প্রতিটি মানুষ যদি মৃত্যুর কথা ভাবতো তবে আর এতো দাম্ভিকতা দেখাতে পারতো না।সবাই বেমালুম মৃত্যুর কথা ভুলে গিয়ে ধন-সম্পদের লোভে পরে যায়।আনার খান মারা গেলেন। কিছুই সাথে নিয়ে যেতে পারেন নি।শুধু নিয়ে যেতে পারবে মানুষের সাথে ভালো ব্যবহারের ওই ব্যবহারটুকু।সবাই যখন বলবে লোকটি খুব ভালো ছিলেন, তবেই ততটুকুতেই শান্তি।পাঁচজনে ভালো বললে আল্লাহ ও তাকে ভালো বলেন।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
যে আপু আপনি একদম ঠিক বলেছেন ,আসলে মারা গেলে আমাদের ভালো ব্যবহার এবং ভালো কর্মগুলো থেকে যায় ।