DIY"এসো নিজে করি"খেজুরের পাতা দিয়ে ঘোরা তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম

আমি @shohel44 বাংলাদেশের নাগরিক

আপনারা সবাই কেমন আছেন। আমিও ভালো আছি। আমি আজ DIY ইভেন্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খেজুরের পাতা দিয়ে ঘোরা বানানো। আশা করছি ইভেন্টটি আপনাদের ভালো লাগবে। ধাপে ধাপে লেখার চেষ্টা করবো।


চলুন শুরু করা যাক


IMG_20211019_145334.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• ঘোরাটি বানাতে যেসকল উপকরণ লেগেছে সেগুলো হলোঃ
• খেজুরের পাতা
• কাঁচি


IMG_20211019_144431.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• প্রথমে ৪ টা খেজুরের পাতা নিতে হবে। শুকনা বা কাচা পাতা হলেই হবে৷ আমি শুকনা পাতা নিয়েছি।


IMG_20211019_144548.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• আমাদের প্রথমে ঘোরার পা বানাতে হবে। আর খেজুরে পাতার গোরা কিন্তু কাটা যাবে না। তা না হলে একটার সাথে আর একটা প্যাচ দিলে আটকে থাকবে না।


IMG_20211019_144650.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• আমরা ২ টা পা বানিয়ে নিয়েছি। পা বানানো একদম সহজ৷ কারণ যারা পাটি বানায়, তারা প্রথমে পট জড়ে যে ভাবে সেরকম পা বানাতে হয়।


IMG_20211019_144733.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• এরপর একটা পা আর একটা পায়ের সাথে জুড়ে দিতে হবে। একটার সাথে আর একটাও জুড়া খুবই সহজ। যেরকম পাটি জোড়া হয়ে গেলে, পট বানাতে হয়, ঠিক সেই রকম।


IMG_20211019_144829.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• একটা পাতা এক কোনা দিয়ে বের করে দিতে হবে। এরপর আবার কাজ চালিয়ে যেতে হবে।


IMG_20211019_144829.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• এরপর নিচের দিকে আরো ২ টা পাতা বের করে দিতে হবে। এই ২ টা পাতা হবে সামনের পা।


IMG_20211019_144938.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• এরপর যে কয়টা পাতা থাকে তার মধ্যে থেকে আরো ২ টা পাতা বের করে দিতে হবে৷ এই ২ টা পাতা ঘোরার শিং হবে। আর বাকি পাতা বুনে যেতে হবে।


IMG_20211019_145144.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


• এই কয়টি স্টেপ হলেই হয়ে যাবে আমাদের ঘোড়া। আর এখন শুধু কাঁচি দিয়ে সাইজ মতো পাতাগুলা কাটতে হবে।


IMG_20211019_145219.jpg


devise: itel a46
What 3 words location code:
https://w3w.co/harshest.excerpts.riches


আজকের ইভেন্টটি এই পযন্ত। আবার আগামী কোনো একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর করোনা মহামারি থেকে বাচার জন্য সুস্ততার দিকে খেয়াল রাখবেন।


ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ @shohel44

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট টি সবার থেকে আলাদা লেগেছে। খেজুরের পাতা দিয়ে তৈরি ঘোরাটি অসাধারণ লেগেছে। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি ভাইয়া একদম নতুন কিছু দেখলাম। খেজুরের পাতা দিয়ে ঘোড়া তৈরীর যা সচরাচর ছোট ছেলেমেয়েরা তৈরি করত শৈশবকালে। তখন দেখছিলাম। আজকে আপনার মাধ্যমে দেখলাম। আপনার মনের ভেতর সৃজনশীল উদ্ভব ঘটেছে যা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

আগে ছোটবেলায় দেখতাম এমন করে পাখা বানানো আমার দাদু। কিন্তু এখন এগুলোর ব্যবহার অনেকটা কমে গেছে। আপনি অনেক সুন্দরভাবে বানিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে ইউনিক আইডিয়া। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ দারুণ তো!! একটি ভিন্ন ধরণের ড্রাই।দেখতে খুবই সুন্দর হয়েছে আপনার খেজুর পাতা দিয়ে বানানো ঘোড়া।
শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনার মতামতের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর চিন্তা ভাবনার বর্হিপ্রকাশ করেছেন। খুব ভালো লাগলো দেখে। অনেক সুন্দর হয়েছে ভাই। এক কথায় অসাধারণ।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এই শিল্প গুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো আমাদের বাঙ্গলার অনেক পুরনো শিল্প।
আমি তো এসব একদম ই পারিনা। তবে আপনার কাজ দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

চমৎকার শিল্প সঙ্গী

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক আছে বন্ধুদের সাথে

খেজুরের পাতা দিয়ে ঘোড়া তৈরির প্রক্রিয়াটি দারুণ ছিল ভাই।দক্ষতার সাথে একটি ইউনিক পোস্ট করেছেন দেখে খুব ভালো লাগলো।উপস্থাপনাও সুন্দর ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ

 3 years ago 

খুবই ইউনিক একটা জিনিস
দেখে মনে হচ্ছিলো খুব একটা সহজ না

কিন্তু আপনার ধাপে ধাপে দেওয়া ছবি দেখে মনে হচ্ছে খুবই সোজা

শুভকামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

খেজুরের পাতা দিয়ে ঘোড়া তৈরির দৃশ্য টা দেখতে খুব সুন্দর লাগছে। কখনো ভাবিনি খেজুরের পাতা দিয়ে এতো সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনার ঘোড়া তৈরি খুব ভালো লেগেছে। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65744.86
ETH 3466.75
USDT 1.00
SBD 2.62