আপু বেশিরভাগ স্টুডেন্টরই পড়াশোনা ভালো লাগে না।আর যারা ভালো স্টুডেন্ট তারা নাকি সারা বছর পড়ে ওনা।এরা এক্সামের আগে পড়ে ই চমৎকার রেজাল্ট করে।যেমনটা আপনি করেছেন।এমন স্টুডেন্টের সংখ্যা নিতান্তই কম।তবে শেষে এরা ফলাফল ভালো ই করে।এটা আমি জানতাম আপনি ও ভালো করবেন।সারাবছর না পড়া স্টুডেন্ট গুলো এক্সামের সময়টাতে খুব বেশী মনোযোগ দেয় পড়াতে।তাই তাদের ফলাফল ভালো আসে।খুশী হলাম আপনার রেজাল্ট শুনে।মিষ্টি কোথায় আপু??
হাহাহা,তবে অনেকের আছে পড়াশোনাই জীবন।