❤️ আমার জীবনের প্রথম প্রেমের অনুভুতি ❤️@shipracha beneficiary @shy-fox 10% beneficiary.abb-school 5%
হ্যালো আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন ।আমি ভাল আছি।@ shipracha বাংলাদেশ থেকে চট্টগ্রাম থাকি ।
[২০১৮ সালে তুলা ছবি-ডিভাইসরেড়মি-৫]
মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করে ব্লগ করার মতো আনন্দ আর কোথাও নেই। যেটা শুধু রয়েছ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। এত সুন্দর একটি পরিবার আমাদের উপহার দিয়েছে আমাদের সবার প্রাণ প্রিয় @rme দাদা। আর দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অন্যরকম একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।আসলে প্রথম প্রেমের অনুভূতি প্রতিযোগিতাটি উদ্যাগ নেয়া আমার কাছে খুব ইন্টাররেস্টিং লাগছে ।পুরনো সেই স্মৃতি গুলো জানতে পারবো নিজের মনে ভিতরে অনুভুতি বাহিরে আসবে,হয়ত এই প্রথম প্রেম অনুভুতিটা ভেতর থেকে যেত কোন এক মনের কণে আড়ালে। প্রতিটা মানুষই প্রেমে পরে, আর প্রেম নিয়ে অনুভূতি মনের বুকের গভীরে মধ্যে জমা হয়ে থাকে। সেই জমাকৃত অনুভূতিগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার অনুভুতি প্রকাশ করতে পারব আর অন্য অনুভূতিগুলো আমরা জানতে পারব। তাই দাদাকে অসংখ্য ধন্যবাদ ও দাদা পরিবারে সুস্ততা কামনা করি । তাহলে শুরু করি
❤আমার প্রথম প্রেম অনুভুতি গল্প …❤
২০০৯সালে যখন আমি নবমশ্রেণীতে উঠে। তখন আমার মনে রং লেগেছে মনে ।নবম আর দশম শ্রেণীতে উঠলে মন উরু হয় ।এই বয়সে আসলে সবার মন রঙ্গিন স্বপন দেখে ।তখন সবুজ পাতা লাল দেখে ।সব বসয় কারণে হয় ।আমি আর আমার বান্দবি প্রতিদিন স্কুল যেতাম । একসাথে আসতাম আর যেতাম।পথে ত অনেক মানুষে সাথে দেখা হয় । কিন্তু কাউকে এত ভালো লাগে তা কখন ও কল্পনা করতে পারিনি ।আমি আমার বান্দবি ২জনে একজনে খুব পছন্দ করতাম ।স্কুল থেকে আসার সময় ২জনের ভাবতাম ঐ ছেলে টা যেন আছে ।যাহাতে এক পলক দেখতে পাই ।আমি আর আমার বান্দবি ঐ ছেলে তা প্রেম পরেছি । কোথায় ও গুরতে গেলে মনে খুজতাম ।সেই এক অনুভুতি যা হয় বলে বুঝানো যাবে না । এই জন্য বলে প্রেম আসে স্বর্গ থেকে।প্রেম মানে না বয়স ।মানুষের জীবনে কখনো প্রেম আসে। সে নিজেও বোঝেনা। প্রেম মানে না কোন বাধা,প্রেম মানেনা কোন শক্তিকে। সকল শক্তিকে জয় করে নেয় এই প্রেমের বন্ধনে। আসলে প্রেমহীন জীবন কখনো কল্পনা করা যায় না। শুধু মানুষ নয়, পশুপাখি এবং অন্যান্য প্রাণীদের মধ্যে প্রেমের সম্পর্ক দেখা যায়। আসলে প্রেম একটি নদীর ঢেউ মতো কখন কার জীবনে চলে আসে বলা যায় না। কেউ হয়তো এই ঢেউয়ে হাবুডুবু খেয়ে তলিয়ে যায় ।এই আমার জীবনে প্রথম ভাললাগা মানুষ যার সাথে একবার কথা বলি নি ।এর পর সময়ে সাথে সব কিছু পরিবর্তন হয় । ঠিক আমার পরিবর্তন আসলো সময়ে সাথে ভুলে গেছি ওকে ।হয়ত নতুন মানুষ আর ও একজন জীবনে এসেছে এজন্য । ২০১০ সালে দিকে যখন আমাদের ওখানে নেটওয়াক দেয় । কিন্তু সব জায়গা নেট পাওয়া যেত না । বড় খোলা মাঠের একটা জায়গা ছিল হালকা একটু উচু ভিটা সেখানে গেলে ভাল নেট পাওয়া যেত কথা ভালভাবে বুজা যেত তাই বিকেল বেলা ওই ভিটা উপরে বসে কথা জন্য যেতাম ।চারদিকে জমি ছিল প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করাব মত। কিনে নিলাম মোবাইল ফোন মা আর বাবা কে বলে ।এরপর কথা হল নতুন এক মানুষ সাথে যাকে শুদু একবার দেখছি আর মোবাইল নাম্বার দিয়েছিল । আমি যে বাসা থাকতাম তার পাশে বাড়িতে বেড়াতে আসছিল তখন কথা হয় । এরপর প্রায় উচু জমি ভিটা যেতাম ওনার সাথে মোবাইলে কথা জন্য ।