রেসিপি পোস্ট -- 😋 "রুই মাছ ভুনা রেসিপি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি।আমি আশাকরি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

রুই মাছ ভুনা রেসিপিঃ


IMG_20230605_101228.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

রুই মাছ আমার কমই খাওয়া হয়। সেদিন এনেছিল রুই মাছ। তাই ভাবলাম ভুনা করি।ভুনা করে খেতে যেকোনো বড় মাছই ভালো লাগে। আমি মূল রেসিপিতে যাওয়ার আগে এই রেসিপির উপকরনগুলো এক এক করে তুলে ধরছি।আশাকরি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরনঃ



১। রুই মাছ
২।পেঁয়াজ কুচি
৩।রসুন পেস্ট
৪।জিরা পেস্ট
৫।হলুদ এর গুঁড়া
৬।মরিচের গুঁড়া
৭।তেল
৮। লবন
৯।জিরা গুঁড়া


20230529_140725.jpg

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFa5CE3GDJcaSEHof1Mas4kRPg1ZWwS3UpaRbsessWdSHc4XFdch5wmiQZokwAM...h6bhMtgf4PW2fF8cRgsCXU3vpFU2fY6VTbUhnrN5M4TzK8Z8dbtiqaVWVCwZzuGU4F7SKZ41bSDU2ozHBJugqzwbZaUk9jEiRgXF1QgZJ814bnzDbYavQxEF98.png

20230529_143850.jpg

20230529_143834.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20230529_140730.jpg

20230529_141317.jpg

20230529_141420.jpg

প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিমান মতো লবন,হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম।

ধাপ -- ২


20230529_143909.jpg

20230529_150050.jpg

20230529_150353.jpg

চুলায় প্যান বসিয়ে তেল দিলাম।এরপর মাছ এক এক করে বিছিয়ে দিলাম।দুপিঠ ভেজে তুলে নিলাম।

ধাপ -- ৩


20230529_150613.jpg

20230529_150641.jpg

20230529_150935.jpg

এবার চুলায় অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম।এরপর রসুন ও জিরার পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিব।এরপর হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মসলাগুলো ভুনা করে নিব।

ধাপ -- ৪


20230529_150938.jpg

20230529_151530.jpg

মসলা ভুনা হয়ে এলে তাতে পানি দিয়ে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব।

ধাপ -- ৫


20230529_151543.jpg

এ পর্যায়ে আমার রান্না পুরোপুরি রেডি।তাই নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব।

পরিবেশন


IMG_20230604_213650.jpg

20230529_160026.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 

আপনার রুই মাছ ভুনা করার রেসিপি টা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই বেশ সুস্বাদু হয়েছিল। আসলে আমার কাছে যে কোন মাছ ভুনা করে খেতে বেশ সুস্বাদু লাগে। আর রুই মাছ হলে তো কোন কথাই নেই। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর রুই মাছ ভুনা করার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া। আমার ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে রুই মাছ গুলো এভাবে ভেজে ভুনা করলে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। প্রতি টি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনা সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রুই মাছ ভুনা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু।আপনি খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন এবং সাজিয়ে উপস্থাপন করেছেন।তাছাড়া রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

রুই মাছ খুব একটা ভালো লাগেনা। তবে আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেলো আপু। খুবই দারুণ ও সুস্বাদু স্বাদের এই রেসিপিটি হয়েছে। আপনি দারুণ রান্না করতে জানেন আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আমার ও রুই মাছ তেমন পছন্দ নয়। কাতলা মাছটা ভালো লাগে।অনেকদিন পর খাওয়াতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমাদের বাসায় রুই মাছ বেশি খাওয়া হয়। মাছটি খেতে ভীষণ সুস্বাদু লাগে। রুই মাছ ভুনা রেসিপি দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আমি জানি ভাইয়া আপনার পরিবারের সবাই রুই মাছ খুব পছন্দ করেন। পোস্টে পড়েছিলাম।খেতে সত্যি ই খুব মজার হয়েছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

রুই মাছ আপনার কম খাওয়া হয় আর আমার তো রুই মাছ সব সময় খাওয়া হয়। বাজারে গেলে সব সময় লিস্টে বড় একটা রুই মাছ থাকবেই। আর রুই মাছ এভাবে করে ভেজে ভুনা করলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছেও। আপনার রেসিপিটি কিন্তু ভালোই ইয়াম্মি লাগছে দেখতে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 last year 

রুই মাছে এভাবে ভেজে রান্না করলে খেতে দারুন লাগে। তবে আমি বেশিভাগ সময় না ভেজেই রান্না করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ হয়েছিল। আর নামানোর আগে ভাজা জিরার গুড়া ব্যবহার করায় রেসিপির স্বাদ আরও বেড়ে গেছে। অনেক ধন্যবাদ রান্নার ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year 

রুই মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি রুই মাছ ভাজি হয় তাহলে তো কোন কথাই নেই। আজকে আপনি অনেক সুন্দর করে রুই মাছ ভুনা করেছেন। আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এবং রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। এবং খুব চমৎকারভাবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর করে রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 last year 

মজাদার রুই মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। এই ভুনা রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। সত্যি আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আজকের রেসিপিটি অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67972.79
ETH 2409.27
USDT 1.00
SBD 2.34