সন্ধ্যাকালীন সময়ে তোলা কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো ,

“আমার বাংলা ব্লগের“বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ।আমি ও ভগবানের অশেষ কৃপায় আপনাদের দোয়া ভাল আছি । এখন গরমের রুমে থাকা যায় না ।বিশেষ করে যখন কারেন্ট থাকেনা তখন বেশি গরম লাগে ।বেশ কয়েক দিন ধরে বেশি গরম পড়তেছে ।সন্ধ্যায় বেশিভাগ কারেন্ট যায় ।সেই টাইম ছাদের উঠি একটু বাতাস পাওয়া জন্য ।ছাদের গেলে রুম থেকে বাতাস বেশি পাওয়া ।আমার কিন্তু ছাদের উপরে উঠে রাতে শহরের চলমল করা লাইট আলো দেখতে খুব ভাল লাগে ।সেই ভালা লাগার বেশ কিছু ফটগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করব । সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

image.png

ফটোগ্রাফি -০১

image.pngimage.pngimage.png

এই ভবনটি কাঠগড় ডেইলপাড়া নৌবাহিনী কবরস্তানের অবস্তিত ।এই ভবনটি নাম নীলকমল । যারা বেসামরিক নৌ বাহিনী র্কমরত আছেন তাদের জন্য এই ভবনটি ১৪ তলা বিশিষ্ট এবং লিফট আছে । মেইন রোডের পাশে আর গেইট থেকে একটু গিয়ে এই ভবনটি আর সামনে আছে বাচ্চাদের খেলা কবার জন্য পার্ক আর ফুল বাগান । ফুল বাগান টা কয়েক মাস আগে লাগানো তাই গাছগুলো এখন বড় হয় নাই ।তবে কয়েকটি গাছে বেশ ফুল ফুটেছে।বিকাল হলে অনেক বাচ্চারা এখানে খেলা ধুলা করে ।আমার মেয়ে তো গেলে আর আসতে চাই না । ভবনটিতে বাহিরে লোক ঢুকতে পারে না ।যারা নৌ বাহিনীতে কর্মরত আছেন তাদের আত্মীয়া স্বজন যেতে পারে ।এই ভবনটি বেশ কয়েক মাস আগে চালু হয়েছে ।এখন লাইনের গ্যাস আছে নাই । বিকালে বেলা নিচে বসে থাকলে প্রচুর বাতাস আছে । সন্ধ্যা টাইমে বেশি ভাল লাগে বসে থাকতে নিচে ।বাম সাইটে ফুলের বাগান আর পার্ক মাঝেখানে বেশ কয়েকটি গাছ আছে অনেক ছোট ঐ গুলো ছবি তোলা হয়নি ।

ফটোগ্রাফি -০২

image.png

যখন উপরে উঠে নিচে দিকে তাকালে অনেক সুন্দর লাগে প্রকৃতি দৃশ্য গুলো ।এখানে দূরে দেখা যাচ্ছে সাগরে ভাসতেছে জাহাজগুলো আর কাছে দেখা যাচ্ছে প্রকৃতি গাছ পালা আর বিল্ডিং গুলো । মেঘে ঘিরে রেখেছে সূর্য কে । কিছু মিলে বেশ সুন্দর লাগতেছে। এই ছবিটি ছাদের উপরে থেকে তোলা একদম ছাদে ও নিচে আর একটা ফ্লোর আছে সিঁড়ি ঐখানে জানালা সাইটে থেকে তুলছিলাম ।

ফটোগ্রাফি -০৩

image.png

এই ছবিটি তুলছিলাম সূর্য যখন ডুবে এই সময়ে ।মেঘগুলো হালকা নীল রঙের হয়ে আসছে ।সবুজ গাছপালা আর একটা পুকুর আছে মেইন রোড পাশের তার পাশের আছে একটা কনটেনার একটা ফ্যাক্টরি ।সেই ফ্যাক্টরি টিন ছাল টা দেখতে বেশ সুন্দর লাগতেছে ।সব কিছু মিলে উপভোগ করা মত ছিল ।

ফটোগ্রাফি -০৪

image.png

এই ছবিটি একদম মনে হচ্ছে কাছে তোলা ।দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ গুলো আর টিনের ছাল গুলো খুব সুন্দর করে আছে মনে হচ্ছে সাজিয়ে রেখে দিছে এভাবে । সি বিচ টা দেখা যায় আর দূরে জাহাজ আর বেশ কিছু জমি আর খাল দেখা যাচ্ছে ।বিকাল বেলা টাইম প্রকৃতি টা একদম নতুন রুপে রুপ নেয় আমার মনে হয় ।

