এসো নিজে করি: একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন 📝|| @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন" নিয়ে। ছবি আঁকতে আমি অনেক ভালবাসি। নতুন নতুন ছবি আঁকার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। তাই আজ আমি একটি সুন্দর চিত্র এঁকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি আমার আঁকা চিত্রটি আপনাদের ভালো লাগবে।



একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন

IMG20211023164950.jpg
Cemera: Oppo-A12.



আজ আমি আমার মনের মাধুরী মিশিয়ে পেন্সিলের মাধ্যমে একটি সুন্দর পরীর চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। তবে আজ আমার স্বপ্নের পরীর মন খারাপ। তাই আজ আমি একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই ছবিটি আঁকতে আমার খুবই ভালো লেগেছে।



একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন করতে যেসকল উপকরণের প্রয়োজন এবং আমি যেভাবে এই সুন্দর চিত্রটি তৈরি করেছি তা নিচে সুন্দরভাবে ধাপে ধাপে আলোচনা করলাম।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) সাদা আর্ট পেপার
২) পেন্সিল(২বি, ৪বি)
৩) স্কেল
৪) রাবার
৫) টিস্যু পেপার

IMG20211023130433.jpg
Cemera: Oppo-A12.



একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কনের ধাপসমূহ:



💖ধাপ-১💖

IMG20211023131505.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023131720.jpg
Cemera: Oppo-A12.



প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার ও স্কেল নিয়েছি। এবার আর্ট পেপারের ওপর স্কেল সুন্দরভাবে বসিয়েছি।



💖ধাপ-২💖

IMG20211023131756.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023131859.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি ১৩ সেন্টিমিটার মাপ অনুযায়ী সুন্দরভাবে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।



💖ধাপ-৩💖

IMG20211023134718.jpg
Cemera: Oppo-A12.



১৩ সেন্টিমিটার অংশটিকে আমি ছয়ভাগে বিভক্ত করেছি। প্রথমে ২ সেন্টিমিটার এরপর ৪.৫ সেন্টিমিটার, ৩.৫ সেন্টিমিটার, ১১ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার অংশে দাগ দিয়ে নিয়েছি।



💖ধাপ-৪💖

IMG20211023135606.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023140012.jpg
Cemera: Oppo-A12.



পরীর মাথার অংশ অঙ্কন করার জন্য ২ সেন্টিমিটার ও ৪.৫ সেন্টিমিটার দাগানো অংশের মধ্যে অঙ্কন করেছি। এরপর ৩.৫ সেন্টিমিটার অংশের লাইনের সাথে মিলিয়ে দেই।



💖ধাপ-৫💖

IMG20211023140257.jpg
Cemera: Oppo-A12.



এবার ৩.৫ থেকে শুরু করে জামা তৈরির জন্য ১১ সেন্টিমিটার দাগানো অংশ পর্যন্ত দাগ দিয়ে নেই।



💖ধাপ-৬💖

IMG20211023141005.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি জামার নিচের ও পায়ের দিকের অংশ তৈরি করার জন্য ৪ সেন্টিমিটার ও ২ সেন্টিমিটার অংশের মধ্যে সুন্দরভাবে দাগিয়ে নেই।



💖ধাপ-৭💖

IMG20211023141653.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023142449.jpg
Cemera: Oppo-A12.



এবার সম্পূর্ণ কাঠামো তৈরী হয়ে গেলে পূর্বের মাপ দেওয়ার জন্য দাগানো অংশগুলো সুন্দরভাবে রাবার দিয়ে মুছে দেই।



💖ধাপ-৮💖

IMG20211023142905.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023143649.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023145334.jpg
Cemera: Oppo-A12.



আমি পরীর মাথার উপরে সুন্দর একটি ফুল তৈরি করি। এরপর আমি ধীরে ধীরে একটি হাত অঙ্কন করি। এরপর আমি দ্বিতীয় হাত অঙ্কন করেছি।



💖ধাপ-৯💖

IMG20211023150249.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023152451.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি আমার স্বপ্নের পরীর চুল অঙ্কন করার চেষ্টা করি। আমি ধীরে ধীরে পেন্সিল দিয়ে সুন্দর চুল অঙ্কন করে দিই। আমি পরীর চুলের খোপা অঙ্কন করি।



💖ধাপ-১০💖

IMG20211023153000.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023153234.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার স্বপ্নের পরীর সুন্দর দুটি ডানা অঙ্কন করার চেষ্টা করি। প্রথমে আমি দুই পাশে দুটি ডানা অঙ্কন করি। এরপর আমি নিচের অংশে আরও দুটি ডানা অঙ্কন করি।



💖ধাপ-১১💖

IMG20211023153415.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023154121.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023154837.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার অঙ্কিত চিত্রের নিচের অংশে আমার স্টিমিট ইউজারনেম লিখে দেই। এবার আমি সম্পূর্ণ অংশ সুন্দরভাবে ৪বি পেন্সিল ব্যবহার করে গাঢ় করি। আমি ধীরে ধীরে জামার নিচের অংশে কিছুটা কাজ করি।



💖ধাপ-১২💖

IMG20211023155759.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023160510.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার স্বপ্নের সুন্দর পরীর ডানার অংশে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করি। আমি সুন্দর ভাবে পেন্সিল দিয়ে ডানার অংশের কাজ করি।



💖ধাপ-১৩💖

IMG20211023160723.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023161735.jpg
Cemera: Oppo-A12.



