DIY Event-এসো নিজে করি: টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি 🖼️ || @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশের রংপুর বিভাগ থেকে। আজ আমি আমাদের সকলের প্রিয় @rme দাদা ও @tanuja বৌদির অতি আদরের টিনটিন বাবুর জন্য একটি ছবির ফ্রেম তৈরি করেছি। টিনটিন বাবু আমাদের সকলের খুবই প্রিয় আদরের। আশা করি আমার তৈরি ছবির ফ্রেমটি সকলের অনেক পছন্দ হবে।



🖼️ টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি:

IMG20211014143711.jpg
ক্যামেরা: Oppo-A12.



আজ আমি টিনটিন বাবুর জন্য একটি সুন্দর ছবির ফ্রেম তৈরি করেছি। আমি আমাদের প্রিয় টিনটিন বাবুর একটি ছবি কম্পিউটার থেকে প্রিন্ট করে আমার তৈরি সুন্দর ছবির ফ্রেমে রেখে দিয়েছি। টিনটিন বাবুর প্রতি ভালোবাসা থেকেই আমি আজ এই সুন্দর ছবির ফ্রেমটি তৈরি করেছি।



🖼️ প্রয়োজনীয় উপকরণ:

১) রঙিন কাগজ
২) সাদা কাগজ
৩) কাগজের কার্ডবোর্ড
৪) কাঁচি
৫) আঠা
৬) পুঁথির ফুল
৭) ব্লেড
৮) কম্পিউটার থেকে প্রিন্ট করা টিনটিন বাবুর ছবি।

IMG20211014110959.jpg
ক্যামেরা: Oppo-A12.



🖼️টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি:

🖼️ধাপ-১🖼️

IMG20211014111619.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014111648.jpg
ক্যামেরা: Oppo-A12.



টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাগজের কার্ডবোর্ড নিয়েছি। এবার আমি ছবির ফ্রেমের মাঝের অংশ তৈরি করার জন্য পেন্সিল ও স্কেল দিয়ে সুন্দরভাবে দাগিয়ে নিয়েছি।



🖼️ধাপ-২🖼️

IMG20211014112115.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014112605.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি দাগ অনুযায়ী খুব সাবধানতার সাথে কেটে নিয়েছি।



🖼️ধাপ-৩🖼️

IMG20211014112851.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014113102.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014113124.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার ছবির ফ্রেমটি রঙিন করে তোলার জন্য আঠা দিয়ে রঙিন কাগজ লাগিয়ে দিয়েছি।



🖼️ধাপ-৪🖼️

IMG20211014113711.jpg
Cemera: Oppo-A12.

IMG20211014114116.jpg
Cemera: Oppo-A12.

IMG20211014114132.jpg
ক্যামেরা: Oppo-A12.



আমি সমান করে অন্যান্য বাড়তি অংশ আঠা দিয়ে ফ্রেমের ওপর লাগিয়ে নিয়েছি। উপরের ছবি লক্ষ করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করেছি।



🖼️ধাপ-৫🖼️

IMG20211014114223.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014114316.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি স্কেল ও পেন্সিল দিয়ে কোনাকুনিভাবে সমান করে দাগ দিয়েছি।



🖼️ধাপ-৬🖼️

IMG20211014114412.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014114536.jpg
ক্যামেরা: Oppo-A12.



পেন্সিল দিয়ে দাগানো অংশে আমি এবার ব্লেড দিয়ে কেটে খুব সাবধানতার সাথে চারটি অংশে বিভক্ত করে নিয়েছি।



🖼️ধাপ-৭🖼️

IMG20211014114632.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014114657.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014114956.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার কেটে রাখা চারটি অংশ খুব ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।



🖼️ধাপ-৮🖼️

IMG20211014115033.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014115238.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014115311.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার ফ্রেমটি সুন্দর করার জন্য চারপাশের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এভাবে আমি ছবির ফ্রেম তৈরীর জন্য একটি পার্ট পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি।



🖼️ধাপ-৯🖼️

IMG20211014120000.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014120608.jpg
ক্যামেরা: Oppo-A12.



