আম দিয়ে চিংড়ি মাছ আমার কখনো খাওয়া হয়নি।তবে এই গরমে টক টক রেসিপি খেতে ভীষণ ভালো লাগে।আপনি লাউয়ের সাথে চিংড়ি মাছ ও আম দিয়ে রেসিপি করলেন।এই গরমে এমন রেসিপি সত্যি মুখের রুচি এনে দেয়।যখন নতুন আম হয় গাছে ছোট ছোট সেই আম সরিষা পেস্ট দিয়ে পাতুরি আমার দাদু রান্না করতেন।ভীষণ ভালো লাগতো খেতে।সেই আমের পাতুরি এখনো মুখে লেগে আছে।আপনার রেসিপি টি খেতে ও ভীষণ স্বাদের হয়েছিল দেখে মনে হচ্ছে। ধন্যবাদ দাদা চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য। একদিন ট্রাই করে দেখবো রেসিপিটি।আশাকরি গরমে খেতে ভালো ই লাগবে।নিত্য নতুন রেসিপির জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।