DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি বো ডিজাইনের বুকমার্কের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই ??


হ্যালো বন্ধুরা,



"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।


রঙিন কাগজ দিয়ে একটি বো ডিজাইনের বুকমার্কঃ


CollageMaker_20238514460892.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,নতুন কিছু বানাতে,নতুন কিছু করতে আমার খুব ভালো লাগে।সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার।একঘেয়েমি কোন কিছুই আমার ভালো লাগে না।তা যে কোন কিছুতেই।অনেক কাজের মাঝে একটু সময় খুঁজি নতুন কিছু করার।তারই ধারাবাহিকতায় আজ রঙিন কাগজের একটি বুক মার্কের অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার করা এই বুক মার্কটি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন দেখে নেই আমি কাগজের সাহায্যে কিভাবে এই বুক মার্কটি তৈরি করলাম।


প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230805_100755.jpg

20230805_101005.jpg

স্কয়ার সাইজের এক টুকরো রঙিন কাগজের টুকরোকে দুইভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ -- ২


20230805_101233.jpg

20230805_101303.jpg

এরপর কাগজটিকে কোনাকুনি করে দুই ভাবেই ভাঁজ করে নিলাম।

ধাপ - ৩


20230805_101303.jpg

20230805_101432.jpg

এবার কাগজটিকে মাঝে লম্বা করে ধরে ভাঁজে ভাঁজে ছোট ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


20230805_101552.jpg

20230805_101637.jpg

এরপর ছবির মতো করে দুপাশেই ভাঁজ করে নিলাম।

ধাপ -৫


20230805_101807.jpg

20230805_101814.jpg

20230805_101833.jpg

এরপর ভাঁজ খুলে ছবির মতো করে নেবো।

ধাপ - ৬


20230805_102008.jpg

BeautyPlus_20230805102203685_save.jpg

BeautyPlus_20230805102222567_save.jpg

এবার ছবির মতো করে নেবো।

ধাপ - ৭


20230805_102716.jpg

20230805_102906.jpg

20230805_102951.jpg

এবার ভাঁজ করা দুই অংশের ভাঁজ খুলে ছবির মতো ভাঁজ দেবো।এরপর উপরের বাড়তি অংশটুকু পেছনে ভাঁজ করে দিলাম।এরপর আবার ভেঙে নিলাম।

ধাপ - ৮


20230805_103032.jpg

20230805_103334.jpg

BeautyPlus_20230805103703798_save.jpg

BeautyPlus_20230805103738481_save.jpg

এরপর পেছনের অংশটুকু সামনে টেনে এনে ভাঁজ করে ভেতরে দিয়ে দেব।এরপর দুপাশ থেকে কাগজ টেনে এনে মাঝের অংশের ভেতর আটকে দেবো।

উপস্থাপনাঃ


20230805_105453.jpg

20230805_104243.jpg

20230805_105359.jpg

20230805_104617.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (1).png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 
 last year 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর করে,রঙিন কাগজ দিয়ে একটি বো ডিজাইনের বুকমার্কের অরিগামি তৈরি করেছেন। আপনি অরিগামি প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতার সাথে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ সুন্দর লাগছে আপনার তৈরি করা বুকমার্ক টি। তৈরির ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে ও।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আপনার তৈরি করা বো ডিজাইনের বুকমার্কের অরিগামিটি সুন্দর হয়েছে।তবে আমি প্রথমে ভেবেছিলাম এটি বাচ্চাদের স্কুল ড্রেসের টাই তৈরি করেছেন আপনি।যাইহোক ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে বুকমার্ক তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। আর রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে অনেক ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার রঙিন কাগজের অরিগামিটি দারুন হয়েছে। যদিও এসব কাজ করতে হলে সময়ের প্রয়োজন। আমার সময় সল্পতার কারণে এই কাজ থেকে অনেক দূরে আছি। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজের তৈরি অরিগামি গুলো দেখতে বেশ ভালো লাগে।আপনি চমৎকার একটি বুকমার্ক অরিগামি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন।অরিগামি তৈরি ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই অরিগামিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.13
JST 0.026
BTC 56904.92
ETH 2440.10
USDT 1.00
SBD 2.37