অনুগল্প:শরতের কাশফুল||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি সুন্দর একটি অনুগল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা অনুগল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

অনুগল্প:শরতের কাশফুল

pampas-grass-g5fde572de_1920.jpg
source


শরতের কাশফুলের মতই স্নিগ্ধ কমল সৌন্দর্যে ভরা তোমার ওই মুখখানি। শরতের কাশফুল দেখলে যেমন হৃদয় জুড়িয়ে যায় তেমনি তোমাকে দেখলে হৃদয়ের মাঝে ভালোবাসা তৈরি হয়। এই কথাগুলো ভাবতে ভাবতেই শিশির আনমনে তাকিয়ে ছিল ওই দূর আকাশের পানে। শিশির শরতের কাশফুল খুবই পছন্দ করত। তাই তার প্রিয় মানুষটিকে শরতের কাজ ফুলের সাথে তুলনা করেছে। শিশিরের বাড়ির পাশেই ছিল তার প্রিয় মানুষটির বসবাস। শিশির যখন জানালা দিয়ে বাইরে তাকালো তখন দেখতো শিউলি নামের সেই মেয়েটি বারান্দায় আনমনে দাঁড়িয়ে আছে। শিউলির অপলোক দৃষ্টি যেন অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যেত। আনমনে দাঁড়িয়ে থাকতো মেয়েটি। কারো সাথে কথা বলত না। এমনকি কারো ডাকে সাড়াও দিত না। সেই ছোটবেলা থেকেই শিশির শিউলিকে পছন্দ করে। তবে কখনো মুখ ফুটে বলতে পারেনি। চঞ্চল হাসিখুশি সেই মেয়েটি শিশিরের মন কেড়ে নিয়েছিল। শিউলিকে দেখলেই শিশিরের মনে ভালো লাগা তৈরি হতো। শরতের কাশফুল যেমন শিশিরের প্রিয় তেমনি শিউলির মুখের হাসি শিশিরের অনেক প্রিয়।

এভাবেই চলছিল তাদের দিনগুলো। শিশির আড়াল থেকে শিউলিকে দেখত। শিউলি তার গাছে পানি দিত আর শিশির জানালার ফাঁক দিয়ে সেই দৃশ্যগুলো দেখত। শিউলি হয়তো সেই বিষয়টি কখনো খেয়াল করতে পারিনি। যখন শিশির শিউলিকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখতো তখন শিশিরও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতো শিউলিকে দেখার জন্য। হাসিখুশি সেই শিউলি আজ অনেক বদলে গেছে। তার মুখে আর হাসি নেই। হয়তো কোন ভয়ংকর জানোয়ার তার হাসি কেড়ে নিয়েছে। যেই মেয়েটির মুখে সারাক্ষণ হাসি লেগে থাকতো সেই মেয়েটি আজ হাসতে ভুলে গেছে। হয়তো মনের কষ্টগুলো তার মুখের মাঝে ফুটে উঠেছে। শিশির সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছে। আর শিউলি সবেমাত্র নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণীর এই চঞ্চল শিউলি কেন জানি বদলে গেল। এটা ভাবতেই শিশিরের অবাক লাগে।

শিউলির হাসি মাখা মুখের মাঝে শিশির তার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছিল। কিন্তু কখনো শিউলিকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। হয়তো ভেবেছে যদি শিউলি তাকে প্রত্যাখ্যান করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করেনি। তার ভালোবাসার মানুষটিকে যাতে হারিয়ে ফেলতে না হয় সেজন্য শিশির চুপিচুপি ভালোবেসেছে। শিশির পড়াশোনার জন্য এখন বাইরে থাকে। তাইতো কয়েকদিন শিউলিকে দেখেনি। কলেজ বন্ধ হওয়ার ফাঁকে যখন শিশির বাসায় এসেছে তখন শিউলিকে দেখে সে অবাক হয়েছে। শিউলির এই আনমনে তাকিয়ে থাকা শিশিরকে অবাক করেছে। এরপর যখন শিশির বাইরে গেল তখন তার গ্রামের বন্ধুদের কাছে জানতে পারলো শিউলিকে ধর্ষণ করা হয়েছে। কোন এক নরপিশাচ ফুলের মত শিউলিকে এই পৃথিবীর কাছে অপরাধী তৈরি করেছে। যেখানে শিউলি কোনভাবেই অপরাধী নয়। তবুও এই সমাজ শিউলিকেই অপরাধী বানিয়েছে।

ফুলের মত শিউলি আজ সবার কাছেই অপরাধী হয়ে গেছে। তার অপরাধ একটি সে নিজেকে রক্ষা করতে পারেনি। এই সমাজের মানুষগুলো শুধু তাকেই ধিক্কার দিচ্ছে। একটিবার ভেবে দেখছে না তার মনের কথা। যে তাকে এই সমাজের কাছে কলঙ্কিত করেছে তার কথা কেউ বলছে না। এই কথাগুলো যখন শিশির জানতে পারল তখন তার মন একেবারেই ভেঙে গেল। এমনকি শিউলির জন্য অনেক কষ্ট পেল। সে বারবার শিউলির সাথে কথা বলার চেষ্টা করল। কিন্তু কোনভাবেই শিউলি তার সাথে কথা বলতে রাজি হলো না। এভাবেই আরো কয়েকটি দিন কেটে গেল। শিশির নিজের প্রথম ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট পেতে দেখে খুবই কষ্ট পাচ্ছিল। এরপর যখন ছুটি শেষ হয়ে গেল সে আবারও নিজের পড়াশোনার জন্য চলে গেল।

একদিন হঠাৎ করে তার এক বন্ধু তাকে ফোন করল। খুব ভরে বন্ধুর ফোন পেয়ে সে অনেকটা অবাক হল। এরপর ঘুম ঘুম চোখে শিশির তার ফোন রিসিভ করল। যখন সে বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করল তখন সে অনেকটা ঘুমের ঘোরে আছে। তার বন্ধু বলল তোদের বাড়ির পাশের শিউলি নামের মেয়েটি গতকাল রাতে সুইসাইড করেছে। যখন শিশির এই কথাগুলো শুনছিল তখন বারবার মনে করছিল হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। এরপর যখন সে বুঝতে পারল আসলে সেটা স্বপ্ন ছিল না একেবারে সত্যি ছিল তখন সে চিৎকার করে কেঁদে উঠলো। সে বারবার বলতে লাগলো আমি আমার ভালোবাসাকে রক্ষা করতে পারলাম না। আমি আমার ভালোবাসার মানুষটিকে রক্ষা করতে পারলাম না। শরতের কাশফুলের মত স্নিগ্ধ শিউলিকে ধরে রাখতে পারলাম না। কোন এক নরপিশাচ তাকে বাঁচতে দিল না। শরতের কাশফুল দেখলেই শিশিরের বারবার শিউলির কথা মনে পড়ে। আজও প্রতিটি শরতে শিশির শিউলির কবরের পাশে গিয়ে দাঁড়ায় সাথে নিয়ে কয়েকটি কাশফুল।

আমার লেখা অনুগল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার অনেক ভালো লাগবে। আশা করছি আমার লেখা অনুগল্পটি সকলের কাছে ভালো লাগবে।


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🌹

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59295.75
ETH 2607.30
USDT 1.00
SBD 2.41