লেভেল ৪ হতে আমার অর্জন By @shipracha | 10% Beneficiary @shy-fox & 5% @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তারিখ-১০-০৮-২০২২

বার-বুধবার

নমস্কার/আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো ।আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।

bb977568-d245-4718-8904-94e2be7a7b06.jpg

আজ আমি লেভেল-০৪ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি


আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হল লেভেল -০৪ এর ক্লাস।এই ক্লাসেই আমরা আর্থিক লেনদেন এর বিষয়ে শিখেছি। এই বিষয় গুলো আগে জানা ছিল না ।আমাদের কষ্টের উপার্জিত অর্থ নিরাপদে কিভাবে লেনদেন করা যায় শিখেছি আমরা লেভেল -০৪। #abb-school আর আমাদের প্রফেসর ও সহকারী প্রফেসরদের বুঝানো চেষ্টার ফলে সেটা সম্ভব হয়েছে । আমাদেরকে অনেক ধর্য্য ধরে বুঝিয়েছে এবং ওনাদের বুঝানোটা অনেক ভাল ছিল আমরা সহজে বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ নওরিন আপু আর আরিফ ভাইকে । এবার লিখিত পরীক্ষা শুরু করিঃ
০১.প্রশ্ন:P2P কি ...?
উত্তরঃP2P হলো Person to Person ট্রান্সফার। অর্থাৎ একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem, SBD এবং TRX ট্রান্সফার করাকে এক কথায় বলা হয় P2P ট্রান্সফার। তবে P2P করা আমার বাংলা ব্লগে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তাহলে P2P ট্রান্সফার করার সময় অবশ্যই মেমোতে সেটা উল্লেখ করতে হবে যে P2P ট্রান্সফার করার উদ্দেশ্য কি।
২.প্রশ্ন p2p এর মাধ্যমে @level4test অ্যাকাউন্ট এ 0.001SBD সেন্ড করুন ও স্ক্রিনশট শেয়ার করুন

উত্তরঃপ্রথমে আমাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর ওয়ালেটের প্রবেশ করে স্টিম ডলারের পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এবং উপরের স্ক্রিনশট গুলো অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে গুলো মার্ক দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের SBD ট্রান্সফার সম্পূর্ণ হবে।
step1
Screenshot_2.png

step2
Screenshot_8.png
step 3
Screenshot_9.png
step4
Screenshot_10.png

৩.প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃপ্রথমে আমাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর ওয়ালেটের প্রবেশ করে TRX এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এবং উপরের স্ক্রিনশট গুলো অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে গুলো মার্ক দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের TRX ট্রান্সফার সম্পূর্ণ হবে।

P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো:

step 1
Screenshot_11.png
step2
Screenshot_12.png
step 3
Screenshot_13.png
step 4
Screenshot_14.png

৪.প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং তার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃপ্রথমে আমাদের প্রাইভেট একটিভ কী দিয়ে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর উপরের ডানদিকে ক্লিক করে Currency Market এ ক্লিক করব। এরপর Buy স্টিম সেকশনের নিচে Price এর ঘরে আমরা আমাদের পছন্দ মত price সিলেক্ট করব। এবার Total এর ঘরে কত SBD পরিমাণ Steem কিনবো সেটা দেবো। এরপর Buy Steem এ ক্লিক করবো। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে সমস্ত প্রক্রিয়া আমি একের পর এক দেখিয়ে দিছি।

step1
Screenshot_16.png

step2
Screenshot_17.png
step3
Screenshot_18.png

step4
Screenshot_19.png
৫.প্রশ্ন: Poloniex Exchange Site এ একটি একাউন্ট Create করুন।

উত্তরঃAccount খোলার জন্য আমাকে প্রথমে poloniex এ যেতে হবে এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর email এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে।নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল:

Screenshot_2.png

Screenshot_3.png

Screenshot_4.png

৬.প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃপ্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের ষ্টিম সিলেক্ট করতে হবে। এবং এটা সিলেক্ট করার পর একটি মেমো এবং একটি ঠিকানা পাওয়া যাবে এবং সে সেই মেমো এবং ঠিকানাটিকে আমাদের অবশ্যই কপি করতে হবে। তারপর আমাদের পুনরায় ফিরে এসে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে। এরপর আবার স্টিম থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে। এরপর To তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং অ্যামাউন্ট দিয়ে কপি করা memo পেস্ট করতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করতে হবে। প্রথমে আমাদের Polonex এর activity পেইজে স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে। তারপর ১০মিনিট পর তা Depositied হয়ে আমাদের ব্যালেন্স এড হয়ে যাবে। নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশট এর মাধ্যমে দেখা দেখানো হলো আশাকরি বুঝতে পারবেন:
step 1
Screenshot_20.png

step 2
Screenshot_21.png
step 3
Screenshot_22.png
step 4
Screenshot_23.png
step 5
Screenshot_24.png

