+★-------মানুষের জীবণের কিছু মূহুর্ত --------★+
তারিংঃ১৯ জু ন ২০২১ সাল
আজঃ শনিবার
আমি আজকে মানুষের জীবণের কিছু মূহুর্তের গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই গল্পটি সম্পূর্ণ পড়বেন। তাহলে বুঝতে পারবেন। আমি যেন আপনাদের সাথে ভালো ভাবে কাজ করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটি কথা লেখাটি ভালো লাগলে কমেন্ট করবেন কিন্তু।
আমাদের শুকরিয়া করা উচিত, আমরা সৃষ্টির সেরা হয়ে জন্মগ্রহণ করেছি। আমরা তো সবাই একই মানুষ। একই রকম আমাদের জন্ম। এর মধ্যে হয়তো বা কেউ একটু গরিব কেউ আবার একটু বড়লোক। মানে ধনী লোক। তাই বলে কি আনাদের মানুষস্ত ভুলে যাবো। আমাদের কানো কাউর উপর রাগ নেই। অহংকার নেই।
রাগ, ঘৃণা, অহংকার এগুলো টাকা থেকে শুরু হয়। টাকা খারাপ কোনো বস্তু না। টাকাও ভালো। তুমি টাকাকে যে পথে চালাবে। সে রকমই তোমার পরিনতি হবে। টাকা না থাকলে এ দুনিয়ায় বেঁচে থাকা বড় মুশকিল। এজন্য টাকাকে সং পথে চলাতে হবে। আমাদের বুঝা লাগবে আমরা তো ছোট কালে। আমাদের কোনো ঘৃণা, রাগ অহংকার এগুলো তো ছিল না।
তাহলে আমাদের বয়ষের সাথে সাথে একরম আচরণ কোনো হয়ে উঠলো? কারণ আমরা যখন অভাব গস্ত বা ব্যবসাহিক কাজে, বিভিন্ন ধরনের কাজ, যখন আমরা টাকা উপার্জনের জন্য যাত্রা শুরু করি। ঠিক সেই সময় থেকেই আমাদের এতো অহংকার, রাগ,ঘৃনা। আমরা যদি ছোট কালের মতো সারাজীবণ কাঠাতে পারতাম, তাহলে আমাদের কোনো রাগ,ঘৃনা, অহংকার এগুলো থাকতো না।
আবার কিছু মানুষের মধ্যে সততায় যেন ছোয়া রয়েছে। এরা এতো ভালো বলে বুঝাতে পারবো না। আমাদের মধ্যে যতোই রাগ,ঘৃণা, অহংকার থাক না কেনো যদি কেউ বিপদে পড়ে, তাহলে তার পাশে দাঁড়ানো আমাদের একটু দেরি হয় না। আমাদের মধ্যে তো একটা ভালো গুন আছে। আমরা যেন এ সব থেকে বিরত থাকতে পারি।আমাদের এগুলো হওয়ার কারণ আছে।
যখন কেউ সংসারে যায়, তার বউয়ের কারণে সে তার বাবা মা কে ভুলে যায়। একমাত্র বউয়ে কথা শুনার কারণে। কেউ একটু বেশি কেউ আবার একটু কম।, কিন্তু সবারই মন ভালো। কিন্তু সব নারীরাই এক হয় না। যাদের মন ভালো তারাই কেবল ভালো। আর সব ছেলেরাই আবার ভালো না, কেউ ভালো কেউ খারাপ।
তাই একটা কথা বলতে চাই এই কমিউনিটিতে ছেলে, মেয়ে সবাই কাজ করে। কাউর সাথে যদি এসব কথা মিলে যায়। তাহলে আমাকে মাফ করে দিও। আমার এসব কথায় তুমি একটা জিনিসই খুজে পাবে।
তুমি যদি এই কথাটা বেছে নিতে পারো তাহলে তুমিই একজন সং মানুষ। কারণ এসব প্রতিবাদী কথা তোমার জন্য লজ্জা না বরং তোমার জন্য উপকার। তুমি এখন থেকে বদলে যাও। তাহলে তোমার চেয়ে ভালো মানুষ আর কেউ না। নির্দেশনা থেকে লজ্জা না সাফলের পথ খোজো। এসব নির্দেশনায় তুমি সাফলের পথ খুজে পাবে।
ধন্যবাদ সকল, আমার বাংলা ব্লগ কমিউনিটিে
লেখকঃ@shohel44
খুব সুন্দর ও বাস্তব কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু। ভালো মনত্বের জন্য
কথাগুলো অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া