মোবাইল কিনছি কারো সাথে কথা বলার মানুষ নাই ।নতুন মোবাইল অনুভুতি টা ছিল অন্য রকম ।খালি কথা বলতে চাই মন । নাম্বার বানাই যে কল করব অই সাহস হত না । প্রতিদিন কথা বলতাম ওখানে গিয়ে সাথে আমার বান্দবি যেত এভাবে কথা বলতে বলতে ওনা প্রতি আমার ভাললাগা আর ভালবাসা অনুভুতি সৃষ্টি হই ।কিন্তু কোনদিন বলি নি ভালোবাসি । অনি কিন্তু আমাকে প্রতিদিন কল দিত আমি যখন নেটওয়ার জায়গায় গেলে ওনা আস ।এভাবে কথা হয় ।কেউ কাউকে বলি না ভালবাসি ২জনে মধ্যে বন্ধুত হয় । এরপর আমার এস এস সি পরিক্ষা জন্য প্রস্তুতি জন্য ফোন জমা দিতে হল বাড়িতে এরপর কথা হই না আর ।ওনা কথা বলার জন্য মন ব্যাকুল হয়ে উঠত ।কি করব ফোন কি দিয়ে কথা বলবো । এরপর এস এস সি পাস করলাম ।ভুলে গেছি কথা না বলাতে ওনাকে ।হইত ছিল ওইটা বয়সে দোষ । এরপর ভতির হলাম চট্টগ্রামের ইঞ্জিনিয়ার পড়া জন্য । তারপর কিনে নিলাম স্মার্ট ফোন ,আর সেই সাথে ফেসবুক ব্যবহার করি । বেশ কয়েকজনে সাথে ফেসবুক কথা হই হাই হ্যালো । এরপর ২০১৪ সালে একজন ফ্রেন্ড রিকুএস দেয় কথা হই ।আমার ফেসবু্ক আইডি নাকি আমার বান্দবি থেকে নিছে । ফেসবুক চ্যাট প্রতি দিন এভাবে করতে একদিন নাম্বার চাইল ।নাম্বার দিলাম কথা বলি প্রায় সময়ই ।একদিন দেখা করতে বলে দেখা করতে গেলাম আমি আর আমার বান্দবি । ।২০১৪সালে নভেম্বর ২১ তারিখ দেখা করলাম । তার পর দিন আমাকে প্রপস করে ।
আমি বলাম ভেবে দেখি এরপর আমার মা কে জানাই সব কথা আমার মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড যার সব কথা শেয়ার না করে থাকতে পারিনা ।মাকে সব বলে দিলাম ।তোমারা রাজি আসো কিনা জিজ্ঞেস করলাম মাকে ।পহেলা বৈশাক ছুটিতে আমাদের বাড়িতে নিয়ে গেলাম মা দের কে দেখা জন্য । তখন কিন্তু হ্যা বলি না ,বলছিলাম যদি বাড়িতে রাজি তাহলে রাজি আসি না হলে নাই ।আগে আমার মা বাবা সাথে দেখা করতে হবে ।ওনাদের পছন্দ হলে তারপর । আমার পরিবারে সবার পছন্দ হল ।পর হ্যা বলাম , এইতা ছিল আমার আমার জীবনে প্রথম আর শেষ প্রেম আগে গুলি ছিল হয়ত আবেগ অনুভুতি ।বয়সে মনে একটা ক্ষমতা থাকে ।আগে ভাললাগাটা ছিল আবেগে ভালবাসা, আর এইতা বুঝে ভালোবেসি তাই সাথক হয়েছে আমার ভালবাসা । আজ তার সাথে সংসার করছি ।
সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ সুখ শান্তিতে যাহাতে পরিবার পরিজন নিয়ে আজীবন হাসি খুশি থাকতে পারি ।আমার প্রথম প্রেমে অনুভুতি এখানে সমাপ্ত করছি ।
ওয়াও দারুন। যাক তাহলে সার্থক হলো।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
জি আপু সফল হয়েছে আমার প্রেম। বৃথা হতে দেয় নাই আমার প্রেমকে।
দারুন প্রেমের কাহিনী। আমি মনে করি আপনি প্রেম করে সফল হয়েছেন। আর এমন সফল প্রেমের কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন ভাইয়া একে অপরে হাত ধরে আজীবন চলতে পারি মৃত্যু আগ পর্যন্ত।
আমি দোয়া করি আপনারা যেন একে অপরে হাত ধরে মৃত্যু পর্যন্ত চলবে পারেন।
আপনার জীবনে প্রথম প্রেম কাহিনী পরে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে অত্যন্ত সুন্দর করে প্রেম কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করলেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ও আমার প্রেম কাহিনি আপনার মুল্যবান সময় বের করে ধয্য ধরে পড়া জন্য ।
বেশ কিছু বানান ভুল হয়েছে। অনুগ্রহপূর্বক এগুলো সংশোধন করে নেবেন। তাছাড়া বেশ ভালোই লিখেছেন। আনুষ্ঠানিকভাবে প্রথম প্রেমেই সফল হয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে । আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক মুল্যবান সময় ব্যয় করে পড়েছেন।