🌼 আলপনা আর্ট -- প্রথম প্রচেষ্টা | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আলপনা আর্টঃ



WhatsApp Image 2023-02-16 at 3.49.34 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমি @shimulakter,।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।সপ্তাহে প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে প্রথম একটি আলপনা আর্ট নিয়ে হাজির হলাম।যখন ক্লাস সিক্স এ পড়তাম তখন ছোট ছোট কাগজ কেটে তার মধ্যে আলপনা এঁকে এঁকে নিজের রুমের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দিতাম।আম্মু কিছু বলতো না,দেয়াল নষ্ট হয়ে যাবে এসব আরকি।যাই হোক তখন খুব ঝোঁক নিয়ে আঁকতাম। এরপর যখন ক্লাস টেন এ উঠি তখন ঝোঁক হল বই পড়ার।যখন যে রাইটার এর বই পেতাম পড়তে শুরু করতাম।তবে এটা ঠিক পড়তে মজা না পেলে সেই বই পড়তাম না। কিছু পড়ে রেখে অন্য বই পড়তাম। এভাবে বয়সের সাথে সাথে আমার ভালো লাগা ও চেঞ্জ হল।লেখাপড়ার বিষয়ে আঁকা আঁকি করলে ও আলপনা আঁকা আর আমার হয়ে উঠেনি। আজকে "আমার বাংলা ব্লগ" এর সুবাদে সেই আঁকার চর্চাটা শুরু করলাম।এর সাথে সাথে আমার পোস্টের ভিন্নতাও হল,কি বলেন ? ঠিক বলেছি ত ?

প্রয়োজনীয় উপকরনঃ



১. সাদা কাগজ।
২.পেন্সিল ।
৩.কম্পাস
৪.জেল পেন

WhatsApp Image 2023-02-16 at 3.49.54 PM.jpeg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


WhatsApp Image 2023-02-16 at 3.50.03 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.11.18 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.11.22 PM.jpeg

প্রথমে পর পর তিনটা বৃত্ত এঁকে নিলাম।এরপর মাঝের ঘরটিতে দাগ কেটে বৃত্তটাকে ভরাট করে নিলাম।

ধাপ -- ২


WhatsApp Image 2023-02-16 at 4.11.28 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.11.38 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.11.43 PM.jpeg

এরপর একটি ফুল এঁকে নিলাম।ফুলের পাপড়ির এক পাশে গাঢ় করে এঁকে নিলাম।এরপর ফুলের উপরে আরও দুইটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ -- ৩


WhatsApp Image 2023-02-16 at 4.12.06 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.12.09 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.12.22 PM.jpeg

এবার বৃত্তর উপরে আটটি দাগ টেনে নিলাম। আর দাগ ধরে ধরে বড় বড় পাতা এঁকে নিলাম।পাতার ভেতর আবার ছোট ছোট ডিজাইন করে নিলাম।

ধাপ -- ৪


WhatsApp Image 2023-02-16 at 4.13.48 PM.jpeg

এরপর পাতার উপর ছোট ছোট দাগ টেনে নিলাম।আর পাতার ভেতর ছোট ডিজাইনটি গাঢ় করে এঁকে নিলাম।

ধাপ -- ৫


WhatsApp Image 2023-02-16 at 4.14.23 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.14.40 PM.jpeg

এবার মাঝের বৃত্তে ছোট ছোট পাতা এঁকে নিলাম। এরপর তা ভরাট করে দিলাম।

ধাপ -- ৬


WhatsApp Image 2023-02-16 at 4.52.10 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.14.57 PM.jpeg

মাঝের বৃত্তটিতে এস এর মত লিখে ডিজাইন করে নিলাম।আঁকা শেষ তাই নিজের নামটি লিখে দিলাম।

উপস্থাপনাঃ


WhatsApp Image 2023-02-16 at 4.16.26 PM.jpeg

WhatsApp Image 2023-02-16 at 4.16.17 PM.jpeg

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - SamsungA20
ফটোগ্রাফার - @shimulakter
স্থান -ঢাকা

