Diy পোস্ট -- ❣️ তেজপাতা,দারচিনি ও লং দিয়ে একটি ওয়ালমেট "

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি
পোস্ট নিয়ে।আজকে আমি তেজপাতা,দারচিনি ও লং দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

তেজপাতা,দারচিনি ও লং দিয়ে একটি ওয়ালমেটঃ


CollageMaker_202312921350758.jpg

20231209_205647.jpg

20231209_205624.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি তেজপাতা,দারচিনি ও লং দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই ওয়ালমেটটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ ও সাদা কাগজ
২. গ্লু
৩.শক্ত কাগজ
৪.কেঁচি
৫.তেজপাতা,দারচিনি ও লং
৬.শুকনা মরিচ

20231209_200020.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231209_200258.jpg

20231209_200953.jpg

প্রথমে শক্ত কাগজের উপর সাদা কাগজ গ্লু দিয়ে আটকে নিলাম।এরপর কালো কাগজ কেটে কেটে কিনারে আটকে নিলাম।

ধাপ-২


20231209_201228.jpg

20231209_201452.jpg

20231209_201539.jpg

এরপর দারচিনি টুকরো করে ডালের মতো গ্লু দিয়ে আটকে নিয়েছি।

ধাপ-৩


20231209_201720.jpg

20231209_203327.jpg

20231209_203351.jpg

20231209_203606.jpg

এরপর পাখির লেজ ও ডানা গ্লু দিয়ে আটকে নিলাম।এবার শুকনা মরিচের কিছু অংশ কেটে ঠোঁট বানিয়ে নিলাম।

ধাপ-৪


20231209_203620.jpg

20231209_204051.jpg

লং দিয়ে পা আর কালো সাইন পেন দিয়ে চোখ এঁকে নিলাম।

ধাপ-৫


20231209_204314.jpg

20231209_205136.jpg

এবার তেজপাতা দিয়ে পাতা কেটে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

উপস্থাপন


20231209_205653.jpg

20231209_205624.jpg

20231209_205302.jpg

আজ আর নয়।ওয়ালমেটটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 8 months ago 

পোষ্টের ভিন্নতা আনার জন্য আপনি দারুণ একটি আইডিয়া আজকে শেয়ার করেছেন আপু। যাস্ট ওয়াও! তেজপাতা, দারচিনি, লং তো আমরা প্রতিদিন ব্যবহার করি। তবে সেগুলো দিয়ে এমন দারুণ একটি ওয়ালমেট বানিয়েছেন। বেশ দারুণ হয়েছে কিন্তু আপু! খুবই সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আপনি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অনেক ধন্যবাদ দিদি।

 8 months ago 

হায়রে কপাল! রান্না ঘরের মসলাকেও ক্রেয়েটিভিটির কাজে লাগিয়ে দিলেন শেষে?মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। আপনি তো দেখছি ক্রেয়েটিভিটির বন্যা বসিয়ে দিবেন। আমার কাছে কিন্তু দারুন লেগেছে আইডিয়াটা। দারুন করে বানিয়েছেন দেখছি। আবার সুন্দর উপস্থাপনাও করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 8 months ago 

হে আপু চেষ্টা করলাম করার।ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।

 8 months ago 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। তেজপাতা এবং দারচিনি দিয়ে আপনি যেভাবে ওয়ালমেট তৈরি করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 8 months ago 
 8 months ago 

আপনার এত সুন্দর একটি ডাই পোস্ট দেখে আমি অবাক হয়ে গেছি আপু। তেজপাতা দারচিনি এবং লং দিয়ে কত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু আমি তো চোখই ফেরাতে পারছি না। খুব ভালো লাগলো আপনার করা ডাই পোস্টটি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অনেক ভালো লাগলো মন্তব্য টি পড়ে। ধন্যবাদ আপু আপনাকে।

 8 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তেজপাতা দারচিনি ও লং দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে। আসলে একজন ক্রিয়েটিভ মানুষের হাতের কাজ দেখলে বোঝা যায়। আপনার কাছ থেকে ইউনিক একটা পোস্ট দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দিয়ে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার ইউনিক চিন্তাধারা সত্যিই অবাক করে দিলো আমাকে ৷ আসলেই আপু এটা দারুণ হয়েছে ৷ তেজপাতা,দারচিনি ও লং দিয়ে এতো সুন্দর কিছু তৈরি করা সম্ভব তা আপনার এই পোস্ট না দেখলে কখনোই জানতাম না ৷ অনেক সুন্দর হয়েছে আপু ওয়ালমেট টি ৷ ভীষণ ভালো লাগলো আমার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এতো সুন্দর দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করা জন্য ৷ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য , আশা করি আপনার মাধ্যমে আরো ইউনিক কিছু দেখার সৌভাগ্য হবে ৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

ওয়ালমেট টা দেখতে অসাধারণ হয়েছে।এটা দেখে আমি অবাক হয়ে গেছি। আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

বাহ আইডিয়াটা দারুন ছিল আপু। তেজপাতা,দারচিনি ও লং দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । একটি পাখি গাছের ডালে বসে আছে সেই দৃশ্যটি আপনার এই ধরনের কর্মকাণ্ডে ভালোই উপভোগ করলাম। চিন্তাশীল মানুষ ছাড়া এই ধরনের কিছু তৈরি করা সম্ভব নয়। সেটাই আপনি করেছেন যেটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

অসাধারণ সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। মসলা সামগ্রী দিয়ে যে এতো সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করা যায় সেটা আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম ও শিখতে পারলাম। পাখিটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার সেই ডাই পোস্টের তিন নাম্বার এবং চার নাম্বার ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ডায়েট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43