নাটক রিভিউ -- 💕 " প্রণয় " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


হ্যালো, প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


কেমন আছেন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি বাংলাদেশে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।


Screenshot_20230723-100954_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

নাটকের গুরুত্বপূর্ন তথ্য সমুহঃ

নামপ্রণয়
রচনানাসির খান
পরিচালনাপথিক সাধন
দৈর্ঘ্য৪৬.৩৮মিনিট
অভিনয়েইয়াশ রোহান, তটিনী
মুক্তির তারিখ২ রা জুলাই ২০২৩ ইং
ধরননাটক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ


কাহিনী সার সংক্ষেপ


নাটকটির প্রথম দৃশ্যে দেখা যাবে রেল স্টেশনে দাঁড়িয়ে ইয়াশ রোহান একটু পর পর পানি খাচ্ছিল আর ট্রেন আসছে কিনা তাকিয়ে দেখছিলো।এটা ফলো করছিলো স্টেশনে বসে থাকা একজন আগন্তক।সেই মানুষটি কৌতুহল বশত ইয়াশের কাছে আসে।এসে জানতে চায় তিনি কেন পানি খাচ্ছেন আর ট্রেন আসার পথে তাকাচ্ছেন।তখন ইয়াশ সেই আগন্তককে বলেন,সে কি গোয়েন্দার লোক কিনা। তখন আগন্তক বলেন তিনি একজন সাধারন মানুষ।চাইলে ইয়াশ তার সমস্যার কথা সেই আগন্তক লোকটিকে জানাতে পারেন।

Screenshot_20230723-104437_YouTube.jpg

Screenshot_20230723-104424_YouTube.jpg

Screenshot_20230723-103510_YouTube.jpg

Screenshot_20230723-103504_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

তখন ইয়াশ লোকটিকে তার সমস্যার কথা বলার আগে লোকটি তার নিজের সমস্যার কথা বলে যাচ্ছিল।সেই লোকটি একটি মেয়েকে ভালোবেসেছিল।সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে বিয়েও করেছিল।কিন্তু কিছুদিন না যেতেই মেয়ের বাবা খবর পেয়ে মেয়েকে নিয়ে যায় আর লোকটিকে জেলে দিয়ে দেয়।লোকটি ৬ মাস জেল খাটে।একথা শুনে ইয়াশ তার নিজের সমস্যার কথা বলতে কিছুটা সাহস পায়।লোকটিকে বলে সে নিজেও একটি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে।মেয়েটি ওয়েটিং রুমে বসা।ইয়াশ জানতে চাইলো লোকটির কাছে ভালোবাসলে কি জেল খাটতে হয়।লোকটি তখন বলে উঠে সবাই তো আর এক রকম নয়।লোকটিকে তখন ইয়াশ তার গল্প শুনাতে শুরু করলো।লোকটি ইয়াশ আর সেই মেয়েটির সাথে পরিচয়ের গল্পটি শুনতে বেশ আনন্দ পাচ্ছিল।

Screenshot_20230723-103524_YouTube.jpg

Screenshot_20230723-103534_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

ইয়াশ আর লোকটি চা খেতে খেতে গল্প করছিলো।ইয়াশ তার আর মেয়েটির পরিচয়ের গল্পটি বলতে শুরু করলো।ইয়াশ পুরোনো বই কিনে পড়ে। নতুন বই কেনা সম্ভব নয়।তাই ইয়াশ সমরেশ মজুমদারের একটি উপন্যাস কিনে তার শেষের পাতায় একটি ছোট কবিতা লেখা ছিল। আর লেখা ছিল পরের লাইনগুলো কেউ পারলে জানাবেন।কবিতার নীচে ফোন নাম্বার দিয়ে লেখা ছিল ওই নাম্বারে যেনো কেউ এস এম এস করে জানায়।ইয়াশ খুব মজা পায় ব্যাপারটি।ফোন নাম্বার দেয়া মানুষটি কি ছেলে না মেয়ে কিছুই তার জানা নেই।ইয়াশ ঔই নাম্বারে এস এম এস এ কবিতার বাকি অংশ না লিখে কল দিলো।ফোন দেয়ার পর ওপাশ থেকে মেয়ের কন্ঠ শোনা গেলো।ইয়াশ সব বলল মেয়েটিকে।সে ওই পুরোনো বই থেকে নাম্বার পেয়ে কল দিয়েছে।তার লিখতে ভালো লাগেনি তাই কল দিয়ে বাকি কবিতা শোনাতে চাইলো।মেয়েটি অবাক হলো এতো দিন আগের লেখা আর এতো দিন পর কেউ কবিতা শুনাতে এলো। মেয়েটি শুনবে না বলে না করে দিল।

Screenshot_20230723-103554_YouTube.jpg

Screenshot_20230723-103630_YouTube.jpg

Screenshot_20230723-103702_YouTube.jpg

Screenshot_20230723-103720_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

মেয়েটি পরে ফোন দেয় ইয়াশকে।ফোন করে বলে তার কবিতা না শুনে ফোন রেখে দেয়া অভদ্রতা হয়েছে।এরপর ইয়াশ কবিতা শুনাতে থাকে।আর এভাবে ই তাদের মধ্যে পরিচয়ের সূত্রপাত ঘটে।যদিও মেয়েটি ঢাকায় আর ইয়াশ থাকে বগুড়াতে।তাদের কথা চলতে থাকে। আর দুজন দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে।

