৷৷ আমাদের গ্রাম।। প্রতিযোগিতা -১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

প্রিয় বন্ধুরা...…..
আসলাম আলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের প্রিয় কমিনিটিতে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার গ্রামের রচনাটি। তাহলে চলুন সেটা জেনে নেওয়া যাকঃ

আমাদের গ্রাম

IMG_20210427_043120_844.jpg
Source
আমাদের গ্রামের নামঃ জমিরহাট তকেয়াপাড়া।
পার্বতীপুর থানার দিনাজপুর জেলায় অনেকগুলো গ্রামের মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম। তবে আমরা শহরের সভ্যতা থেকে একটু দূরে আছি। আমরা গ্রামের অধিবাসীরা বর্তমান অবস্থায় অনেক সন্তুষ্টি আছি। সুখে-দুঃখে দিনকাল কাটতেছে আমাদের গ্রামের মানুষদের।
আমাদের গ্রামে সব-মিলিয়ে আড়াইশো ঘরের বসবাস। জাতি ও বৃত্তি অনুসারে সমগ্র গ্রামটি কয়েকটি পাড়ায় বিভক্ত। যেমনঃ তকেয়াপাড়া, লক্ষণপুর,ডাঙ্গাপাড়া,প্রভৃতি।আমাদের গ্রামের লোকদের বৃত্তি যাই হোন না কেন তাদের প্রধান জীবিকা হলো কৃষি। তবে গ্রামের কিছু মানুষ শহরে চাকরিও করে।

IMG_20210612_171221.jpg
Source
আমাদের গ্রামটিতে অনেক বিখ্যাত ও সুনামধন্য ব্যাক্তি রয়েছে। তারা আমাদের গ্রামকে দিন দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে। তারা আমাদের গ্রামের মাঝে একটি ছোট বাজার উপস্থাপন করে । সেখানে থেকে আমরা আমাদের নিত্যদিনের জিনিসপত্র কিনে আনতে পারি। বাজার সঙ্গে আমাদের একটি প্রাইমারি ও হাইস্কুল রয়েছে। আবার তার পাশেই রয়েছে একটি ক্লিনিক। যেখানে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকি আমরা। তবে আমরা যদি আরো উচ্চ শিক্ষিত হতে চাই তাহলে আমাদের শহরে যেতে হয়ে। তাছাড়া আমাদের গ্রামে বিভিন্ন ধরনের উচু-নিচু জমি রয়েছে। সেইসব জমিতে গ্রামের মানুষেরা তাদের নিত্যাদিনের প্রয়োজনীয় জিনিস আবাদ করে থাকে। এইসব একদিকে যেমন তাদের খাবার আহার করে তেমনি তাদের রোজগার করতে সাহায্য করে। এছাড়া আমাদের গ্রামে প্রায় বাড়িতে গরু পালন করা হয়। এগুলো থেকে আমরা খাটি দুধ পালন করি।

আমাদের গ্রামে মাঝে মাঝে স্বার্থ বা বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া-বিবাদও হয়। কিন্তু সকালের ঝগড়া বিকালে মনে রাখে না,তারা সন্ধ্যা হতেই বিবাদ মিটিয়ে নেয়।

IMG_20210524_133528.jpg
Source
বিকালে যখন গ্রামে খেলাধুলা শেষে ছায়া ঢাকা অন্ধকারে গ্রামের পথ দিয়ে বাড়ি যাই তখন বুঝতে পারি কোন এক বিখ্যাত মনিষী বলেছেন ``গ্রাম আল্লাহ তায়ালার সৃষ্টি আর শহর মানুষের তৈরি। সন্ধ্যায় মা বোনেরা সবাই তাদের নিজেদের ঘরে ঘরে যায়। আল্লাহ তায়ালার ইবাদাত করার জন্য। একদিকে তারা গ্রামের ভালোর জন্য ইবাদাত করে আবার অন্যদিকে পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করে।

IMG_20210626_125003.jpg
Source
আমাদের গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা নেই। শহরের ছেলে-মেয়েরা যখন মুক্ত আলো হাওয়ার আশায় মানুষের তৈরি পার্কে ঘুরতে যায় অনেক লোকের ভিরে তখন আমরা আমাদের গ্রামের খোলা হাওয়ার মধ্যে ইচ্ছা মতো ঘুরাঘুরি করতে থাকি। কারণ আমাদের গ্রামটি সবদিক দিয়ে অতুলনীয়। গ্রাম-বাংলার সম্পর্কে হিলারি ক্লিন্টন বলেন
একটি শিশুকে প্রকৃতভাবে বেড়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর গ্রাম।

গ্রাম-বাংলার সম্পর্কে হিলারি ক্লিন্টন বলেন:

একটি শিশুকে প্রকৃতভাবে বেড়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর গ্রাম

সবাইকে ধন্যবাদ

cc

@amarbanglablog
@rme

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66666.50
ETH 3503.76
USDT 1.00
SBD 2.71