এবার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে আমি পরীর ডানা সুন্দর করে তোলার জন্য পেন্সিলের কালি গুলো টিসু পেপার দিয়ে মুছে নেই। টিসু পেপার দিয়ে মুছে নেওয়ার ফলে পেন্সিলে দাগানো অংশগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।



💖শেষ ধাপ💖

IMG20211023162208.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023162529.jpg
Cemera: Oppo-A12.



সম্পূর্ণ অংশ তৈরি হয়ে গেলে এবার আমি পেন্সিল দিয়ে জামার নিচের অংশের কাজ করেছি। এবার আমি টিস্যু দিয়ে হালকাভাবে সম্পূর্ণ অংশ মুছে নিয়েছি। আমার পরীর জামা সুন্দর করার জন্য আমি জামার নিচের অংশে ছোট ছোট গোল গোল দাগ দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি।



💖উপস্থাপন:💖

IMG20211023164922.jpg
Cemera: Oppo-A12.

IMG20211023165257.jpg
Cemera: Oppo-A12.



একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কন করা হয়ে গেলে আমি অন্যান্য আরও বাকি কিছু অংশ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই চিত্রটি অঙ্কন করতে আমার অনেক ভালো লেগেছে। যদিওবা এই চিত্রটি অঙ্কন করতে আমার অনেক পরিশ্রম এবং সময় লেগেছে। তবে যখন চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে তখন আমার পরিশ্রম সার্থক হয়েছে।



আপনারা চাইলে উপরের প্রতিটি ধাপ অনুসরণ করে এই সুন্দর চিত্রটি অঙ্কন করতে পারেন।

💖ধন্যবাদ সকলকে💖

Sort:  
 3 years ago 

সুন্দরভাবে গুছিয়ে আমাদের সাথে উপস্থাপনা করেছেন। আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন একটি মন খারাপের পরি তৈরি করে। তাই দেখে খুব ভালো লাগলো। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভ কামনা ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর করে একটি পরী এঁকেছেন, তাতে আবার মন খারাপ করা। কেমন একটা ব্যাপার অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট।
ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ, আপনার নার অঙ্কন তো অনেক সুন্দর। আপনার অঙ্কনটি আনাকে অনেক ভালো লেগেছে। আমিও এমন একটা পড়ি আকার চেষ্টা করবো।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার পরীর আর্টটি।ডানাগুলো এবং ড্রেসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং উপস্থাপনাও অনেক সুন্দর ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।❤️

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ভাই পরীর ছবিটি। তবে ভাই পরীর মন খারাপ কেন ?

যাইহোক, অনেক সুন্দর এঁকেছেন ও বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

 3 years ago 

পরী চকলেট খেতে চেয়েছিল কিন্তু আমি চকলেট কিনে দেয়নি তাই মন খারাপ 😁😁। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি ভাই অসাধারন একটি ড্রয়িং করেছিলেন।ভালো লেগেছে আপনার ড্রয়িং টি দেখে। পেন্সিল দিয়ে একটি পড়ি মন খারাপ ড্রয়িং করেছেন।দেখে বিশ্বাস হচ্ছে না একদম নিখুঁত ভাবে আপনি এই ড্রয়িং টি করেছেন। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনি খুব অসাধারণ সুন্দর একটি পরী এঁকেছেন। পরীটি আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর করে অঙ্কন করেছেন পরীটি। অসাধারণ লাগছে দেখতে। বিশেষ করে ডানাগুলো অনেক সুন্দর করে একেছেন। উপস্থাপনা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রইং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার পরীর আর্টটি।ডানাগুলো এবং ড্রেসটা খুব সুন্দর লাগছে। উপস্থাপনাওটি অনেক সুন্দর হয়েছে ।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটি পরীর মন খারাপের চিত্র অঙ্কনটি নিজের মনের গভীর থেকে এঁকেছেন। আগে উপলব্ধি করেছেন পরে সেটি অঙ্কন করেছেন। অসাধারণ। শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60314.14
ETH 2890.04
USDT 1.00
SBD 2.35