##বাঁশ দিয়ে মলা মাছের রান্না রেসেপি## @shipracha beneficiary @shy-fox 10% beneficiary.abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি আপনারা ভালো আছেন। আমি ও আপনাদের দোয়া এবং আশীর্বাদে মোটামুটি ভাল আছি ।অনেক দিন হলো পোস্ট করতে পারি নাই । শারীরিক অসুস্ততা জন্য ,এখন একটু ভাল আসছি তাই ভাবলাম ,আজকে একটা নতুন রেসেপি আপনাদের সাথে শেয়ার করি , আশা করি সবার ভাল লাগবে ।

বাঁশ দিয়ে মলা মাছের রান্না

f0808cc9-ee38-4343-9541-0de034740c27.jpg

উপকরণসুমহ

a1c66472-7592-4bf1-be43-e7401150b561.jpg

উপকরণপরিমাণ
পেঁয়াজ কুচি১কাপ
মুরিচগুড়া১/২চামচ
হলুদ১/২চা চামচ
সয়াবিন তেল০১চামচ
লবণস্বাদ মত
আদা বাতা১চামচ
রসুন বাতা১/২চামচ
মাঝারি সাইজ বাঁশ১টা

রন্ধন প্রণালী

১ম ধাপ

প্রথমে মাছ গুলোভাবে ধুয়ে নিব এবং পেঁয়াজ, আদা , রসুন সব গুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর বেতে নিব ।

e1a9c2a8-42cd-480f-9ec0-e9ef47a54bbb.jpg

২য় ধাপ

সব কিছু বাতা হলে ,বাঁশ টা ভেতর এবং বাহিরে ভালভাবে ধুয়ে নিব তারপর মাছ এর সাথে সব উপকরন গুলো মিক্স করব ,মিক্স করা হলে বাঁশে ভিতরে মাছগুলো ধুকিয়ে দিব ।

054f33c3-c37d-4889-8554-992312546959.jpg

৩য় ধাপ

এরপর চুলা মিডিয়াম আঁচে রেখে চুলা উপর বাঁশ টা বসিয়ে দিব ।এভাবে ৩০/৪০ মিনিট রান্না করতে হবে আর কিছুক্ষণ পর বাঁশটা নাড়িয়ে দিতে হবে না হলে শুধু এক সাইটে পুড়ে যাবে ।

download.png

৪র্থ ধাপ

৪০ মিনিট পর রান্না সম্পূর্ণ হল এখন পরিবেশন জন্য ।

f0808cc9-ee38-4343-9541-0de034740c27.jpg

আজকে মত আমার রান্না রেসেপি এখানে সমাপ্ত করছি ।সবাই ভাল থাকবেন সবার সুস্তটা কামনা করি ।সাথে থাকুন পরবর্তীতে আসছি নতুন কিছু নিয়ে ।ধন্যবাদ সবাইকে ।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসGalaxy m21
ফটোগ্রাফার@shipracha
Sort:  
 2 years ago 

বাঁশ দিয়ে মলা মাছ রান্নার আইডিয়াটা চমৎকার হয়েছে। এই প্রথম শুনলাম বাঁশ দিয়ে মলা মাছ রান্না করা যায় এবং কি বাস খাওয়া যায় ইউনিক ছিল আপনার রেসিপি খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ধাপে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন তো ইউনিক একটা রেসিপি। এর আগে এভাবে বাঁশের মধ্যে রান্না করে খাওয়া হয়নি।তবপ মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

খুব সহজ একটা রেসেপি আপু । খেতে অনেক ভাল হয়েছে ।ধন্যবাদ আপু আপনাকে ।

 2 years ago 

এভাবে কখনো মাথায় আসেনি যে বাঁশের মধ্যে রান্না করা যায়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন একটি পদ্ধতিতে মলা মাছ রান্না শিখলাম। আমারতো এখনি একবার ট্রাই করতে ইচ্ছে করছে।মলা মাছ আমার খুব পছন্দের একটি মাছ। আপনাকে ধন্যবাদ আপনার নতুন আইডিয়াটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমরা এভাবে মাঝে খাই। খুব ভালো লাগে মজা ও হয়।ধন্যবাদ আপু।

 2 years ago 

একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। মলা মাছ আমার খুবই প্রিয়। তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার কাছে এই রেসিপি তৈরির নতুন পদ্ধতি শিখলাম। বাঁশ দিয়ে এভাবে রেসিপি তৈরি করা যায় তা আজকে প্রথম জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের কাছে এটা সম্পুর্ন নতুন হয়ত।এভাবে কিন্তু মাংস রান্না করা যায় । বাসা যদি কখন ও খাওয়া ইচছা চেস্টা করে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বাঁশ দিয়ে মলা মাছের রান্না রেসেপিটি বেশ ইউনিক একটি রেসিপি। রান্নার কালার দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি আপু অনেক মজাদার হয়ছে। এভাবে রান্না করলে স্বাদ টা অন্য রকম হয় গন্ধ টা। ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার রেসিপির এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। আমি টিভিতে এভাবে দেখেছিলাম একবার এই রেসিপি তৈরি করতে কিন্তু কখনো এভাবে দেখা হয়নি। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি সবকিছু বর্ণনা করেছেন। মনে হচ্ছে মলা মাছের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপু অনেক জায়গা এভাবে রান্না করা হয়। ঢাকা হেবাং রেস্তোরাঁ এই মাছ রান্না হয় আর আমাদের পাহাড়ি রান্না হয়ত এজন্য টিভি দেখছেন। জি আপু অনেক সুস্বাদু হইছে । ধন্যবাদ আপু।

 2 years ago 

আইডিয়াটা একদমই নতুন লাগলো। এভাবে যে কখনো রান্না করা সম্ভব ভাবতেও পারছি না। আর সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগলো রেসিপিটা। একটা অনুরোধ রইল পুরো পোস্টটা একবার নিজেই ভালো করে পড়বেন, আমার কেন যেন মনে হল দুই এক জায়গায় ছোট ছোট কিছু মিসটেক আছে। ওগুলো শুধরে নিলে আরো ভালো দেখাবে। অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

জি ভাইয়া মিসেটক খুজে পাইছি আর ঠিক করে নিছি ট্যাগ ভুল হয়ছে। ধন্যবাদ ভাইয়া আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য।

 2 years ago 

বাঁশ দিয়ে মলা মাছের রেসেপি ওয়াও🤔রেসিপিটি সম্পুর্ন আলাদা এভাবে আগে কখনো খাওয়া হয়নি কোন দিন। তবে দেখে তো লোভ সামলাতে পারছি না। খেতে ইচ্ছে করছে এখনি।।

 2 years ago 

তৈরি করে খেয়ে দেখতে পারেন। মনে যখন ইচ্ছা হয়েছে। আমি ভাইয়া আমার বাংলা ব্লগএখানে যে রেসিপি ভালো খেতে ইচ্ছা করলে বাসা তৈরি করে খায়। ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

আপু অনেক ধন্যবাদ নতুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86