ফটোগ্রাফি -০৫

image.png

শহরে আমার সন্ধ্যা নামলে আর রাতে লাইট আলো জলমল করা এই দৃশ্য খুব ভাল লাগে ।ছাদের উপরে উঠে দেখলে বেশি ভাল লাগে ।কি সুন্দর হয়ে উঠে ।মেঘের নতুন রুপের হয়ে সৌন্দয পূর্ণ ।পুকুরে লাইটে আলো কি সুন্দর দেখাছে ।

ফটোগ্রাফি -০৬

image.png

অনেক দূরে জ্বলতে লাল সাদা বিভিন্ন রঙের বাতি গুলো কি অপরূপ সুন্দর ।সাগরে ও লাইটে আলো জলমল করছে ।মেঘের হয়েছে রঙের পরিবর্তন ।আসলে সন্ধ্যা টাইম উপভোগ করবার মত সময়ই ।

ফটোগ্রাফি -০৭

image.png

এটা বিল্ডিং আরো এক পাশের।নতুন আরও একটি বিল্ডিং হবে এখানে । সব কিছু রেডি করা আছে ।তবে এখন ও কাজ শুরু হয় নাই ।উপরে থেকে লাইটে আলো আর সবুজ ঘাস গুলো কি সুন্দর লাগতেছে । যে বস্তা গুলো দেখা যাচ্ছে সেই গুলো বালু বস্তা ।

ছবির বিবরণ

ডিভাইজরিয়েল মি৫ আই
লোকেশনকাটগড় ,ডেইল পাড়া,পতেঙ্গা,চট্টগ্রাম
ফটোগ্রাফার@shipracha

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

image.png

Sort:  

Sustain and maintain👌. Resteemed.♻

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সন্ধ্যা কালীন সময়ে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। এই সময়ের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার ও আপু অনেক ভালো লাগে তাই ক্যামেরাবনদী না করে থাকতে পারি না।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সন্ধ্যাকালীন প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে। শেষের দুটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সন্ধ্যাকালীন সময়ে তোলা আপনার এই ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে সন্ধ্যা বেলায় সেজে উঠেছে শহর তা আপনার ছবিতে দেখতে পাচ্ছি বাকি সমস্ত ছবিগুলোই বেশ সুন্দর। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা কালিন তোলা ফটোগ্রাফি দেখে আপনার ভাল লাগছে জেনে আমার ভাল লাগছে।

 2 years ago 

সন্ধ্যায় যখন চারপাশে আলো জ্বলে উঠে তখন ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। সন্ধ্যার সৌন্দর্য সকলের মাঝে তুলে ধরার জন্য ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অবিরাম শুভকামনা।

 2 years ago 

ওয়াও খুবই দারুন দারুন ফটোগ্রাফি করেছেন তো আপনি। এই ফটোগ্রাফি গুলোও আপনি খুবই সুন্দর ভাবে করে আমাদের সাথে শেয়ার করেছেন এবং বর্ণনা সহ উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য রইল অবিরাম শুভকামনা।

 2 years ago 

আসলে এখন প্রচুর কারেন্ট ডিস্টাব দিচ্ছি এই জন্য সন্ধ্যা দিকে বাহিরে থাকা হয় একটু বেশি। আমিও কয়েকদিন বাহিরে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। সন্ধ্যা কালীন দৃশ্য গুলো দেখলে অসাধারণ লাগে। আপনার প্রতিটি ছবি দারুন হয়েছে। কারণ আপনার লোকেশন টা অনেক সুন্দর। রাতের জলমল আলোতে বেশি ভালো লাগছে ছবিগুলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ইদানিং যে পরিমাণ কারেন্ট যায় আর গরম কথা কি বলব আর তাই ছাদের একটু বাতাস লাগে আর প্রকৃতি রাতে সৌন্দর্য উপভোগ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হুম দিদি ঠিক বর্তমান যে গরম তাতে কিছু ভালো লাগছে ৷বিশেষ করে যখন কারেন্ট থাকে না ৷যাই হোক আপনি সন্ধা বেলা ছাদে প্রকৃতির বাতাস পাওয়ার জন্য ৷আর তার সাথে বেশ চমৎকার ফটোগ্রাফি ছিল ৷বিশেষ ঝলঝমলে রাতের শহরটা দেখতে অসাধারণ ছিল ৷

 2 years ago 

আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে। তাই ক্যামেরা বন্দী করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90