রেনডম ফটোগ্রাফি পোস্ট।@shipracha @shy-fox 10% beneficiary.abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো ,
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশাকরি আপনারা ও ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি ,আমি শিপ্রা চাকমা বাংলাদেশ থেকে চট্টগ্রাম থাকি । আমার স্টিমিট আইডি @shipracha.


আজ আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করব যখন এপ্রিল মাসে বাড়িতে গেসিলাম তখনকার আমার ভাল লাগার কিছু ছবি আমার ফোন এর গ্যালারিতে পড়ে থাকা সৃতির ছবি,আপনাদের হয়ত ভাল লাগবে কিনা জানি না । আমি হয়ত বেশি সুন্দর করে ফোটো গ্রাপি করতে পারি না তবু ও ছবি তুলতে বেশ ভাল লাগে । এই ছবি গুলো ……

15638dd8-d7c5-4ee9-8bdd-2bf2d71fff2d.jpg

যে ছবি টি দেখতেছেন ,এটা এক ধরনে ফল , দূর থেকে দেখলে মনে হতে পারে আঙুর ঝুলছে। আসলে তা নয়। এটি বুনো ফল। নাম ‘রক্ত ফল’। ইংরেজিতে ব্লাড ফ্রুট। ফলটি পাহাড়িদের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। চাকমারা বলে রসকো, ত্রিপুরারা তাইথাক। অন্য সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব সম্বোধন। কয়েক বছর ধরে বাড়ছে ফলটির চাহিদা। এই ফলটি আমাদের নিজস্ব বাগানে আছে ।চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি ৪০০ টাকার বেশি দরেও বিক্রি হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বাজারে।
514910a5-1633-4c55-80af-e823d6b02d4f.jpg
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রাকৃতিক বনে ও বনের কাছের অনেক গ্রামে এ ফলের দেখা মেলে। পাশাপাশি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ত্রিপুরায় এ ফল পাওয়া যায়। এই ফল গাছটি আমার দাদি শাশুড়ি রোপণ করছে নাকি

8895525e-c2b9-4c16-9f6a-d07718794cf5.jpg

ডিভাইস ঃগ্যালাসি এম২১
লোকেশনঃ ঘাগড়া ,রাঙ্গামাটি, বাংলাদেশ

২০০৪সালে । প্রায় অনেক বছর লাগে এই ফলটি ধরতে ।২০১৯ সাল থেকে আমাদের গাছের এই ফলটি ধরা শুরু করছে ।এটি মুলত গাছে ধরে না ।লতাতে ধরে লতাগুলো অনেক বড় । দেখতে মনকাড়া এ ফলের স্বাদ টক ও মিষ্টির মিশেল। পুরিপুনভাবে পাকলে মিষ্টি ।এই ফল খেলে রক্ত বাড়ে । ’ এ ফলে ভিটামিন সি ও আয়রন রয়েছে বলে জানি । এই ফলগাছটি নিজেরাই বীজ ও লতা থেকে চারা করা শুরু করে রোপণ করা যায় ।

b4e5d24e-3def-4907-9062-c8e7fba2e62f.jpg

ডিভাইস ঃগ্যালাসি এম২১
লোকেশনঃ ঘাগড়া ,রাঙ্গামাটি, বাংলাদেশ
আমাদের বাগানে ছবি আম আর লিচু বাগান ।

46daafbe-e320-4f06-9e66-7f898da2d37a.jpg
ডিভাইস ঃগ্যালাসি এম২১
লোকেশনঃ ,রাঙ্গামাটি, বাংলাদেশ

ঘাগড়া রাঙ্গামাটি থেকে বাঘাইছড়ি যাওয়া সময় ছবি । বৈশাক মাসে শুরু তখন পানি কমে যায় বাঘাইছড়ি যেটে কষ্ট হয় । তখন প্রকৃতি অবস্তা । পানি শুকিয়ে মর অবস্তা হয়ে গেছিল ।

c2c2f587-75a3-4109-b149-d251554c9f32.jpg
ডিভাইস ঃরিয়েল মি ৫
লোকেশনঃ বাঘাইছড়ি ,রাঙ্গামাটি, বাংলাদেশ
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রাকৃতিক বনে রয়েছে তবে আগে তুলনা এখন প্রায় বন উজার হয়ে গেছে । পাহাড়ি জুম চাষ ছবি এই টা ।গ্রাম থেকে অনেক দূরে গিয়ে জুম চাষ করে ধান রোপণ করে । সেই জুম এর একটা ঘর থাকে কাজে পর বিশ্রাম নেয়ার জন্য এই ঘর তুলা হই আর এই বাদে ও যখন ধান পাকে ধান তুলতে এই ঘর দরকার হয় ।

9fb80d14-4b34-4ba6-9da2-e0a09747eae5.jpg

75a1a841-bf79-4b8e-9b7b-114b3108be33.jpg
ডিভাইস ঃরিয়েল মি ৫
লোকেশনঃ বাঘাইছড়ি ,রাঙ্গামাটি, বাংলাদেশ

ধান আর হলুদ আদা লাগা সেই সাথে পাহাড়ি তরকারি লাগাই আমি যে সময় গেছি, সবি মাত্র এইগুলো উঠছে ।
টকপাতা গাছ ।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন বিষয় নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এই প্রত্যাশায় ।ধন্যবাদ সবাইকে

Sort:  

Great, make some @fruitjuice, upvoted and resteemed


 2 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চেষ্টা করতে থাকুন আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার জন্য। উপস্থাপনা অনেক বেশি ভাল ছিল শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক কমেন্ট করাব জন্য ।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.34
ETH 2607.28
USDT 1.00
SBD 2.66