DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি || আমার বাংলা ব্লগ
কেমন আছেন সবাই ??
আমি @shimulakter
"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।
বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামিঃ
বন্ধুরা,প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ডাই পোস্ট শেয়ার করার। আপনাদের উৎসাহে এ ধরনের কাজ করার উৎসাহ আমার বেড়েই চলেছে।আমার ছেলের এক্সাম চলছে।তাই ওকে স্কুলে দিয়ে এসে বসে বসে ভাবছিলাম আজ কি পোস্ট লিখবো।হঠাৎ মনে হলো আজ ডাই পোস্ট দেবো।তখন হঠাৎ করে ছেলের একটি কথা মনে পরলো।আমার ডাই পোস্ট দেখে আমার ছেলে আমাকে সেদিন বলেছিল, তুমিতো আমার জন্য কিছুই বানাও না।কতকিছুই তো রঙিন কাগজ দিয়ে বানাও।তার এ কথা মনে হওয়াতে ভাবলাম তবে শার্ট আর টাই করি। ছেলের কথা ভেবেই রঙিন কাগজ দিয়ে শার্ট আর টাই বানালাম।সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।ছেলে স্কুল থেকে এসে দেখে তো মহা খুশী হয়ে গেলো,বলল মামনি যদি এই সুন্দর শার্ট আর টাইটি পরা যেতো, আমি পরে নিতাম এখনই। যাই হোক ওর এতো খুশী দেখে আমার এই ডাই পোস্টটি বানানো সার্থক মনে করি।তবে চলুন কথা না বাড়িয়ে এই ডাই পোস্টটি করতে কি কি উপকরন লেগেছে তা তুলে ধরছি--
প্রয়োজনীয় উপকরনঃ
১। রঙিন কাগজ
২। সাদা কাগজ
৩। কাঁচি
কার্য প্রনালীঃ
ধাপ-১
রঙিন কাগজটিকে প্রথমে লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।এবার মাঝের ভাঁজ করা অংশে দুই পাশ থেকে কাগজ এনে সমান দুই ভাঁজ করে নিলাম।
ধাপ-২
এবার কাগজটিকে ছবির মতো করে ভাঁজ করে নিলাম।এরপর উল্টো দিকেও হাফ ইঞ্চি পরিমান কাগজ ভেঙ্গে নিলাম।
ধাপ -- ৩
এবার হাফ ইঞ্চি ভাঁজ করা অংশটাকে ছবির মতো ভাঁজ করে নিয়েছি।এরপর নীচের অংশটুকু উপরে আটকে দিয়ে শার্ট কমপ্লিট করে নিলাম।
ধাপ -- ৪
শার্ট তো হলো এবার টাই বানানোর পালা।আমি সাদা কাগজ থেকে ছোট এক টুকরো কাগজ কেটে নিলাম।এরপর টুকরোটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।
ধাপ -- ৫
এবার আরো দুটি ভাঁজ করে নিলাম।ঠিক ছবির মতো করে।
ধাপ -- ৬
এবার মাথার দিকে সামান্য ভেঙ্গে নেব কাগজটিকে।
ধাপ -- ৭
এবার কাগজটির দুই পাশ থেকে ভাঁজ করে নেবো।আর একবার ভাঁজ করে নিলাম।আমার টাই বানানো হয়ে গেলো।
ধাপ -- ৮
আমার টাই বানানো হয়ে গেলে আমি শার্টের মধ্যে লাগিয়ে দিলাম।
উপস্থাপনাঃ
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ছেলের আবদার পূরনের জন্য বেশ সুন্দর শার্ট ও টাই তৈরি করেছেন। আসলে রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে বেশ সুন্দর লাগে। আপনার শার্ট ও টাইটিও বেশ সুন্দর লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।
আমার করা এই ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।
Twitter link
রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি দেখে খুবি ভালো লাগছে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার হাতের কাজের পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দরভাবে একটা শার্ট এবং টাই তৈরি করে ফেলেছেন।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু ছেলের কথা মনে করে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শার্ট ও টাই তৈরি করেছেন। যা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর এরকম একটি সুন্দর শার্ট ও টাই দেখে আপনার ছেলেও ভীষণ খুশি হয়েছে জেনে ভালো লাগলো। আপু আপনি কিভাবে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি শার্ট ও টাই তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
হাতে সময় থাকলে এবং নিজের দক্ষতা থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রঙিন কাগজ দিয়ে শার্ট ও টাই এর অরিগামি তৈরি করছেন। খুবই অসাধারণ হয়েছে। শার্ট ও টাই এর অরিগামি তৈরি করার প্রক্রিয়ায় সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ একটি শার্ট তৈরি করেছেন আপনি। দেখতে বেশ সুন্দর। এমনটাই কাজগুলো করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটা কাজ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
এত সুন্দর করে কবে থেকে আবার স্কুলের ড্রেস বানানো শিখলেন। দেখে তো মনে হচ্ছে ভালোই কাজ জানেন। অসাধারণ হয়েছে আজকের ডাই পোস্ট।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাহ,সুন্দর হয়েছে আপনার ছেলের জন্য তৈরি করা diy টি।আসলে কাগজ দিয়ে তৈরি যেকোনো diy খুবই ভালো লাগে দেখতে।রঙিন কাগজ দিয়ে শার্ট ও টাইটি অনেক সুন্দর ও নিখুঁত হয়েছে আপু।নিশ্চয়ই আপনার ছেলে ভীষণ খুশি হয়েছে।অনেকটা স্কুল ড্রেসের মতোই,ধন্যবাদ আপনাকে।
আপনাকে ও অনেক ধন্যবাদ দিদি।
বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে শার্ট এবং টাই অরিগামি তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি এটি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে বানানো দেখিয়েছেন, সুন্দর বর্ণনাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।