তেলেভাজা চপ রান্নার🍲 রেসিপি @shohel44

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম

আমি @shohel44 বাংলাদেশের নাগরিক

তারিখঃ২৪ শে জুন ২০২১ সাল
আজঃ বৃহস্পতিবার

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি।

আমি আজ,, আমার বাংলা ব্লগ,,, কমিউনিটিতে তেলেভাজা রান্নার রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি নিজেই রেসিপিটা সম্পূর্ণ তৈরি করেছি। আশা করি রেসিপি রান্না করা আপনাদের ভালো লাগবে।আমি আজ চপ রেসিপি করেছি।

রেসিপি তৈরি করতে কি কি উপাদান লেগেছে । আর কি ভাবে সুন্দর করে বানাতে হয়। এসকল বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক।

তৈরি করা রেসিপি আর আমি নিজেঃ
PicsArt_06-23-08.03.48-01.jpeg

প্রথমে আমি করাইতে একটু পানি দিয়ে দিঃ

20210623_171730~2.jpg

এরপর আমি ২ টা আলু নিঃ

20210623_171810~2.jpg

আলু ২ টা আমি চুচা ছুলে নি । আলু ২ টা অনেকগুলা টুকরা করিঃ
20210623_172422~2.jpg

আলুর টুকরোগুলো আমি করাইতে দিয়ে দি। আমি আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিবো।

20210623_172436.jpg

আলুগুলো সেদ্ধ করা হয়ে গেলে, আমি করাই থেকে এগুলো উঠিয়ে নি।

20210623_174455.jpg

এরপর আমি কয়েকটা মরিচ আর পেঁয়াজ নিয়ে নি।

20210623_173647.jpg

মরিচ আর পেঁয়াজ গুলো কুঁচি কুঁচি করে কেটে নি।

20210623_174131.jpg

আমি আলুর টুকরোগুলা ভালোভাবে ভত্তা করে নিবো।

20210623_174543.jpg

আলুর ভত্তাতে আমি পরিমাণ মতো লবণ দিবো।

20210623_180117.jpg

১-২ চামচ হলুদেরগুঁড়া দিবো।
20210623_180138.jpg

১-২ চামচ সজেরগুঁড়া দিবো।

20210623_180157.jpg

১-২ চামচ মরিচেরগুঁড়া দিবো।

20210623_180211.jpg

কয়েক চামচ মরিচ আর পেঁয়াজ কুঁচি দিবো।

20210623_180226.jpg

আলু ভত্তা করার জন্য এগুলোই যথেষ্ট।
20210623_180255.jpg

আমি ভালোভাবে আলু ভত্তা করে নিছি।

20210623_180409.jpg

একটু আলুর ভত্তা নিয়ে এরকম গোল করে নি।

20210623_180443.jpg

সম্পূর্ণ আলুর ভত্তা আমি এরকম গোল করে নি।
20210623_180755.jpg

আলুর ভত্তা গোল করাগুলো আমি এরকম বানিয়ে নি।
20210623_180858.jpg

সবগুলোই এরকম করে নি।

20210623_181243.jpg
আলুর চপ বানানোর জন্য বেসম নিয়ে নি।

20210623_181346.jpg

মরিচ আর পেঁয়াজ কুঁচি দিবো।

20210623_181438.jpg

পরিমাণ মতো লবণ দিবো।

20210623_181456.jpg

১-২ চামচ হলুদেরগুঁড়া দিবো।

20210623_181512.jpg

১-২ চামচ সজেরগুঁড়া দিবো।

20210623_181525.jpg

১-২ চামচ মরিচের গুঁড়া দিবো।

20210623_181535.jpg

১-২ চামচ খাই ছুটার গুঁড়া দিবো। এতে চপ গুলো ভালোভাবে ফুলবে।

20210623_181609.jpg

বেসম ভালোভাবে মাখানোর জন্য এগুলোই যথেষ্ট।

20210623_181639.jpg

এই সব উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে নি।

20210623_181710.jpg

একটু পানি দিবো।

20210623_181809.jpg

হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবো।
20210623_181829.jpg

এরকম বানিয়ে নিছি।

20210623_181948.jpg

আমি করাইতে তেল দিয়ে দিছি। ভালোভাবে তেল গরম করে নি।

20210623_182656.jpg

আলুর ভত্তা এরকম করা গুলো। আমি বেসম মাখার ভিতর এগুলো ভালোভাবে মাখিয়ে নিবো। আমি একটা চামচ দিয়ে এই কাজ টা করেছি।

20210623_182719.jpg

আমি চামচ দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। চামচ ব্যবহার না করলে চেপটা করে নেওয়া আলু ভেঙ্গে যাবে।

20210623_182924.jpg

এরকম করে আমি করাইতে ছেড়ে দিবো।

20210623_183019.jpg

এরকম করে ভেজে নিবো।

20210623_183423.jpg
এরকম লালচে করে ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিবো।

20210623_183434.jpg

এরকম করেই তৈরি হয়ে গেল আমাদের চপ রেসিপি। সুন্দর করে সাজিয়ে নি।

20210623_190915.jpg

আপনারা যদি এরকম রেসিপি বানাতে চান তাহলে এখুনি বানিয়ে ফেলুন। আর,,, আমার বাংলা ব্লগ,,, কমিউনিটির রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

চপ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে। তাহলে কমেন্টে জানাবেন।

আপনারা সবাই মহামারি করোনা থেকে বাঁচার জন্য সুস্থতার দিকে খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন। আর আপনাদের পরিবারও ভালো থাক। আমি এটাই কামনা করি।

আমি নিজেই এই রেসিপিটা তৈরি করেছি। আর ফটোগুলো আমি নিজে তুলেছি।

ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ@shohel44

Sort:  

দারুন হয়েছে ভাই 🌹🌹

 3 years ago 

Thanks

 3 years ago 

আলুর চপ খেতে আমার ভালই লাগে। ভালো বানিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য

অনেক সুন্দর হয়েছে ভাই তবে মরিচ দিয়ে যে ঢেকে দিয়েছেন

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব ভালো হয়েছে। এক কথায় অসাধারণ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23