আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- ❤️ " স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া "

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ভালোবাসার কবিতা দিয়ে সাজানো।কবিতা আবৃত্তি করতে সব সময় ভালো লাগে আমার।আর কবিতা লিখতে শুরু করেছি অনেক দিন ধরে।আজ ভালোবাসার অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছি।আশাকরি আপনাদের কাছে আমার লেখা ভালোবাসার কবিতাটি ভালো লাগবে।

কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।আর আমি কবিও নই।তবুও প্রতিনিয়ত কবিতা লিখে শেয়ার করছি আপনাদের অনুপ্রেরণায়।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি প্রতিনিয়ত কবিতা লিখে চলেছি।যদিও বিরহ নিয়ে লিখতে আমি ভীষন পছন্দ করি।তবে আজকের কবিতাটি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে লিখেছি।

আমার আজকের কবিতাটির নাম " স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া"।ভালোবাসা পেলে সব মানুষ ই আকাশ ছোঁয়ার আনন্দ অনুভব করে।ভালোবাসার মানুষটিকে নিয়ে তার মনের মধ্যে আলো জ্বালিয়ে রাখে।সেই মানুষটিকে ছাড়া সবকিছুই যেনো অন্ধকারে ঢেকে থাকে।মনের মাঝে ভালোবাসার মানুষটিকে নিয়ে কতোই না সুখ অনুভূতি বিরাজ করে।সুখ-দুঃখ প্রতিটি সময় ভালোবাসার মানুষটিকে নিয়ে জীবন কাটাতে চায়।সারাজীবন ভালোবাসার মানুষটিকে নিয়ে জীবন অতিবাহতি করতে সেই মানুষটি পিছ পা হয়না।এমন কিছু ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন,কবিতাটি আবৃত্তি করি--

কবিতা -- "স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া "


লেখা- শিমুল আক্তার


স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া
ভালোবাসার ছোঁয়ায়
মনের গহীনে আছে লেখা
নামটি শুধু তোমার।

কতো সময় কেটে গেছে
পাইনি তোমার দেখা
অভিমানে রাত কেটেছে
অশ্রু জলে ভেজা।

ভালোবাসার মিষ্টি ছন্দ
পেয়েছি তোমায় পেয়ে
দিন কেটে যায় রাত পেরিয়ে
ভাবনারা সব এসে।

মনের মাঝে তুমি আমার
ভালোবাসার আলো।
আশার আলো হয়ে তুমি
মনে জ্বলে থেকো।

সুখে-দুঃখে তোমায় নিয়ে
সারাটি দিন কাটে
আশার আলো তুমি আমার
চিরজীবন জুড়ে।

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109403.94
ETH 4328.87
USDT 1.00
SBD 0.83