনে পানি চলে আসে।

glass-g9e503d8c6_1920.jpg
source


যখন এই গরমে রাতের বেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তখন মন চায় মনের আনন্দে ঘুমিয়ে পড়তে। কিন্তু এমনও পরিবার আছে যারা ভাবে আজকের রাত বসে কাটিয়ে দিতে হবে। কারণ বৃষ্টির পানি তাদের গায়ে এসে পড়ে। নিজের সন্তানদের বৃষ্টি থেকে রক্ষা করতে সারা রাত জেগে বসে থাকে তারা। তারা শুধু বারবার ভাবে কখন ভোরের আলো ফুটবে। কখন তারা আবারো একটি নতুন সকাল দেখবে। আমাদের কাছে যেমন বৃষ্টি ভেজা রাত ভালো লাগে তেমনি তাদের কাছে বৃষ্টিভেজা একটি রাত মানে অভিশপ্ত ও কালো রাত। হয়তো তাদের জীবনের সাথে আমাদের জীবনের কোনো মিল নেই। তবে আমরা যদি তাদের কথা গুলো চিন্তা করি তাহলেই বুঝতে পারবো তাদের কষ্ট কতটুকু।

বৃষ্টি ভেজা দিনের গল্প একেকজনের কাছে একেক রকমের। আমি আমার উপলব্ধি ও চিন্তা থেকে নিজের মতো করে পুরো বিষয়টি উপস্থাপন করেছি। আমি চেষ্টা করেছি বৃষ্টিভেজা একটি দিনের গল্পের মাঝে ভিন্নতা আনার জন্য। আশা করছি আমার এই লেখা সবার কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 2 years ago 

বৃষ্টি ভেজা দিনের গল্প লেখাটি পড়তে আমার খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকার করে বৃষ্টি ভেজা দিনে আমাদের সমাজের দুটি চিত্রের কথা একসাথে তুলে ধরেছেন। আপনি একদম ঠিক বলেছেন বৃষ্টিস্নাত দিনগুলো আমাদের জন্য আনন্দের হলেও অনেকের জন্য কষ্টের এবং বেদনার। বৃষ্টি ভেজা দিনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমাদের কাছে বৃষ্টিভেজা দিন আনন্দের হলেও অনেকের কাছে তা কষ্টের এবং বেদনার। এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।❣️❣️

 2 years ago 

আসলে ভাই আপনি আপনার বৃষ্টিভেজা দিনের ও রাতের গল্পের মাঝে যে বিষয়টি বুঝাতে চেয়েছেন আসলে আমাদের চতুর্পাশ্বেই এরকম বেশ কিছু মানুষ রয়েছে যারা এরকম কষ্টে রয়েছেন। আপনি আপনার গল্পের এ বিষয়টি এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন পড়েই মুগ্ধ হয়ে গেলাম আসলে সবাই এরকম করে ভাবলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠত। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা যদি তাদের কষ্টগুলো একটু উপলব্ধি করে তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো পৃথিবীটা আরো সুন্দর হতো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।💝💝

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনের গল্প একেকজনের কাছে একেক রকমের।

একদম ঠিক বলেছেন ভাইয়া। বৃষ্টির দিন কারো কাছে আনন্দের আবার কারো কাছে খুবই কষ্টের।
আপনার লেখা বৃষ্টি ভেজা দিনের গল্পে বাস্তবিক জীবনে আমাদের চারপাশের কাহিনী ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে সমাজের দুটি চিত্র উপস্থাপন করেছেন আপনার গল্পের মাধ্যমে। আপনার গল্পটি আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনের এই গল্পটি আপনার খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনার মন্তব্য আমার খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹

 2 years ago (edited)

আমরা যখন বৃষ্টিভেজা দিনে বিভিন্ন রকমের খাবার খাওয়ার পরিকল্পনা করি তখন অন্য কেউ হয়তো দু'মুঠো ভাতের জোগাড় করতেই চিন্তায় পড়ে যায়। আমরা যখন ভাবি এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি, বেগুন ভাজা ও ইলিশ মাছ ভাজা হলে অনেক ভালো হতো অন্যদিকে তারা ভাবে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে।

কথা গুলো সত্যি হৃদয়ে কড়া নেড়েছে। লিখুন ভাই বেশী বেশী লিখুন। আমার কাছে আজকের লেখাটা দারুন লেগেছে।খুবি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার লেখার মাধ্যমে মনের ভাব গুলো। ভাল থাকবেন ভাই আমার।

 2 years ago 

আমার এই গল্পের কথাগুলো আপনার হৃদয়ে কড়া নেড়েছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে আরও লেখালেখি করার উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💓💓

 2 years ago 

বৃষ্টির দিন নিয়ে আপনি খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ।বৃষ্টিবিলাস পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে বৃষ্টির দিন গুলো আমি বেশ উপভোগ করতে চাই হোক সে ঘুমিয়ে বা জেগে ।বৃষ্টি দিনগুলো খুব মন মত ঘুমাতে পারি। আপনি খুব সুন্দর ভাবে বৃষ্টির দিন সম্পর্কে দারুন একটি গল্প আমাদের মাঝে তুলে ধরেছে। আপনার লেখায় গল্প আমার খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে এই বৃষ্টিভেজা দিন হয়তো আনন্দের। হয়তো খুবই মজার। কিন্তু একটু ভেবে দেখেছেন এই দিনটি হয়তো কারো কাছে খুবই কষ্টের! যাইহোক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো আপু।

 2 years ago 

বৃষ্টি কারও জন্য আনন্দ বয়ে আনে আবার কারো জন্য নিয়ে আসে বিরহ। কেউ থাকে হাসি খুশি আবার কেউ প্রিয় মানুষ কে না পাওয়ার বেদনায় ব্যথিত হয়। অনেক ভাল লিখেছেন বৃষ্টি নিয়ে। ভাল লেগেছে আমার। ধন্যবাদ সুন্দর এই লেখাটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য

 2 years ago 

আমার এই বৃষ্টি ভেজা দিনের গল্পটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন ভাইয়া।💗💗

 2 years ago 

বাহ! চমৎকার লিখেছেন ভাইয়া আপনি । আসলে আপনি ঠিক বলেছেন আমাদের দেশে এরকম অনেক মানুষ বা পরিবার আছে যারা বৃষ্টির দিনে আশ্রয়ের এতটুকু জায়গা পর্যন্ত পায় না । এমনকি অনেকে আছে যারা রাস্তার পাশে শুয়ে থাকে বৃষ্টিতে ভিজে ভিজে । আমি দেখেছি রেলস্টেশন এরকম অনেক মানুষ বসবাস করে ।

 2 years ago 

আমরা যদি এসব মানুষের কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো পৃথিবীটা আরো সুন্দর হতো ভাইয়া। আপনার মন্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে। এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।❣️💝❣️

 2 years ago 

আপনি চমৎকার একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই গল্পটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46