৭.প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তরঃপ্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের TRX সিলেক্ট করতে হবে। এরপর ডিপোজিট on ট্রন এ ক্লিক করতে হবে। এরপর এড্রেস কপি করতে হবে এবং তারপর আমাদের steemit ওয়ালেট trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে সুইচ টু tron এ ক্লিক করতে হবে। এরপর কপি করা address টি পেস্ট করব এবং এমাউন্টের ঘরে কত এমাউন্ট trx করবো তা অবশ্যই দেব। এরপর নেক্সট এ ক্লিক করতে হবে। তাহলে ট্রান্সফার হয়ে যাবে নিচে সমস্ত প্রক্রিয়ায় স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো :
step 1
Screenshot_25.png
step 2
Screenshot_26.png
step 3
Screenshot_27.png
step 4
Screenshot_28.png
step 5
Screenshot_29.png
step 6
Screenshot_29.png
step 7
Screenshot_30.png
step 8
Screenshot_31.png

৮.প্রশ্ন:Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃSteem এর ক্ষেত্রে-
প্রথমে Poloniex এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করবো। তারপর বাম দিক থেকে সার্চ অপশনে গিয়ে steem search দিবো।এরপর Steem/USDT pair টি সিলেক্ট করব ।এরপর sell এ ক্লিক করে Price এবং Amount লিখবো। Price লিখার ক্ষেত্রে Order book টি ভালোভাবে দেখে তারপর প্রাইস নির্ধারণ করব। তারপর Sell Steem এ ক্লিক করবো। এরপর Wallet এ দেখব আমার Steem গুলো Usdt তে Convert হয়ে গিয়েছে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

Screenshot_6.png

steem trx1.png

Screenshot_35.png

TRX এর ক্ষেত্রে-
প্রথমে Poloniex এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করব।তারপর বাম দিক থেকে সার্চ অপশনে গিয়ে TRX search দিব।এরপর TRX /USDT pair টি সিলেক্ট করব ।এরপর sell এ ক্লিক করে Price এবং Amount লিখব। Price লিখার ক্ষেত্রে Order book টি ভালোভাবে দেখে তারপর প্রাইস নির্ধারণ করব। তারপর Sell TRX এ ক্লিক করব। এরপর Wallet এ দেখব আমার Steem গুলো Usdt তে Convert হয়ে গিয়েছে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

trx.png

Screenshot_39.png

আমার বাংলা ব্লগের @abb-school স্কুলের সম্মানিত শিক্ষক এবং মডারেটরদের কাছ থেকে আমি যতোটুকু শিখতে এবং জানতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশাকরি লেভেল- ৪ লিখিত পরীক্ষা আমি ভালোভাবে দিতে পেরেছি। আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অতএব আমার লেখায় কোন ভুলত্রুটি হয়ে থাকে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সম্মানিত @Nowrin আপুকে অনুরোধ করছি আমার পোস্ট টি দেখার জন্য।যদি কোন ভুল ত্রুটি হয় তাইলে দয়া করে দেখিয়ে দেবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন .

Sort:  
 2 years ago 

আপনি সবগুলো উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করেছেন।এবং আপনার উপস্থাপনাও ঠিকঠাক হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত জন্য।

 2 years ago 

আপু আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে 04 হতে অনেক কিছু অর্জন করতে পেরেছেন। আশা করি খুব শীঘ্রই আপনি লেভেল ফাইভের পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

দোয়া করবেন আপু যাতে এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি লেভেল ফোর হতে অনেক কিছু দক্ষতার সাথে আয়ত্তে নিতে পেরেছেন। এভাবেই এগিয়ে যান সামনের দিকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ,আপনার অতি মূল্যবান মতামতে জন্য ।

আপনি যা শিখেছেন সত্যিই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়তো আমি এখন লেভেল ওয়ান এ একদিন আমিও যাব লেভেল পড়ে সত্যি আমার অনেক উপকার করলেন

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া ।ধাপে পরীক্ষা দিয়ে আশা করি এগিয়ে যাবেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

 2 years ago 

লেভেল ০৪ আমাদের জন্য অনেক গুরুত্ব পুর্ণ একটা ক্লাস । এখানে প্রায় সব কিছুই প্রাক্টিক্যাল ভাবে করে দেখানোর প্রয়োজন পড়ে । এতে করে আমাদের ট্রেডিং এবং ট্রান্সফারের দক্ষতা বৃদ্ধি পায় । স্ক্রিনশট সহ প্রশ্নের উত্তর গুলো ছিলো শতভাগ সঠিক । তবে আপু মুল ট্যাগটিতে একটু সমস্যা মনে হচ্ছে এটা প্রশ্ন পত্র দেখে ঠিক করে নিন । ধন্যবাদ ।

 2 years ago 

লেভেল ৪ এ অনেক গুরুত্বপূর্ন জিনিশ সেখানো হয় ট্রান্সফার এর ব্যাপারে। আশা করি সব বিষয় খুব ভালো ভাবে শিখতে পেরেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার এক্সাম দেখে মনে হচ্ছে আপনি সবকিছু ঠিকঠাক বুঝতে পেরেছেন। আপনাকে level-4 ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি লেভেল 4 এর সকল নিয়ম কানুন মেনে এখন থেকে নিজের অ্যাক্টিভিটিজ বৃদ্ধি করবেন, শুভকামনা রইলো।

 2 years ago (edited)

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি অনেক ধর্য্য ধরে সময় নিয়ে পড়া জন্য এবং আমাকে লেভেল-০৪ উওীর্ন করা জন্য।অবশ্যই চেষ্টা করব একটিভিস্ট বাড়ানো জন্য আর সকল নিয়ম কানুন মেনে চলবো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47