ভালো থাকাটা একদম নিজের দৃষ্টিভঙ্গীর ব্যাপার।কে আসলে কিসে ভালো তাকে তা বোঝা দায়।তবে আমি মনে করি নিজের যা কিছু আছে তা নিয়ে সুখী ভাবতে পারাটাই ভালো থাকা।এতো চাই চাই করে কি হবে।একদিন তো সবকিছু রেখে না ফেরার দেশেই চলে যেতে হবে।তাই যতটুকু আছে তা দিয়ে সবাইকে নিয়ে থাকার মাঝেই সুখ।চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন আপু।পড়ে ভালো লাগলো। ধন্যবাদ জানাই সুন্দর এই বিষয়টি উপস্থাপন করার জন্য।