প্রথম পার্ট তৈরি হয়ে গেলে এবার আমি দ্বিতীয় পার্ট তৈরি করার জন্য আরও একটি কাগজের কার্ডবোর্ড নিয়েছি। এবার এই অংশটি সুন্দর করে তোলার জন্য আমি হলুদ রঙের কাগজ নিয়েছি। হলুদ রঙের কাগজটি আঠার সাহায্যে এই কাগজটির উপর লাগিয়ে দিয়েছি।



🖼️ধাপ-১০🖼️

IMG20211014120827.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014120840.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014121026.jpg
ক্যামেরা: Oppo-A12.



টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি করার জন্য দুইটি অংশ প্রস্তুত হয়ে গেলে এবার আমি দুটি অংশ একত্রে করার জন্য আঠা ব্যবহার করেছি। বাড়তি অংশগুলো আঠা দিয়ে ভালভাবে লাগিয়ে নিয়েছি।



🖼️ধাপ-১১🖼️

IMG20211014121539.jpg
ক্যামেরা: Oppo-A12.



যেহেতু আমি দুইটি ফ্রেম একসাথে করার জন্য আঠার ব্যবহার করেছি সেহেতু আমার তৈরি ছবির ফ্রেমটিতে টিনটিন বাবুর ছবি প্রবেশ করাতে যেন কোন অসুবিধা না হয় সেজন্য মোটা কাগজ দিয়ে ফাঁকা করে রেখেছি এবং শুকাতে দিয়েছি।



🖼️ধাপ-১২🖼️

IMG20211014122546.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014122746.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি ছবির ফ্রেমের পিছনের স্টান্ট তৈরি করার জন্য একটি শক্ত কার্ডবোর্ডের কাগজ নিয়েছি। এরপর সুন্দরভাবে কাগজটি কেটে নিয়েছি। এবার আমি হলুদ কাগজ লাগিয়েছি।



🖼️ধাপ-১৩🖼️

IMG20211014122905.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014122921.jpg
ক্যামেরা: Oppo-A12.



ছবির ফ্রেমটি যাতে পড়ে না যায় সেজন্য আমি এই স্টান্টটি ছবির ফ্রেমের পিছনে লাগিয়েছি।



🖼️ধাপ-১৪🖼️

IMG20211014123537.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014123548.jpg
ক্যামেরা: Oppo-A12.



এভাবে আমি সুন্দরভাবে সামনের ও পেছনের অংশ তৈরি করেছি।



🖼️ধাপ-১৫🖼️

IMG20211014131757.jpg
ক্যামেরা: Oppo-A12.



আমার তৈরি ছবির ফ্রেমটি সুন্দর করার জন্য এবার আমি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে আমি একটি কাগজ নিয়েছি। এরপর কাগজটি কয়েকবার ভাঁজ করে নিয়েছি।



🖼️ধাপ-১৬🖼️

IMG20211014131951.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014132039.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014132307.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি ফুল তৈরি করার জন্য প্রথমে কাগজের উপর কোয়েলের মত করে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি। এরপর আমি কাঁচি দিয়ে দাগ অনুযায়ী কেটেছি।



🖼️ধাপ-১৭🖼️

IMG20211014132841.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014133041.jpg
ক্যামেরা: Oppo-A12.



কাটা হয়ে গেলে এবার আমি ফুল তৈরি করার জন্য প্রথম থেকে শুরু করে খুব সাবধানতার সাথে পেঁচিয়ে নিয়েছি।



🖼️ধাপ-১৮🖼️

IMG20211014133202.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014133306.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014140939.jpg
ক্যামেরা: Oppo-A12.



সম্পূর্ণ অংশ পেচানো হয়ে গেলে শেষের অংশ আমি আঠা লাগিয়েছি। আঠা লাগানোর ফলে ফুল খুলে যাবে না। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করেছি এবং বাসায় মজুত থাকা পুঁথির ফুলগুলো নিয়েছি।



🖼️ধাপ-১৯🖼️

IMG20211014141022.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014141113.jpg
ক্যামেরা: Oppo-A12.



টিনটিন বাবুর ছবির ফ্রেমটি সুন্দর করার জন্য এবার আমি ফ্রেমের উপর আমার তৈরী করে রাখা কাগজের ফুলগুলো আঠার সাহায্যে বসিয়েছি।



🖼️ধাপ-২০🖼️

IMG20211014141234.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014141739.jpg
ক্যামেরা: Oppo-A12.



এভাবে সবগুলো ফুল ফ্রেমের উপর লাগিয়েছি। দেখতে খুবই চমৎকার হয়েছে।



🖼️ধাপ-২১🖼️

IMG20211014141951.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014142109.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014142318.jpg
ক্যামেরা: Oppo-A12.



