অনুগল্প:তোমারই প্রতীক্ষা করি সারাক্ষণ||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই তো আজকে আমি নতুন একটি অনুগল্প আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা অনুগল্প আপনাদের কাছে ভালো লাগবে।

তোমারই প্রতীক্ষা করি সারাক্ষণ:

love-g2b1ffa34c_1920.jpg
source


আজ হঠাৎ করেই জানালার গ্রিলের পাশে দাঁড়িয়ে সাগর মনে মনে ভাবছিল অনেক বছর হয়ে গেল তোমার সাথে কথা হয় না। যে তোমাকে ছাড়া একটি মুহূর্ত কাটতো না সেই তুমি আজ কত দূরে। যে তুমি আমাকে না দেখলে পাগল হয়ে যেতে সেই তুমি আজ কতদিন আমায় দেখো না। আমিও কতটা বোকা যে আমি তোমায় না দেখে এক মুহূর্ত থাকতে পারতাম না সেই আমিও আজ অনেক পাষাণ হয়ে গেছি। কারণ সময় আমাকে বদলে দিয়েছে। সময়ের সাথে সাথে আমি নিজেকে বদলে ফেলেছি অনেকটা। বলতে পারো বদলে ফেলতে বাধ্য হয়েছি। কারণ নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারিনি। হয়তো ধরে রাখতে চাইনি। এমনটা হতে পারে ধরে রাখার ক্ষমতা আমার নেই।

সাগরের সাথে যেদিন রূপসার প্রথম কথা হয়েছিল প্রথম কথাতেই ভালোলাগা তৈরি হয়েছিল। সাগর যখন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি যুদ্ধে নেমেছিল তখনই রূপসার সাথে সাগরের দেখা হয়। রূপসা আর সাগরের মাঝে বেশ বন্ধুত্ব হয়। কখন যে বন্ধুত্ব থেকে ভালোলাগা তৈরি হয় তা সাগর বুঝতেই পারেনি। যে সময়টাতে সাগরের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটানোর কথা ছিল সেই সময়টাতে এসে রুপসাকে সময় দিতে গিয়ে সাগর অনেক পিছিয়ে পড়ে। অন্যদিকে রুপসা সাগরের কাছে পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য নিতে লাগে। সাগর রুপসাকে ভালোবেসে ফেলেছিল। সে বয়সে এসে সবাই ভুল করে। তাইতো সাগর নিজের সিদ্ধান্তে ভুল করেছিল।

সাগর ধীরে ধীরে নিজের পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে পড়তে লাগে। রাত জেগে রূপসার সাথে কথা বলা, সারাদিন রূপসা কে সময় দেওয়া সবকিছুই যেন সাগরের কাছে অনেক বেশি মূল্যবান মনে হয়। অন্যদিকে ভর্তি যুদ্ধে তাকে অনেকের সাথে লড়তে হবে এই কথাটি তার মাথা থেকে একেবারেই বেরিয়ে পড়ে। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। রূপসা এবং সাগর নেমে পড়ে ভর্তি যুদ্ধে। ভাগ্যক্রমে রূপসা নিজের পরিশ্রমের ফল পায়। রুপসা সফলতার সাথে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। অন্যদিকে সাগর একের পর এক পরীক্ষা দিতে লাগে। অবশেষে ব্যর্থ হয়ে যায়। যখন দেখলো সে কোথাও ভর্তি হতে পারছে না তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ল। অন্যদিকে রুপসা নিজেকে গুটিয়ে নিয়েছে। সাগর ভাবলো এখন আর সাগরের খোঁজ নেয়ার মত সময় তার নেই। কারণ সাগরের প্রয়োজন ফুরিয়ে গেছে।

রূপসার এই ব্যবহার সাগরকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। সাগর কিছুতেই মেনে নিতে পারছিল না রূপসার এই বদলে যাওয়াকে। কিন্তু ভাগ্যের নির্মমতা মানতে সবাই বাধ্য। তাইতো সে অনেকটাই এলোমেলো জীবন যাপন করতে শুরু করে। সাগর এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো মানসিকতা তার ছিল না। একদিকে যুদ্ধে হেরে যাওয়া অন্যদিকে নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলা সবদিক থেকে সাগর অনেকটা ভেঙে পড়েছিল। এবার সাগর অনেকটা এলোমেলো জীবনের মাঝে একটুখানি আশার আলো দেখতে পেয়েছিল। কারণ তার মা তার পাশে ছিল। এবার সে মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের নতুন জীবন শুরু করে। দেখতে দেখতে আবারো ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায়। সে নিজের দক্ষতা এবং মেধায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় এবং নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আজ তার অনেক বন্ধু। কারণ সে নিজের সফলতার এক ধাপ এগিয়ে গেছে। সে রূপসাকে একেবারে ভুলে যেতে পারেনি। কখনো ভুলতেও পারেনা। কারণ রূপসা যার জীবনের প্রথম ভালোবাসা। হঠাৎ একদিন রূপসার ফোন থেকে সাগরের ফোনে মেসেজ আসে। সাগর অনেকটা চমকে যায় কারণ এতদিন পর রূপসার মেসেজ সে একেবারেই প্রত্যাশা করেনি। তার লেখাগুলোতে শুধুমাত্র কয়েকটি লেখা ছিল যেটা পড়ে সাগর অনেকটা চুপ হয়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল আজ আমি আমার ভালোবাসাকে সার্থক করতে পেরেছি। কারণ আড়াল থেকেই তোমার সফলতায় আনন্দিত হয়েছি।

রুপসার এই লেখাগুলো কেন জানি সাগরের কাছে এলোমেলো লাগছিল। এরপর যখন রুপসার রুমমেট সাগরকে বলে যে রুপসা ইচ্ছে করে আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আপনি রূপসার সাথে এতটা জড়িয়ে পড়েছিলেন যে নিজের পড়াশোনা একেবারে বাদ দিয়ে দিয়েছিলেন। তাইতো রুপসা আপনাকে ভালোবেসে আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। যাতে করে আপনি আবারো নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। রুপসা এই দিনটির প্রতীক্ষায় ছিল যে দিনটিতে তার ভালোবাসা সার্থক হবে এবং ভালোবাসার মানুষটির ব্যর্থতার জন্য সে নিজেকে কখনোই দোষী মনে করবে না। সেই দিনটি আজ এসেছে কারণ আজকে আপনি সফলতার এক ধাপ এগিয়ে গেছেন। আর অন্য দিকে রুপসা নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হয়নি। কারণ শুধুই আপনি। সাগর তার ভালোবাসার মানুষের মনের কথাগুলো জানতে পেরে অনেকটাই কষ্ট পেয়েছে। কারণ তার ভালোবাসার মানুষটি আড়াল থেকে তাকে এতটা ভালোবেসেছে সে কখনো তা বুঝতেই পারেনি। তাইতো সে আজও তার প্রতীক্ষায় বসে আছে। এবার সাগর নিজের ভালোবাসার মানুষটির কাছে ফিরে যেতে চাইল। কিন্তু রূপসা আজ আবারো নিজেকে আড়াল করে নিয়েছে। কিন্তু আজও সাগর তার প্রতীক্ষায় আছে।

আশা করছি আমার লেখা এই অনুগল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে।


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41