সময়ের সঠিক ব্যবহার||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন রকমের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বেশিরভাগ সময় আমি ফটোগ্রাফি পোস্ট, রেসিপি পোস্ট বা পেইন্টিং পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমার এই পোস্টের মাঝে ভিন্নতা আনার জন্য সময়ের সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা সকলের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করছি আমার এই পোস্ট পড়ে সকলের কাছে অনেক ভালো লাগবে।

সময়ের সঠিক ব্যবহার:

clock-gbc7e627a6_1920.jpg
source


সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। মাঝে মাঝে নিজের জীবন নিয়ে কল্পনা করলে অতীত জীবনে হারিয়ে যাই। কত দ্রুত আমাদের জীবনের সময় গুলো হারিয়ে যাচ্ছে। এখনোও মনে পড়ে সেই শৈশবের স্মৃতি গুলো। মনে হয় এইতো সেদিন আমি শৈশব পার করে এসেছি। এরপর ধীরে ধীরে যখন কৈশোরে পদার্পণ করলাম তখন হয়তো জীবনের ব্যস্ততা আরো কিছুটা বেড়ে গেল। সেই সময় গুলো খুবই তাড়াতাড়ি চলে গেছে। শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত হয়তো হৈ-হুল্লোড়, আনন্দ-উৎসব, খেলাধুলা ইত্যাদিতে কেটে গেছে অনেক সময়। তখন হয়তো আমরা জীবনের সঠিক অর্থ বুঝতে পারিনি। তাই শৈশবের সেই সময়গুলোর সঠিক ব্যবহার আমরা করতে পারিনি।

clock-g2de0dad7c_1920.jpg
source


শৈশবের পর আমরা যখন কৈশোরে পদার্পণ করলাম তখন জীবনের মানে কিছুটা বুঝতে শিখলাম। তখন বুঝতে শিখলাম শৈশব কত মধুর ছিল। শৈশবের সময়গুলো কতনা আনন্দে কেটেছে। এরপর ধীরে ধীরে জীবনের বাস্তবতার সাথে নিজেকে পরিচয় করাতে লাগলাম। কৈশোরের গন্ডি পেরিয়ে যখন যৌবনে পদার্পন করলাম তখন বুঝতে শিখলাম জীবনের বাস্তবতা। জীবনের বাস্তবতার কাছে আমরা সবাই অনেক বেশি অসহায়। জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই তখন বাস্তবতা সম্পর্কে আরও বেশী বুঝতে শিখি। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যখন নতুন জীবনে পদার্পণ করলাম তখন বুঝতে পারলাম আসলে জীবন বড় কঠিন। আমরা আমাদের জীবনে সময়ের সঠিক ব্যবহার কতটুকু করতে পেরেছি জানি না তবে আমরা সকলেই যদি সময়ের সঠিক ব্যবহার করতাম তাহলে জীবনের বাস্তবতার কাছে নিজেকে আরও বেশি তুলে ধরতে পারতাম।

time-g893e6bb06_1920.jpg
source


আমাদের প্রত্যেকের জীবনে লক্ষ্য একটি। সেটা হলো নিজের স্বপ্নগুলো পূর্ণ করা। পড়াশোনার গন্ডি পেরিয়ে যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি তখন বুঝতে পারি কতটা সময় অবহেলায় নষ্ট করেছি। তখন সময়ের মূল্য সম্পর্কে বুঝতে পারি। কর্ম জীবনের প্রতিটি ক্ষেত্রেই উপলব্ধি করতে পারি সময়ের মূল্য কতটুকু। ব্যস্ত জীবনের মাঝে একটুখানি সময় পেতে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি অবসর পেতে মন চায় সেই শৈশবে বা কৈশোরে ফিরে যেতে। হয়তো তখন সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে জানতাম না। তবে সেই সময়গুলো আমাদের জীবনের সোনালী অধ্যায়। আজ এই কর্মব্যস্ত জীবনের মাঝে খুঁজে বেড়াই সেই সোনালী দিনগুলো। বারবার ইচ্ছে করে শৈশবের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। মাঝে মাঝে মনে হয় শৈশবে যদি সেই সময়ের সঠিক ব্যবহার করতাম তাহলে আরো কিছু ভালো সময় জীবনের সাথে স্মৃতি হিসেবে পেতাম।

clock-g740ab257f_1920.jpg
source


সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনকে বদলে দিতে পারে। জীবনের এই ধারাবাহিকতায় মাঝে আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি তবেই এই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো। সময় যেমন নিজ গতিতে বয়ে চলছে তেমনি আমরাও যদি সময়ের সঠিক ব্যবহার করে নিজের গতি বজায় রাখি তাহলে এই জীবনে ভালো থাকতে পারবো। হয়তো আমরা আমাদের জীবনের বাস্তবতাগুলো সহজেই বুঝতে পারি না। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সময়ের গুরুত্ব বুঝতে পারি। আজ এই কর্মব্যস্ত জীবনে এসে যেমন সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব বুঝতে পারছি তেমনি মাঝে মাঝে মন চায় একটুখানি অবসর সময় পেলে। মন চায় হেলায় হারানো সেই সময়গুলো ফিরে পেতে।