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আজকের আর্ট এ পর্যন্তই।আলপনা আর্ট আজ প্রথম করলাম,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর কেমন লাগল তা কমেন্টে অবশ্যই জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLr.png

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbL3BQK2d4MRSkYfFSuSoHcXZKFSMwYJg4LaqA4SpKLErmCJZE2sTHYonJoSYU6y4vTX8gMiBEc9sPuRAK216H2zGnh3z3F5hpXySKb54PDakq1s13hvsqJiGy9EStont4qHf4JTHd86935ekAabg8z2WTNgKm86S7TYiCtEhKw.png

Sort:  
 last year 

প্রথম হলেও আপু বেশ দারুন এঁকেছেন।ছোট বেলায় ও আমি ও ছোট ছোট কাগজে আল্পনা আর্ট করতাম।আমি আগেও বই পড়তাম তবে শুধুমাএ হুমায়ুন আহমেদের বইগুলো পড়তাম।যাই হোক আপনার আলপনা আর্ট দারুণ হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

বেশ ভাল হয়েছে প্রথম প্রচেস্টা হিসাবে। কিছু কিছু জায়গায় এক্টু হেরফের হয়েছে। কিন্তু পরবর্তিতে আরও ভাল হবে আশাকরি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

চেষ্টা করছি আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

ছোটবেলায় আমিও এভাবে আলপনা তৈরি করে ঘরে সাজিয়ে রাখতাম। আর কাগজের উপর করা আর্টটি দেখতে ভালো লাগতো। আপনি প্রথমবার এটা করেছেন দেখে ভালো লাগলো। প্রথমবারেই কিন্তু বেশ সফল হয়েছেন আপু। মনে হচ্ছে যেন এর আগেও অনেকবার করেছেন। আসলে সবার মাঝে যে প্রতিভা থাকে সেগুলো হয়তো বিকাশ করা হয়ে ওঠেনা। আশা করছি এবার থেকে নতুন নতুন আর্ট দেখতে পাবো। শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আপনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য সহকারে অনেক সময় ব্যবহার করে খুবই চমৎকার একটি আলপনা আর্ট করেছেন। আমার কাছে এরকম নিখুঁত নিখুত আর্টগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এমনিতে এরকম আর্টগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু সময় দিয়ে যেকোনো কাজ করলে শেষে দেখতে ভীষণ ভালো লাগে। এক একটি ডিজাইন খুবই সুন্দরভাবে করেছেন আপনি। এক কথা বলতে গেলেও অসাধারণ ছিল আপনার আর্ট।

 last year 

সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

খুব ছোটবেলা থেকেই আপনি অঙ্কন করতেন এটা জেনে খুবই ভালো লাগতো আসলে বাচ্চাটা যখন ছোট থাকে তখন যদি কোন কিছু নিজেরা তৈরি করে সেটা টানিয়ে রাখতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে আপনার ক্ষেত্রেও হয়তোবা সেটাই ঘটতো। আসলে আমাদের একটা সময়ে এক একটা কিছুর প্রতি ঝোঁক চলে আসে কিন্তু সময় অতিবাহিত হবার সাথে সাথে সেটা হারিয়ে যায়। যাইহোক অবশেষে খুবই সুন্দর একটি আলপনা অঙ্কন করে আমাদের মত শেয়ার করেছেন প্রথমবার এই আপনি একদম বাজিমাত করে দিয়েছেন।

 last year 

এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধাপে ধাপে আপনি একটি দারুন আলপনা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মানুষ চাইলে অনেক কিছু করে দেখাতে পারে। হয়তো প্রথমত অনেক প্রচেষ্টা থাকতে হবে এরপরে নিজের সু দক্ষতা ফুটিয়ে তোলা সম্ভব। আপনার এই আলপনা আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি এবং জানতে পারলাম আপনি সত্যিই খুবই সুন্দর দক্ষতা সম্পন্ন আর্টিস্ট।

 last year 

আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44