ভ্রমণ- মেট্রোরেলে ভ্রমণ (পর্ব ২)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। কিছুদিন আগে মেট্রো রেলে ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আর সেই অভিজ্ঞতাই আজকে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location
Device-OPPO-A15
Location
মেট্রোরেলে ভ্রমণ (পর্ব ২):

Location
গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে আমি টিকেট সংগ্রহ করেছিলাম। যেহেতু এখানে টিকিট কাটার সিস্টেমটা অন্য রকমের তাই প্রথমে একটু সমস্যায় পরতে হয়েছিল। একজন ভাইয়ের সহায়তায় টিকিট সংগ্রহ করেছি। এরপর মেট্রোরেলে ভ্রমণের জন্য অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ পরপর একটি করে ট্রেন যায়। আর বেশিক্ষণ অপেক্ষা করতেও হয় না। এই বিষয়টি খুবই ভালো লেগেছে।

Location
আমি যখন টিকিট কাউন্টার থেকে উপরের দিকে যাচ্ছিলাম তখন ট্রেনের শব্দ শুনেছিলাম। বুঝতে পেরেছিলাম ট্রেনটি চলে গেল। এর কিছুক্ষণ পর আবারো ট্রেন এসেছিল। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ট্রেন আসার সাথে সাথেই দরজা গুলো অটোমেটিক খুলে যাচ্ছিল। আর যারা সেই স্টেশনে নামবে তারা এক দরজা দিয়ে নাম ছিল। আর যারা উঠবে তারা অন্য দরজা দিয়ে ওঠার চেষ্টা করছিল।

Location
প্রথমবার যখন ট্রেনে উঠেছিলাম তখন খুবই ভালো লেগেছিল। নতুন রকমের অভিজ্ঞতা হয়েছিল। ভিড়ের পরিমাণ খুব একটা বেশি ছিল না। তাই ভালোভাবেই ট্রেন জার্নিটা করতে পেরেছিলাম। আর মেট্রো রেলের সবকিছুই অনেক বেশি ভালো লেগেছিল। স্টেশন থেকে শুরু করে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহের সিস্টেম সবকিছুই ভালো লেগেছিল।

Location
সবচেয়ে বেশি ভালো লেগেছিল কিছুক্ষণ পর পর ট্রেন আসার ব্যাপারটা। যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সবাই নিজেদের কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারে। খুব দ্রুতই নির্দিষ্ট গন্তব্যে চলে যাওয়া যায়। এতে করে সময় যেমন বেঁচে যায় তেমনি ঢাকা শহরে ট্রাফিক জ্যামের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

Location
মোটকথা বলতে গেলে মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই দারুন ছিল। আমার যদি আবার কখনো সুযোগ হয় তখন আবারো কোন একদিন মেট্রোরেলে ভ্রমণ করব। সবমিলিয়ে এই ভ্রমণের অভিজ্ঞতা অনেক ভালো ছিল এবং চেষ্টা করেছি আমার ভ্রমণের অভিজ্ঞতার এবারের পর্বে দারুণ বিষয়গুলো তুলে ধরার। আশা করছি এবারের পর্ব সবার ভালো লেগেছে।
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1966505368986820624?t=7aG57M3xqkeCru4RGGwsqA&s=19
https://x.com/shopon700/status/1966543055445803236?t=CQk37PUTPPvkQbEHgGPeOg&s=19