লেভেল - ২ থেকে আমার অর্জন - By@shimulakter|| 10% shy-fox 5% abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

“আমার বাংলা ব্লগ “ এর ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভাল আছেন । আমিও আপনাদের শুভকামনায় অনেক ভাল আছি ।আমি লেভেল ২ এর ক্লাস শেষ করে ভাইবা দিয়ে পাশ করেছি ।আজ আমি আমার বাংলা ব্লগের লেভেল ২ এর পরীক্ষা দিতে যাচ্ছি । আমার জন্য সবাই দোয়া করবেন । আমি যেন , খুব ভালভাবে আমার পরীক্ষা শেষ করতে পারি ।

WhatsApp Image 2022-07-03 at 6.43.47 PM.jpeg

পরীক্ষাঃ লেভেল ২ থেকে আমার অর্জন।

প্রশ্নপত্রঃ

প্রশ্নঃ Posting key এর কাজ কি ?i

উত্তরঃ সোশ্যাল একটিভিটির জন্য কেবলমাত্র এই কী ব্যবহার করতে পারবেন । আপনি পোষ্ট,কমেন্ট,ভোট দেওয়ার মত কাজ গুলি এই কী দিয়ে করতে পারবেন । এছাড়া এই কী দিয়ে আর কি কি কাজ করতে পারবেন তা নীচে দেয়া হলঃ

১। পোস্ট ও কমেন্ট করা ।

২।পোস্ট ও কমেন্ট এডিট করা ।

৩। আপভোট ও ডাউনভোট দেয়া ।

৪। কোন পোস্ট রিস্টিম (Resteem ) করা ।

৫। কাউকে ফলো ও আনফলো করা ।

৬। কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা ।

প্রশ্নঃ Active key এর কাজ কি ?

উওরঃ আর্থিক কাজ করতে হলে ,আপনার এই কী কাজে লাগবে । আপনি যদি কোন লেনদেন করতে চান তাহলে এই কী আপনার অবশ্যই কাজে লাগবে ।এই কী হ্যাক হয়ে গেলে তা দিয়ে খুব সহজেই একাউন্ট থেকে সব লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফার করে নিতে পারবে । তাই এই কী যত্ন সহকারে সংরক্ষন করা উচিত । একটিভ কী দিয়ে যেসব কাজ করা যায় তা নিম্নে উল্লেখ করা হলোঃ

১। ট্রান্সফারের কাজ করা যায় ।

২। SBD ও Steem কনভার্সন করা যায় ।

৩। পাওয়ার আপ ও ডাউন করা যায় ।

৪। এক্সচেঞ্জ সাইটে কেনা বেচার অর্ডার করা যায় ।

৫। উইটনেস ভোট দেয়া যায় ।

৬। নতুন ইউজার তৈরি করা যায় ।

৭। প্রোফাইলের তথ্য পরিবর্তন ।

প্রশ্নঃ Owner key এর কাজ কি ?

উত্তরঃওনার কী এক ধরনের মালিকানা সংক্রান্ত কী । এই কী যার কাছে থাকবে ,সেই কিন্তু একাউন্টের মালিক দাবি করতে পারবে ।তাই এই কী অনেকটাই সেনসিটিভ । তাই উচিত এটাকে আলাদা ভাবে যত্ন করে কোথাও লিখে রাখা । এই কী দিয়ে আর কি কি কাজ করা যায় তা নিচে দেয়া হল -
১। ওনার ,অ্যাক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবেন ।
২। একাউন্ট রিকভার করতে পারবেন ।
৩।ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন ।

প্রশ্নঃ Memo key এর কাজ কি ?

উত্তরঃ মেমো কী এর কাজ নিম্নে দেয়া হলঃ

১।এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে ।

২।এনক্রিপ্ট করা মেসেজ দেখতে ব্যবহার করা হয় ।

প্রশ্নঃMaster password এর কাজ কি?

