খুব ভালো লাগলো আপনার বুদ্ধি দেখে।আসলে বাচ্চারা যত সময় বাসায় থাকে মোবাইল না পেলেও রিমোট নিয়ে থাকে।আমার ছেলে তো টিভি ছেড়ে ফুটবলের প্র্যাকটিস করে।যদিও আমার কাছে বিরক্ত লাগে। স্কুলে গিয়ে তো খেলেই সে।ভাগ্নেকে দাবা কিনে দিয়ে তো ভালোই করলেন।সবগুলো গুটির নাম জেনে গেলো।আবার গুটির চাল ও দিতে শিখে নিলো।সামনে আরো অনেক কিছুই আস্তে আস্তে শিখে নেবে।পোস্টটি পড়ে আপনার সুন্দর অনুভূতি গুলো জানতে পারলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু অন্য কিছুর চাইতে ফুটবল নিয়ে ছুটে বেড়ানোও অনেক ভালো। তবু মোবাইল বা টিভির দিকে না ঝুঁকুক। সাবধানে থাকবেন আপু।