DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিন এর অরিগামি || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই ??

আমি @shimulakter


"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।


রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিনের অরিগামিঃ


CollageMaker_202372123419908.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,বাঙালি মানেই কিন্তু আতিথিয়তায় সেরা।এরা একদিকে যেমন ভোজন রসিক তেমনি অন্যদিকে অতিথি আপ্যায়নে সেরা।আর তাই অতিথিদের জন্য সুন্দর একটি টেবিল আমরা সবাই খুব পছন্দ করি।আর তাইতো আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দর ন্যাপকিনের অরিগামি নিয়ে হাজির হলাম।আপনারা চাইলে রুমাল অথবা টিস্যু দিয়ে করে নিতে পারেন।আমি আজ রঙিন কাগজ দিয়ে ন্যাপকিনের অরিগামিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।তবে চলুন দেখে নেই আমি কি কি উপকরন ব্যবহার করেছি।

প্রয়োজনীয় উপকরনঃ


১. রঙিন কাগজ।
২.প্লেট
৩.কাটা চামচ
৪.চামচ
৫.গ্লু

20230721_213808.jpg

20230722_095041.jpg

20230722_121627.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230721_213809.jpg

BeautyPlus_20230721213942935_save.jpg

প্রথমে কাগজটিকে লম্বালম্বিভাবে দুই ভাঁজ করে নলাম।এরপর দুই পাশ থেকে টেনে দুই ভাঁজ করে নিলাম।

ধাপ-২


BeautyPlus_20230721214149967_save.jpg

এরপর কাগজটিকে খুলে নিয়ে একবার এপাশে একবার অন্য পাশে এভাবে ছোট ছোট ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩


BeautyPlus_20230721214235114_save.jpg

BeautyPlus_20230721214422727_save.jpg

20230721_214859.jpg

কাগজের একপাশে ছবির মতো করে ভাঁজ ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


BeautyPlus_20230721214235114_save.jpg

20230721_215554.jpg

উল্টা পাশেও এভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-৫


BeautyPlus_20230722095140454_save.jpg

BeautyPlus_20230722095154762_save.jpg

দুটি পাশ ই ভাঁজ করে নিলাম।

ধাপ-৬


BeautyPlus_20230722095340496_save.jpg

BeautyPlus_20230722095309211_save.jpg

20230722_095440.jpg

এবার খুলে নেবো ডিজাইনটি।এখানে লক্ষ্যনীয় একটি বিষয় হচ্ছে আপনি যখন কোন রুমাল বা কাপড়ের টুকরো কিংবা টিস্যু দিয়ে ডিজাইনটি করবেন তখন ডিজাইনটি খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আমি যেহেতু রঙিন কাগজ দিয়ে করেছি তাই ডিজাইনটি করতে আমি এক পাশে আঠা লাগিয়ে দুপাশ আটকে নেবো।

উপস্থাপন


20230722_095809.jpg


20230722_095659.jpg


20230721_220247.jpg

20230721_220627.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বানানো ন্যাপকিন আপনাদের কাছে ভাল লেগেছে।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


আমার পরিচয়

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

🌷ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিন অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ন্যাপকিন অরিগামি তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার তৈরি করার রঙিন কাগজের অরিগামি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। রঙিন কাগজের অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনাকে ও অনেক ধন্যবাদ।

 last year 
 last year 

রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিন এর অরিগামি অনেক সুন্দর হয়েছে। দেখে মুক্ত হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন, যা ছিল অসাধারণ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিন এর অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ন্যাপকিনের অরিগামী তৈরি করেছেন। এই ন্যাপকিন তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

আমাকে আবার আপু টেবিলে খাবার দেওয়ার আগে এত কিছু সাজিয়ে দেওয়ার দরকার নেই। আমার শুধু খাবার হলেই হল। হা হা হা... যাইহোক অরিগামি এটা একটু সিম্পিল হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আপু।

 last year 

টেবিল সাজিয়ে রাখলে খাবারের আকর্ষন অনেকটা ই বৃদ্ধি পায়।আর যার জন্য খাবার দেয়া হয় তার নিজের মধ্যে খুব সম্মানিত একটা ফিল আসে।ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

ন্যাপকিন এর অরিগামিটি খুবই সুন্দর হয়েছে আপু। যদিও এই জিনিশটি আমি চিনিনা একদমই। তবে মনে আপনার তৈরি করার ধাপ গুলো দেখে ভালোই লাগলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য অনেক অনেক।

 last year 

ন্যাপকিন কেন চিনবেন না চাইনিজ খেতে গেলে বা বড় বড় রেস্টুরেন্টে টিস্যু বা রুমাল সাজিয়ে দেয়, এটা তাই।আমি রঙিন কাগজ দিয়ে করেছি।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছি দেখানোর চেষ্টা করেছেন। আপনার এই সুন্দর একটি কাজ দেখে আমি মুগ্ধ হয়েছে। খুবই ভালো লাগলো রঙ্গিন কাগজের এই সুন্দর একটি দৃশ্য দেখতে পারে

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33