উত্তরঃমাস্টার পাসওয়ার্ড আপনার একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যেটি আপনি একাউন্ট খোলার সময় পেয়ে থাকেন । আপনার মাস্টার পাসওয়ার্ড কখনও কাউকে দেবেন না । মাস্টার পাসওয়ার্ডের ওপর ভিত্তি করে পোস্টিং , ওনার ও অ্যাক্টিভ কী তৈরি হয়েছে ।এই কী আমাদের একাউন্ট রিকভার এর কাজে প্রয়োজন হবে ।

প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষন করার জন্য আপনার প্লান কি ?

উত্তরঃ Master password নিরাপদে সংরক্ষন করতে যা যা করব তা হল খাতা ,ডাইরিতে লিখে রাখব ,পাসওয়ার্ডগুলো প্রিন্ট করে রাখব ও গুগোল ড্রাইভে সংরক্ষন করব ।

প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরি ?

উত্তরঃ পাওয়ার আপ অর্থ শক্তি বৃ্দ্ধি করা । যার যত বেশি পাওয়ার থাকবে সে তত বেশি ভোটং রিওয়ার্ড অর্জন করতে পারবে । একাউন্টের পাসওয়ার্ড বা কী চুরি হয়ে গেলে যদি একাউন্টে লিকুইড স্টিম থাকে তাহলে তা খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন । কিন্তু যদি পাওয়ার আপ করা থাকে তাহলে যেহেতু পাওয়ার ডাউন দিতে ২৮ দিন সময় লাগে তাই স্টিম হারানোর ভয় থাকে না ।

প্রশ্নঃ পাওয়ার আপ প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?

উত্তরঃ স্টিম ওয়ালেটে গিয়ে যেখানে স্টিম গুলি থাকে তার পাশে যে ড্রপ ডাউন মেনু থাকে সেখানে ক্লিক করে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে যে পেইজ টি চালু হবে তাতে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাওয়ার আপ করা যায় ।

প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM বা SBD উইথড্র দেয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ সেভিংসে থাকা STEEM বা SBD উইথড্র দেয়ার ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ।

প্রশ্নঃ মেমো ফিল্ডের কাজ কি ?

উত্তরঃ স্টিম বা এসবিডি ট্রান্সফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে লিকুইড পাঠাতে পারি । এছাড়া সামান্য কিছু স্টিম সেন্ড করে আমরা মেমো ফিল্ডে লিখে কারো কাছে মেসেজ পাঠাতে পারি ।

প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কত দিন পর উক্ত এস পি নিজের একাউন্টে ফেরত আসে ?

উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল হবার ৫ দিন পর এস পি নিজের একাউন্টে ফেরত আসে ।

প্রশ্নঃ ধরুন , আপনি প্রজেক্ট @Heroism কে ২০০ এস পি ডেলিগেশন করেছেন । কিছুদিন পর আরও ১০০ এস পি ডেলিগেশন করতে চান । এখন ডেলিগেশনের পরিমান লেখার সময় আপনার কত এস পি লিখতে হবে ?

উত্তরঃ আমি @Heroism কে ২০০ এস পি ডেলিগেশন করেছি । কিছুদিন পর আবার ১০০ এস পি ডেলিগেশন করতে চাই তাহলে আমাকে ডেলিগেশনের পরিমানের জায়গায় ৩০০ লিখতে হবে ।

সবশেষে এটাই বলবো, আমি লেভেল ২ থেকে যা কিছু শিখতে পেরেছি বা জেনেছি তাই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি । আশাকরি আমার পরীক্ষার এই উত্তরপত্র আশানুরূপ হয়েছে ।

সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ।

আমি শিমুল আক্তার
@shimulakter

Sort:  

আপনি লেবেল ১ পেয়েছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সামনে এগিয়ে যান দোয়া রইলো।

 2 years ago 

আপনি লেবেল টু থেকে ভালো কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে। এভাবে নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি লেভেল ২ হতে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছেন তা বোঝাই যাচ্ছে। আশা করি খুব দ্রুতই আপনি লেভেল অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবেন সেই কামনাই করে।

শুভকামনা রইল আপনার জন্য আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61297.02
ETH 2687.45
USDT 1.00
SBD 2.59