গাছগাছালির সঙ্গে স্মৃতিসরণ
তারিখঃ২৯ শে জুন ২০২১ সাল
আজঃ মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। আমি আজ গ্রামের কয়েকটিগাছের ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা সবাই এই গাছগুলা চিনি। এই গাছগুলো হয়তো বা শহরে খুবই কম। এই গাছগুলো গ্রামে বেশি। কারণ গ্রামে গাছপালা বেশিই থাকে। এই গাছগুলোর সাথে আমাদের ছোটকালের কিছু কথাও জড়িয়ে আছে। ছবিগুলো আমি নিজেই তুলেছি। আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে।
আমরা সবাই কিন্তু টাটকা খাদ্য খেতে চাই। এজন্য আমরা নিজেরাই বাড়িতে খাদ্য উৎপাদনের কাজ করি। সেরকম আমরাও এই চালকুমড়া গাছ লাগাইছি। এই চালকুমড়ার ভাজি, আর চাক ভাজা খেতে কার না ভালো লাগে। সবারই এই খাদ্যটা খুবই পছন্দ। আমরা সবাই এগুলো হয়তো বা চাষ করতে পারবো না। আমরাও ছোট কালে এইসব খাদ্য অনেক খেয়েছি। আমাদের সবাই মনে আছে।
আমরা সবাই তো ফল খাই। আর সেগুলোর মধ্যে পেয়ারা অন্যতম। এই ফলটিতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে। আর এই ফলটা খুবই সুসাদু। এই ফলটির চাষ অনেক জায়গাই করা হয়। আবার অনেকের বাড়িতেই এই ফল গাছটি দেখতে পাওয়া যায়।
আমরা সবাই গ্রামের লোকেরা কিন্তু খেজুর গাছ চিনি। কারণ শীতের মৌসুমে আমরা সবাই সকালে কনকনে ঠান্ডার সময় খেজুর গাছের রস খাই। আর বর্ষাকালে এই গাছে ধরে খেজুর। আমরা খেজুও খাই। কিন্তু রসের তুলনাই কম।এই গাছটির সাথে কি আমাদের ছোটকালের কথা মনে পড়ে না। অবশ্যই পড়ে। আমরা শীতে কাঁপতে কাঁপতে, আগুনে হাত পা গরম করতাম। আর খেজুর গাছের রস খেতাম। আমরা সবাই এই বর্ষাকালে এই গাছটির সাথে উপভোগ করতে পারছি না। আবার শীত মৌসুমে আমরা আমাদের ছোটকালের আনন্দটা খুজে পাবো।
এই প্রত্যকটি গাছ আমরা ছোটকাল থেকেই চিনি।কারণ এই গাছগুলোর সাথে জড়িয়ে রয়েছে আমাদের ছোটকালের স্মৃতিসমূহ। আর আমার এই পোস্টটির মাধ্যমে যদি আপনার ছোটকালের কিছু কথা মনে পড়ে তাহলে আমাকেই অবশ্যই জানাবেন।
আপনারা সবাই করোনা মহামারি থেকে বাঁচার জন্য সুস্থতার দিকে খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন।
tree | photographsy |
---|---|
camara used: | itel a 46 |
edit: | sanapseed |
location: | goshidangi, khoksh,Kushtia,Bangladesh |
photographs: | @shohel44 |
আমি আশা করছি আপনাদের পোষ্টি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর আপনার যদি আমার পোস্টটির মাধ্যমে স্মৃতিসমূহ মনে পড়ে। তাহলে কমেন্ট প্লিজ।
ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ@shohel44
সুন্দর তুলেছেন ছবিগুলো। ধন্যবাদ সেগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু