নাটক রিভিউ -- 💕 " শেষ বিকেলের বৃষ্টি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। কেমন আছেন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি বাংলাদেশে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20231118-121326_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যসমুহঃ


নাটকশেষ বিকেলের বৃষ্টি
পরিচালনাপনির খান
অভিনয়েজোভান, টয়া এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচার৩ ই মে ২০২২
সময়৫৩ মিনিট

কাহিনী সারসংক্ষেপঃ


নাটকের শুরুতে দেখা যাবে টয়া রিকশায় চড়ে বাসায় ফিরছিল।এর মধ্যে তার মা বার বার ফোন দিচ্ছিল।কেন টয়া আসছে না। ২০ মিনিট বলে বলে অনেক দেরি করছিল।এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে গেলো।টয়া রিকশা থেকে নেমে বাসায় আসতে আসতে অনেকটাই ভিজে যায়।টয়া বাসায় ভেজা হয়ে ঢুকতেই বসার ঘরে কিছু অতিথিদের দেখতে পায়।যারা তাদের আত্মীয় নয়।তার মধ্যে থেকে একটি ছেলে টয়াকে দেখে দাঁড়িয়ে যায়।টয়া তাড়াতাড়ি করে রুমে চলে যায়।

Screenshot_20231117-225154_YouTube.jpg

Screenshot_20231117-225212_YouTube.jpg

Screenshot_20231117-225224_YouTube.jpg

Screenshot_20231117-225226_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

টয়া ভেজা কাপড় চেঞ্জ করে টেবিলে বসে নৌকা বানাচ্ছিল।টয়ার মা টয়াকে ডাকতে এসে খুব রাগারাগি করলো।টয়া বলল তাকে না জানিয়ে কেন ছেলেপক্ষকে আসতে বলল তার বাবা।এরই মাঝে তার বাবা এসেও খুব রাগ করলো।এরপর টয়া রেডি হয়ে বসার ঘরে ছেলেপক্ষের সামনে গিয়ে বসলো।ছেলের মা তো টয়াকে খুব পছন্দ করলো।আর জোভানের তো টয়াকে দেখেই পছন্দ হলো।এরপর রিং পরাতে যাবে টয়া হাত সরিয়ে ফেললো।আর বললো তাদের ছেলেকে তার পছন্দ হয়নি।একথা শুনে সবাই হতভম্ব হয়ে গেলো। জোভান খুব কষ্ট পেলো।ঘরভর্তি লোকের সামনে টয়া কিভাবে তাকে অপছন্দের কথা বলতে পারলো।

Screenshot_20231117-225317_YouTube.jpg

Screenshot_20231117-233502_YouTube.jpg

Screenshot_20231117-233535_YouTube.jpg

Screenshot_20231117-233716_YouTube.jpg

Screenshot_20231117-233843_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

বাসায় ফিরে জোভান ছাদে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে ছিল।তার ছোট ভাই গিয়ে তাকে বুঝায়।মন খারাপ করতে না করে।কিন্তু জোভান ভাইকে বলে পছন্দ না হলে অনেক ওয়ে আছে বলার।এমন ভাবে সকলের সামনে বলাটা খুব বাজে লাগলো তার।ছোট ভাই বলল তার মা ওর চেয়েও সুন্দর মেয়ের সাথে জোভানের বিয়ে দিবে। সারা রাত ঘুম এলো না জোভানের।ভোর না হতেই টয়াকে ফোন দিল।আর বলল টয়ার বাসার কাছের এক কফি শপে জোভান টয়ার সাথে দেখা করতে চায়।টয়া আসতে চাইছিল না।তারপর আবার রাজি হয়ে গেলো।

Screenshot_20231117-234124_YouTube.jpg

Screenshot_20231117-234545_YouTube.jpg

Screenshot_20231117-234519_YouTube.jpg

Screenshot_20231117-234545_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর পরেরদিন জোভান এসে কফি শপে বসে অপেক্ষা করে টয়ার জন্য। টয়া আসে। দুজন কথা বলে কফি খেয়ে বিদায় নেয়।টয়া জোভানকে পছন্দ করতে শুরু করে।এরপর পরের দিন জোভান চা খাওয়াবে বসে টয়াকে আসতে বলে।টয়া গেলে দুজনে মিলে চা খায়।দুজনের মাঝে চা নিয়ে অনেক কথাই হয়।এর মাঝে জোভান বলে আমরা জাস্ট ফ্রেন্ড।অন্য কিছু ভাবার দরকার নেই।কারন টয়া তো জোভানকে পছন্দ ই করেনা।অতএব ভয় নেই।জোভান টয়াকে একটি টেডি কিনে দেয়।আর বলে টয়া যেনো মনের কথাগুলো এই টেডির সাথেই বলে।

Screenshot_20231118-160730_YouTube.jpg

Screenshot_20231118-160728_YouTube.jpg

Screenshot_20231118-160745_YouTube.jpg

Screenshot_20231118-160754_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর টয়ার মা টয়ার কাছে জানতে চায় টেডি কে দিল।তখন টয়া বলল জোভান দিয়েছে।টয়া এটাও বলে জোভানকে তার পছন্দ হয়েছে।টয়ার ইচ্ছে তার মা-বাবা যাতে তাদের আবার আসতে বলেন।টয়ার মা বলে,তা সম্ভব নয়।মেয়ের পরিবার হয়ে কি করে ছেলের বাসায় বিয়ের কথা জানায়।তার চেয়ে জোভানের থেকেও ভালো ছেলে তারা টয়ার জন্য খুঁজবে। এটা শুনে টয়া চুপ হয়ে যায়। রাতে টয়া জোভানকে ফোন করে। আর পরেরদিন দেখা করতে বলে।

