অনুগল্প: সেই মায়াবী দুটি চোখ👁️|| [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার অনেক ভালো লাগে। আমি আমার মনের কল্পনা থেকেই অনুগল্প লিখি। তাই আজকে আমি সেই মায়াবী দুটি চোখ এই অনুগল্পটি লিখে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা অনুগল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।

অনুগল্প: সেই মায়াবী দুটি চোখ👁️

woman-gcca356874_1920.jpg
source


একদিন সকাল বেলায় মেঘলা দিনে প্রান্ত বেরিয়ে পড়ল প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে প্রান্তর অনেক ভালো লাগে। বিশেষ করে মেঘলা আকাশের অপরূপ সৌন্দর্য দেখে প্রান্ত মুগ্ধ হয়ে যায়। মেঘলা আকাশ তার ভীষণ প্রিয়। মেঘলা আকাশের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রান্ত যখন সবুজ প্রান্তরে হাটতে লাগল তখন দূর থেকে একটি সাদা পরীকে দেখতে পেল। সে সাদা জামা পড়ে হেঁটে যাচ্ছিল। দূর থেকে তাকে ঠিক সাদা পরীর মত লাগছিল। সাদা ওড়না দিয়ে ঢেকে রাখা তার মুখখানি প্রান্ত ভালো করে দেখতে পেল না। প্রান্তকে দেখে সেই মেয়েটি ওড়নায় মুখ লুকালো।

girl-ge7e47b2a5_1920.jpg
source


যখন সেই মেয়েটি প্রান্তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই মেয়েটির মায়াবী দুটি চোখের প্রেমে পড়ে গেল প্রান্ত। তার মায়াবী চোখের চাহনি প্রান্তর হৃদয়ে দোলা দিয়ে গেল। প্রান্ত নাম না জানা সেই মেয়েটির নাম দিল মায়াবীনি। মায়াবীনি প্রান্তকে পাগল করে দিল। এক পলকের একটু দেখা তার হৃদয়ে ভালোলাগার ঝড় তুলে দিল। হয়তো ভালোবাসা গুলো এমনই হয়। ক্ষনিকের একটু দেখা হৃদয়ের মাঝে ভালোবাসার ঝড় তুলে। অপলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল প্রান্ত। মেয়েটি দূর থেকে বহুদূর চলে গেল। তবুও প্রান্ত অবাক নয়নে তাকিয়ে রইলো তার পথপানে। হঠাৎ একসময় বৃষ্টির গুড়গুড় শব্দে তার ঘোর কাটলো। তখন সে বুঝতে পারল মেয়েটি অনেক আগেই সেখান থেকে চলে গেছে। আর বৃষ্টির ফোটা এসে তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। সেই মায়াবীনির কথা ভাবতে ভাবতে কখন যে বৃষ্টিতে ভিজে গেল সে বুঝতেই পারলো না। কারণ প্রান্ত তখন মায়াবীনির চোখের মায়ায় পড়েছে। মায়াবীনির দু চোখের মায়ায় প্রান্ত নিজেকে উজাড় করে দিয়েছে। তার দু চোখে মিশে আছে মায়া ভরা দৃষ্টি। সেই মেয়েটির এক পলকের মায়া ভরা দৃষ্টি প্রান্তকে প্রেমের বাঁধনে বেঁধে ফেলেছে।

girl-g845c57e5f_1920.jpg
source


যখন সে বাসায় ফিরে এসেছে তখন বারবার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল মায়াবীনির সেই মায়া ভরা দুটি চোখ। যে দু চোখের মায়ায় প্রান্ত নিজেকে হারিয়ে ফেলেছে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তবে প্রান্ত সেই মায়াবীনির মায়া ভরা চোখ দুটো ভুলতে পারল না। প্রতিদিন সকালে সে সেই মাঠের প্রান্তরে দাঁড়িয়ে থাকে যদি তার মায়াবীনির দেখা পেয়ে যায় সেই আশায়। যখন সে মায়াবীনিকে দেখতে না পায় তখন সে হতাশ মনে বাড়ী ফিরে আসে। যখন এভাবে দিন গেল, সপ্তাহ গেল তখন প্রান্ত অনেকটা হতাশ হয়ে যায়। তবুও সে হাল ছেড়ে দেয়নি। কারণ সে বিশ্বাস করে মনে যদি ভালোবাসা থাকে তাহলে প্রিয় মানুষটিকে অবশ্যই পাওয়া যায়। তার বিশ্বাস তার মায়াবীনি তাকে আবারো দেখা দিবে।