Screenshot_20230723-103736_YouTube.jpg

Screenshot_20230723-103728_YouTube.jpg

এভাবে কথায় কথায় দুজন দুজনের প্রতি খুব আকৃষ্ট হয়ে যায়।ইয়াশ একদিন বলে সে ঢাকা আসবে মেয়েটি অর্থাৎ তটিনীর সাথে দেখা করতে।এরপর দুজন দুজনকে প্রথম দেখে।ইয়াশ তটিনীর জন্য প্রথম দেখার দিন সুনীল গঙ্গোপাধ্যায়ের সোনালী দুঃখ বইটি নিয়ে আসে।তটিনী ভীষণ খুশী হয়ে যায় বই পেয়ে।এভাবে ই তাদের দুজনের দিন কেটে যাচ্ছিল।কিছু দিন পর পরই ইয়াশ তটিনীর সাথে দেখা করতে ঢাকায় আসে।একদিন ইয়াশ বৃষ্টিতে ভিজে যায়। তখন তটিনী তাকে শপে নিয়ে টিশার্ট কিনে দেয়।এভাবেই মিষ্টি গল্পে তাদের জীবন কেটে যাচ্ছিল।

Screenshot_20230723-103827_YouTube.jpg

Screenshot_20230723-103922_YouTube.jpg

Screenshot_20230723-103846_YouTube.jpg

Screenshot_20230723-103929_YouTube.jpg

তারা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না। এমন একটা অবস্থা দুজনের মধ্যে তৈরি হয়েছিল।যখনই ইয়াশ দেখা করতে আসে যাওয়ার সময় তার মনটা ভীষণ খারাপ হয়ে যেতো।

Screenshot_20230723-103952_YouTube.jpg

Screenshot_20230723-104003_YouTube.jpg

Screenshot_20230723-104011_YouTube.jpg

Screenshot_20230723-104033_YouTube.jpg

Screenshot_20230723-104042_YouTube.jpg

Screenshot_20230723-104052_YouTube.jpg

এসব শুনে লোকটি বুঝতে পারলো তাদের দুজনের ভালোবাসা মধ্যে কোন ঝামেলা নেই।লোকটি তখন তাদেরকে বলল,তোমরা চাইলে আমার বাসায় যেতে পারো, কোন ঝামেলা হবে না। তখন ইয়াশ তটিনীকে জিজ্ঞেস করলো যাবে নাকি?? তটিনী যেতে রাজী হলো।তখন তারা তিনজন বাসে চড়ে বসলো।লোকটি আসলে কে?? লোকটির কাছে ওরা দুজন কি নিরাপদ?? নতুন কোন বিপদ কি ওরা নিজেরাই ডেকে আনলো?? শেষ পর্যন্ত ওরা দুজন কি ভালোবাসার ঘর বাঁধতে পারবে?? এতো এতো প্রশ্নের উত্তর জানতে হলে নাটকটি আপনাদেরকে দেখতে হবে। দেখলেই সব উত্তর আপনাদের জানা হয়ে যাবে।

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

আমার মতামত


এই নাটকটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে।সচরাচর প্রেমের মতো এই গল্পের প্রেম নয়।দুজনের না দেখেই প্রেম হয়।আর তাদের ভালোবাসাটা টলটলে পানির মতো লেগেছে আমার কাছে।খুব স্বচ্ছ ছিলো তাদের দুজনের ভালোবাসা।দুজনের অভিনয় ও খুব ভালো ছিল।তাদের এই না দেখা ভালোবাসা। আর দূরত্ব কোন বাঁধা হয়েই আসেনি।দুজনের মধ্যে কোন ভুল বুঝাবুঝির ও কিছু ঘটেনি।আমার কাছে নাটকটি খুব ভালো লাগলো।আসলে ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত।এমন ভালোবাসাই আমাদের সমাজে দরকার।না দেখে ভালোবাসার প্রতি অনেক বেশী আকর্ষন থাকে।আশাকরি আমার এই রিভিউ পড়ে আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে।

রেটিং


পরিচালনা
কাহিনী
অভিনয়



বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


শ্রেনিনাটক রিভিউ
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা


আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 
 last year 

তটিনী বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। আমার খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। আজকাল উনার নাটক গুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তবে এই নাটকটি এখনো দেখা হয়নি আপু। সময় পেলে অবশ্যই দেখে নেব। আপনি খুব সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

হে আপু দুজনের অভিনয় বেশ ভালো।ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

সময়ের জনপ্রিয় নাটকের নায়ক ইয়াস রোহান। তার অভিনয় আমার কাছে খুবই চমৎকার লাগে।তার অভিনীত অনেকগুলো নাটক দেখেছি তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। আশা করি সময় মতো দেখে নেব।

 last year 

ইয়াশ রোহানের অভিনয় আমারও খুব ভালো লাগে।ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33