Screenshot_20231118-160052_YouTube.jpg

Screenshot_20231118-155858_YouTube.jpg

Screenshot_20231118-160220_YouTube.jpg

Screenshot_20231118-160306_YouTube.jpg

Screenshot_20231118-160338_YouTube.jpg

Screenshot_20231118-160407_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

পরের দিন শাড়ি পরে টয়া।আর সুন্দর সাজগোজ করে জোভানের সাথে দেখা করতে যান।দেখা হলে পরে টয়া তার ভুল স্বীকার করেন।তার এভাবে সেদিন বলা ঠিক হয়নি।আর জোভানকে বলে তার মা-বাবাকে আবার নিয়ে তাদের বাসায় আসার জন্য। তখন জোভান জানায় টয়াকে তার পরিবার তো ভালো সে নিজেই টয়াদের বাসায় যাবেনা।আর টয়ার সাথে তার আজই শেষ দেখা।টয়া যাতে জোভানকে আর ফোন না দেয় সেটাও বলে।জোভান আরো বলে টয়ার মধ্যে এমন কি আছে যার জন্য তাকে সেদিন এভাবে বলতে পেরেছে সেটা জান্তেই জোভান টয়ার সাথে দুদিন দেখা করে।আর জোভান বলে টয়ার মতো মেয়েকে সে কখনও বিয়ে করবে না।আর আজই জোভান পরিবারের সাথে মেয়ে দেখতে যাচ্ছে।এ কথা শুনে টয়া চুপচাপ বসে রইলো। জোভান চলে গেলো।হঠাৎ করে বৃষ্টি এলো কিন্তু টয়া চুপচাপ বসে বৃষ্টিতে ভিজতে লাগলো।

এখন কি হবে টয়ার?? জোভানের এমন কথায় খুব ভেঙ্গে গেলো টয়া। টয়া কি তবে জোভানকে নিজের করে পাবে না?? জোভানকে ছেড়ে টয়া কি করে থাকবে?? জোভান কি পারবে টয়াকে ফেলে অন্য কোন মেয়েকে বিয়ে করতে এসব জানতে হলে নাটকটি আপনাদের দেখতে হবে।নাটকটি দেখে আামার ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।

আমার মতামত



এই নাটকটি দেখে আামার ভালো লেগেছে এজন্য যে জোভান টয়াকে খুব সুন্দরভাবে জবাব দিতে পেরেছিল বলে।আসলে একজন মেয়ের দেখতে আসা ছেলেকে পছন্দ নাই বা হতে পারে। এজন্য সবার সামনে বসে টয়ার অপছন্দের কথাটা বলা মোটেও ঠিক ছিল না।তবে পরে যখন জোভান টয়াকে বিয়ে করবে না বলেছিল এটা খুব ভালো লেগেছিল। ছেলেদের আসলে এমন হওয়াই উচিত।ব্যক্তিত্ববান ছেলে সবাই পছন্দ করে।তাই জোভানের কথাগুলো বেশ ভালো লেগেছিল।যদিও পরে বৃষ্টিতে ভিজে বাসায় গিয়ে জোভান ও জোভানের পরিবারকে টয়া দেখতে পায় তখন প্রথমে বিশ্বাস হচ্ছিল না।পরে সত্যি দেখে খুব ভালো লাগে টয়ার। এরপর জোভান বলে এরপর থেকে বৃষ্টিতে ভিজলে দুজন মিলে ভিজবে।টয়া যাতে একা না ভিজে।এরপর আংটি পরিয়ে এখানেই শেষ করে।নাটকটি ভালো ই লেগেছে।আশাকরি আপনাদের কাছে ও নাটকটি ভালো লাগবে।তবে আর দেরি কেন।নাটকের লিংকটি নীচে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন।

রেটিং


পরিচালনা
কাহিনী
অভিনয়

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা। আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (2).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

Sort:  
 8 months ago 

মাঝে মাঝে নাটক দেখতে বেশ ভালো লাগে। আমাদের দেশের অনেক নাটকে বেশ সুন্দর গল্প থাকে। যা দেখতে বেশ ভালো লাগে। আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে বেশ সুন্দর একটি নাটক। বেশ সুন্দর করে নাটকের রিভিউ করেছেন। সময় পেলে দেখব নাটকটি।

 8 months ago 

জোভানের অভিনীত নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনি যেভাবে রিভিউ দিয়েছেন যা পড়ে বুঝতে পারলাম নাটকটি খুবই সুন্দর। আপনার দেওয়া রিভিউটা পড়ে নাটক দেখার প্রতি আগ্রহ জাগলো। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জোভানের নাটক গুলো অসাধারণ হচ্ছে।তার নাটক গুলো আমার কাছে দারুণ লাগে। তবে এই নাটকটি আমি এখনো দেখি নাই। আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর। সময় পেলে নাটকটি দেখে নিবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করার জন্য।

 8 months ago 
 8 months ago 

শেষ বিকেলের বৃষ্টি নাটকটার রিভিউ আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। জোভান দয়াকে আসলেই সুন্দরভাবে জবাবটা দিয়েছিল। এবং এই বিষয়টা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এটা আমিও মনে করি ছেলেদের এরকমটা হওয়া উচিত। তবে শেষ পর্যন্ত তারা দুইজন একসাথে হয়েছিল দেখছি। এবং আংটি পরিয়ে তারপরে নাটকটা শেষ হয়। সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব এই নাটকটা।

 8 months ago 

বাহ্ সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট আপনি শেয়ার করেছেন আপু।আর বিস্তারিত বর্ণনা করেছেন যেটা দেখে নাটকের গল্পটি ভালো করে জেনে নিলাম।সময় করে দেখে নিব।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62