মায়ের সাথে কেনাকাটা করতে গেলে রিলাক্স মুডে কেনাকাটা করা হয়। আর সাথে বাচ্চা না গেলে আরো ভালো ভাবে কেনা যায়। বাকি রইলো পছন্দ করা আর দামাদামি।জিনিসপত্রের দাম এমনিতেই বাড়তি। তার উপর দাম চেয়ে বসে ডাবলের ও ডাবল।আপনি বেড শিড নিলেন। আর মায়ের জন্য কাপড় কিনলেন।বাসায় মেয়ের জন্য ও ড্রেস নিলেন।মেয়ে ড্রেস পেয়ে খুব খুশি হয়েছে আশাকরি।মায়ের সাথে কেনাকাটা করে সুন্দর সময়টি ও কাটিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বাচ্চারা শপিং এর সময় সঙ্গে না থাকলে বেশ ভালোভাবে কেনাকাটা করা যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।