eyes-g45c566bd6_1920.jpg
source


এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন প্রান্ত তার মায়াবীনির দেখা পেয়ে গেল। তবে সেই দেখা তার জন্য মোটেও সুখের ছিল না। কারণ সে তার বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে এসে মায়াবীনিকে দেখতে পেল।মায়াবীনিকে দেখে প্রান্তর মন খারাপ হয়ে গেল। কারণ সেই মায়াবীনিকে অনেক ভালোবাসে। প্রান্তর যখন অনেক মন খারাপ হয়ে গেল তখন সে চুপটি করে মাথা নিচু করে বসে রইলো। এরপর মেয়ের বাবা হঠাৎ করেই বলে উঠলেন এ হচ্ছে আমার ছোট মেয়ে নন্দিতা। মেয়ের বাবা মায়াবীনিকে বললেন মা নন্দিতা তোমার বড় আপুকে নিয়ে এসো। এই কথা শুনে প্রান্ত খুশিতে নেচে উঠলেন। নিজেকে সংযত করে মনে মনে বললেন পেয়ে গেছি আমি আমার মায়াবীনিকে পেয়ে গেছি। এবার প্রান্তের বেশ খুশি খুশি লাগছিল। কারণ সে তার মায়াবীনির দেখা পেয়েছে। প্রান্ত চাচ্ছিলো মায়াবীনির বড় বোনের সাথে তার ভাইয়ের বিয়েটা হোক। অবশেষে প্রান্তের মনের আশা পূর্ণ হলো। মায়াবীনির বড় বোনের সাথে প্রান্তের ভাইয়ের বিয়েটা হয়ে গেল।

portrait-g45e33d830_1920.jpg
source


এরপর কি হলো আপনারা জানতে চান?এরপর প্রান্ত মায়াবীনির পিছলে লেগে গেল। সর্বপ্রথম সে তার ভাবিকে পটানোর চেষ্টা করলো। যাতে করে তার ভাবির মাধ্যমে মায়াবীনিকে পেয়ে যায়। মায়াবীনি বড়ই লাজুক ছিল। লাজুক চোখের চাহনি ও মায়া ভরা দৃষ্টি প্রান্তকে বারবার ঘায়েল করে দিত। যখন মায়াবিনী তার বোনের বাড়িতে বেড়াতে আসতো তখন প্রান্ত তার পিছু লেগেই থাকতো। এতে মায়াবীনি লজ্জায় লাল হয়ে যেতো। অবশেষে প্রান্ত মায়াবীনিকে তার মনের কথা বলেই ফেলল। প্রান্তের পাগলামি ও মায়াবীনির প্রতি ভালোবাসা মায়াবীনিকেউ আকৃষ্ট করলো প্রান্তের প্রতি। এরপর তাদের সম্পর্কের পূর্ণতা পেল। তাদের কোলজুড়ে মিষ্টি কন্যা সন্তান এলো। তবে তাদের এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মায়াবী দুটি চোখ চিরতরে বন্ধ হয়ে গেছে। প্রান্ত হারিয়ে ফেললো তার মায়াবীনিকে। তবে যখন প্রান্ত তার কন্যাকে কোলে তুলে নিলো তখন দেখতে পেল সেই মায়াবী দুটি চোখ। সেই মায়াবী দুটি চোখের মাঝে প্রান্ত আবারো খুঁজে পেল নিজের ভালোবাসা। সে বুঝতে পারলো তার সন্তানের মাঝে বেঁচে আছে তার মায়াবীনি।

আশা করছি আমার লেখা এই অনুগল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার লেখা এই অনুগল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই লেখা সার্থক হবে।


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  

আপনি কিন্তু অনেক সুন্দর অনুগল্প লিখেন ভাই। এর আগে অনুগল্প লিখেছিলেন এবং আজকে মায়াবী চোখ নিয়ে আপনি এত সুন্দর একটি অনুগল্প আমাদের উপহার দিয়েছেন বলে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59