DIY"এসো নিজে করি"কাগজ দিয়ে আপেল তৈরি || (১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য)
আজঃ শনিবার
তারিখঃ ২৩-১০-২০২১
আপনাদের আল্লাহ তায়ালা অনেক ভালো রাখছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন।
আমি আজ DIY ইভেন্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে আপেল বানানো। আশা করছি ইভেন্টটি আপনাদের ভালো লাগবে। ধাপে ধাপে লেখার চেষ্টা করবো।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• আপেলটি বানাতে যেসকল উপকরণ লেগেছে সেগুলো হলোঃ
• রঙিন পেপার
• পেন্সিল
• স্কেল
• আঠা
• কাঁচি
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• প্রথমে সাদা কাগজে আপেল আঁকতে হবে। যেন আপেলের মতো দেখতে হয়৷ সেরকম কাটতে হবে। এইটা ভুল হলে আপেল বানানো সম্ভব নয়। এজন্য ছবিটির মতো আঁকবেন।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• একটি DIY পেপার ১২ টি খন্ড করতে হবে। এটা তার একটি খন্ড। সোজা বরাবর এক ভাজ দিতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• সাদা কাগজের দিয়ে আপেলের স্কেচ আঁকানো পেপারটি এই পেপারটার উপর রেখে আপেলের স্কেচ আঁকতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• এরপর দাগ বরাবর কাঁচি দিয়ে কাটতে হবে। খুবই সুন্দর করে কাটতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• এরকম প্রায় ৩৬ টা লাভের খন্ড লাগবে। করা সহজ, কিন্তু একই কাজ ৩৬ বার করা সহজ না , এটা কিন্তু খুবই ধর্যের কাজ।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• খন্ডটি একভাজে থাকার পর আর একটা ভাজ দিতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• একপাশে ২ টা ভাজ দিতে হবে। এই ছবিটার মতো।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• পরের পাটেও ২ টা ভাজ দিতে হবে। ২ পাশ ভাজ দিতে হবে এই ছবিটার মতো। প্র্যতেকটায় এরকম করতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• এরপর ভাজ ছাড়িয়ে, ভাজের দাগ হওয়ার উপর আঠা দিয়ে হবে। ঠিক এই ছবিটার মতো। এবং ভাজ আবার আটতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• এরকম একটা হয়ে গেলে ৩৬ টায় এর উপর এক এক করে আঠা দিয়ে লাগাতে হবে৷
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• প্রত্যেকটা এক টার উপর একটা লাগানোর পড়ে এরকম ঠিক দেখতে হবে৷
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• সবুজ কাগজ নিতে হবে। ১০-২০ cm পেপার দিয়ে আপেলের ঢাল বানাতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• পেপারের এককোনা থেকে ভাজ দিয়ে ঠিক এইবিটার মতো করতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• আপেলের ঢালের সাথে একটি পাতা লাগাতে হবে। পাতাটি ভালো ভাবে বানাতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• ৩৬ টা আপেলের খন্ডের উপর আঠা লাগাতে হবে। এখন এক পাঠ আর এক পাঠের সাথে লাগাতে হবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
• ২ পাশ আঠা দিয়ে লাগানোর পড়ে ঠিক এই রকম দেখতে হবে। আপেলের কাজ সম্পূর্ণ শেষ। খালি বাদ রয়েছে ঢাল আর পাতা। ঢালের সাথে পাতা লাগিয়ে আপেলের উপর সাথে ভালোভাবে লাগাতে হবে৷ ঠিক এতটুকু কাজ করার পড়ে আমাদের আপেলটি তৈরী হয়ে যাবে।
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches
আপেলটি বানানো সহজ। কিন্তু একই কাজ বারবার করা লাগবে। সেটা একটু বিরক্ত লাগবে। কিন্তু একটু সময় নিয়ে বানালে আপনিও বানাতে পারবেন। আমার মোট ৬ ঘন্টা সময় লাগে আপেলটি বানাতে। আপনাদের আরো কম সময় লাগবে। একটা কতা বলি। আপনারা অন্য কাউর সাহায্য নিয়ে একই কাজ বারবার করাটা কমাতে পারেন। তাহলে আপনাদের অনেক কম সময় লাগবে। আমার সাহায্য করার মতো কোনো লোক ছিল না। এজন্য অনেক সময় লেগে যায়।
আপনারা সবাই বলবেন। আপেলটি কেমন বানাতে পেরেছি। আপনাদের জন্য শুভকামনা রইল।
আপনারা সবাই করোনা মহামারি থেকে বাচার জন্য সুস্ততার দিকে খেয়াল রাখবেন। আবার আগামী কোনো এক পোস্টে আবার দেখা হবে।
ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ @shohel44
আপনার হাতের কাজটি বেশ সুন্দর হয়েছে। কাগজের আপেল আমার বেশ ভালো লেগেছে। তবে মাঝের ধাপ গুলো আরো ভালো ভাবে দেখিয়ে দিতেন, তাহলে আরো ভালো হতো। 🤗
আপনার মতামতের জন্য ধন্যবাদ। ভাইয়া পরের পোস্ট থেকে আরো বাড়িয়ে ধাপে ধাপে উপস্থাপন করবো৷
যদিও আপেলটা দেখতে সহজ মনে হচ্ছে,কিন্তু কাজটা অনেকটা কঠিন। আপনার কষ্ট করা সত্যিই স্বার্থক,অনেক সুন্দরভাবে এটি তৈরি করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে আপনার আপেল তৈরির কাজ অনেক সুন্দর হয়েছে। এটি ভালো লেগেছে আমার কাছে। তবে মনে হয়, এটি সম্পন্ন করতে অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওয়াও অসাধারণ একটি ডাই পোস্ট দেখতে পেলাম। খুব সুন্দর হয়েছে আপেল তৈরি। সৃজনশীলতার বর্হিপ্রকাশ ঘটেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাগজ দিয়ে আপেল তৈরি টা সত্যিই খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর আপেল তৈরি করেছেন। আপনি এটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
কাগজ দিয়ে আপেলটি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। এই আপেলটি কাগজ দিয়ে তৈরি করতে আমিও চেয়েছিলাম। আমার আগে আপনি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
বাংলাদেশে আপেল না পাওয়া গেলেও এদেশের প্রকৃতির সাথে কিন্তু আপনার তৈরি কাগজের আপেলটি দারুণ মানিয়েছে।সবমিলিয়ে অসাধারণ ছিল ভাই আপনার পোস্টটি।আর অনেক কষ্ট করে এটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে,৬ ঘণ্টা কিন্তু অনেক দীর্ঘ একটা সময়।ধন্যবাদ এতো কষ্ট করে আপেলের অরিগামিটি তৈরি করে পোস্ট করার জন্য।
ভাই সত্যি বলতে আপনি কাগজ দিয়ে আপেল নিখুঁত ভাবে তৈরি করেছেন। দেখতে হুবুহ আপেলের মতো লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর diy পোস্ট করার জন্য ।
কাগজের তৈরি সুন্দর আপেল টি দেখতে খুবই ভালো দেখাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপু৷
অনেক সুন্দর হয়েছে আপনার এই রঙ্গিন কাগজের আপেলটা। এই আপেলটা দেখতে মনে হয় সত্যি কারের আপেল এর মত। আমার অনেক ভালো লেগেছে আপনার এই হাতের কাজটা। আপনার জন্য অনেক শুভকামনা রইল