আমার তৈরি ছবির ফ্রেম আরও সুন্দর করার জন্য এবার আমি আঠা দিয়ে পুঁথির ফুলগুলো ফ্রেমের উপর লাগিয়েছি।



🖼️শেষ ধাপ🖼️

IMG20211014142841.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014142930.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014143004.jpg
ক্যামেরা: Oppo-A12.



সম্পূর্ণ অংশ তৈরি হয়ে গেলে এবার আমি আমাদের সকলের আদরের টিনটিন বাবুর একটি সুন্দর ছবি ফ্রেমের ভিতরে দিয়েছি।



🖼️উপস্থাপন:🖼️

IMG20211014143708.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211014143822.jpg
ক্যামেরা: Oppo-A12.



"টিনটিন বাবুর ছবির ফ্রেম" তৈরি হয়ে গেলে আমি সুন্দর ভাবে উপস্থাপন করেছি। টিনটিন বাবুর এই সুন্দর ছবিটি আমি কম্পিউটার থেকে প্রিন্ট করে এনেছি। আমার তৈরি ছবির ফ্রেমে টিনটিন বাবুর ছবিটি অনেক সুন্দর লাগছে। এই কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে কারণ টিনটিন বাবুর প্রতি আমার ভালোবাসা আমি আমার পরিশ্রমের মাধ্যমে প্রকাশ করেছি।



আপনারা চাইলে আমার পদ্ধতিগুলো অবলম্বন করে এই সুন্দর ছবির ফ্রেম তৈরি করে আপনাদের প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। আশাকরি আপনার প্রিয় মানুষের এই সুন্দর ছবির ফ্রেম অনেক ভালো লাগবে।



💐 ধন্যবাদ সকলকে 💐

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ফ্রেম তৈরী করেছেন ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ❣️❤️❣️

 3 years ago 

টিনটিন বাবুর ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার তৈরি ছবির ফ্রেমটিও অসাধারণ হয়েছে। আপনার ছবির ফ্রেমে টিনটিন বাবুর ছবি খুবই ভালো লাগছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার তৈরি করা ছবির ফ্রেম অসাধারণ সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে না এটা কাগজের তৈরি করা ছবির ফ্রেম।সুদক্ষ তার সাথে আপনি এই ছবির ফ্রেম তৈরি করেছেন। আর এই ছবির ফ্রেমে টিনটিন বাবুর ছবি অসাধারণ সুন্দর লাগছে।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য 🌹🌹।

 3 years ago 

অনেকগুলো ধাপে আপনি আপনার কাজটি শেষ করেছেন। ফ্যেম তৈরির পর্যায় থেকে শুরু করে টিনটিন বাবুর ছবি সংযুক্ত করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে অসম্ভব সুন্দর কিছু উপহার দিয়েছেন।

অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌹🌹🌹

 3 years ago 

আপনার মাথায় ভাই অনেক বুদ্ধি বোঝায় যাচ্ছে। এখানে যা প্রয়োজন তাই করলেন। বোঝাই যাচ্ছে অনেক পরিশ্রম করে আপনি এই কাজটি করেছেন। সেই সাথে ফ্রেমটিতে টিনটিন বাবুর ছবির সিলেকশন টা অসাধারন হয়েছে। ধন্যবাদ এরকম একটি অসাধারণ জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ছবির ফ্রেম বানানো টি খুবিই সুন্দর হয়েছে। ফ্রেমের ভেতর টিনটিন বাবুর ছবিটি খুবই সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর একটি পোস্ট করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু 🌹🌹🌹

 3 years ago 

টিনটিন বাবুর ছবির ফ্রেম তৈরি অসাধারন হয়েছে। আমিও ছবির ফ্রেম বানিয়েছি আজ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি বেশ সুন্দর একটি ফ্রেম তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

 3 years ago 

কাগজ দিয়ে এত সুন্দর ছবির ফ্রেম তৈরি করা যায় আপনার ফ্রেম না দেখলে বিশ্বাস হতো না।

 3 years ago 

ধন্যবাদ আপু।

সর্বনামের ব্যাবহার কম ছিল। পুনরাবৃত্তি জাঁকজমক ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

আপনাকেও অনেক শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100693.54
ETH 3647.21
USDT 1.00
SBD 3.13