time-gb5dd5ade3_1920.jpg
source


এভাবেই একদিন জীবনের বাস্তবতায় সময়ের শেষ প্রান্তে এসে দাঁড়াবো। আমরা তখন অতীতের সেই সময়গুলো ফিরে পেতে খুব ইচ্ছে করবে। মন চাইবে আবার সেই সোনালী দিনগুলোতে ফিরে যেতে। মন চাইবে যৌবনে হেলায় কাটানো সেই দিনগুলো ফিরে পেতে। তখন বারবার মনে হবে যৌবনের হেলায় কাটানো দিনগুলোর কেন সঠিক ব্যবহার করিনি। আর যদি সময়ের সঠিক ব্যবহার করতাম তাহলে হয়তো জীবনের শেষ প্রান্তে এসে আরো কিছু পেতাম। সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনকে অনেক কিছু উপহার দিতে পারে। হয়তো সেদিন এই জীবন আরো বেশি সুন্দর হবে।

আমরা সকলেই যদি সময়ের সঠিক ব্যবহার করি তাহলে সময় আমাদের ভালো কিছু উপহার দিবে। আশা করছি সকলেই সময়ের সঠিক ব্যবহার করবেন এবং ভালো কিছু পাবেন। আমি আমার এই পোস্টের মাধ্যমে সময় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনাদের সকলের ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 2 years ago 

সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমাদের প্রত্যেকের জীবনে সময় অনেক মূল্যবান। আমরা সেই সময়গুলো যখন অবহেলায় নষ্ট করে দেই তখন পর্যাক্রমে আমাদের ভবিষ্যৎ খারাপ হতেই থাকে। আমরা চাইলেও আর ফেলে আসা দিনগুলোতে গিয়ে ভুল শুধরাতে পারি না। আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনে যৌবন কালটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই সময়টাতেই দিক নির্দেশনা পেয়ে থাকি। যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে তারাই জীবনে সফলকাম।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। সময়ের সঠিক ব্যবহার আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন ভাইয়া।❣️💝❣️

 2 years ago 

আসলেই আমরা সময়ের সঠিক ব্যবহার জানি না।পড়াশুনা শেষ করে বুঝতে পারা যায় জীবন কি জিনিস।অথচ স্কুল, কলেজ কিংবা ভার্সিটি লাইফ কোন মতোই টের পাই না।যাই হোক ভালো লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের প্রত্যেকে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। না হলে সেই বয়সে গিয়ে আফসোসের শেষ থাকবে না। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹🌹

 2 years ago 

সময় তার নিজ গতিতে চলে, আর তার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হয়। আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন ভাই,আমরা সকলেই যদি সময়ের সঠিক ব্যবহার করি তাহলে সময় আমাদের ভালো কিছু উপহার দিবে। আর তাই সময়ের সঠিক মূল্যায়ন করা উচিত তাহলেই জীবনে উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পারব। ভাই, সময় সম্পর্কে খুবই সুন্দর বর্ণনা করে আমাদের মাঝে দারুন একটি পোস্ট উপহার দিয়েছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি তাহলে খুব সহজেই উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। আপনার মন্তব্য আমার খুবই ভালো লেগেছে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💝💝

 2 years ago 

সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। ছোট বেলায় এটি নিয়ে অনেক রচনাও লিখেছি। আপনি সময় নিয়ে চমৎকার আর্টিকেল লিখেছেন ভাই। সময়ের কাজ সময়েই করা উচিত। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

একদম ঠিক সময়ের কাজ সময়ে করা উচিত। সময় ফুরিয়ে গেলে আর সাধন হবে না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন ভাইয়া। ❣️❣️

 2 years ago 

সময়ের কাজ সময়ে না করলে পরে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকেনা। সময় কারো জন্য অপেক্ষা করে না, সে তার নিজের গতিতে চলে। তাই আমাদের উচিত সময়ের সাথে তাল মিলিয়ে চলা। সময়ের মূল্য নিয়ে খুব চমৎকার একটি লেখনি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সময়ের কাজ সময়ে না করলে পরে আফসোস করতে হবে। কিন্তু তখন আফসোস করেও আর কোন লাভ হবেনা। তাই আমাদেরকে সময়ের দিকে গুরুত্ব দিয়ে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আপনার মন্তব্য আমার খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🥀🌹🥀

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59740.56
ETH 3011.58
USDT 1.00
SBD 3.79