Diy পোস্ট --- ❣️" নানা রকমের মসলা দিয়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ওয়ালমেট "

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি নানান রকমের মসলা দিয়ে একটি প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ওয়ালমেট তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

নানা রকমের মসলা দিয়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ওয়ালমেটঃ


CollageMaker_202421311146973.jpg

CollageMaker_2024213123146811.jpg

IMG_20240213_105823.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।সত্যি কথা বলতে সবুজ প্রকৃতি আমার ভীষণ প্রিয়।সবুজ প্রকৃতি চোখের সামনে দেখতে যেমন ভালো লাগে।ঠিক তেমনি সবুজ প্রকৃতির ফটোগ্রাফি কিংবা যেকোনো কিছুতেই দেখতে ভীষণ ভালো লাগে। শহরে বন্দী জীবনে প্রকৃতির দেখা খুব কমই মেলে।মনের মাঝে প্রকৃতি যেনো সব সময়ই বাস করে।এরই ধারাবাহিকতা আজ একটি ডাই পোস্ট করলাম ওয়ালমেটের। আমি ঘরে থাকা কিছু মসলা দিয়ে এই ডাই পোস্টটি করেছি।চলুন আগে দেখে নিই আমার এই ওয়ালমেটটি তৈরি করতে কি কি উপকরন লেগেছিল।

প্রয়োজনীয় উপকরনঃ

১.সাদা কাগজ
২. গ্লু
৩.কেঁচি
৪.তেজপাতা
৫.দারচিনি
৬. এলাচ
৭.লবঙ্গ
৮. গোল মরিচ
৯. মৌরি

20240213_095400.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240213_095647.jpg

প্রথমে আমি সাদা কাগজের উপরে দারচিনি দিয়ে গাছ করে নিলাম।

ধাপ-২


20240213_100725.jpg

20240213_100946.jpg

তেজপাতা গুলো ছবির মতো করে এক পাশ কেটে নিয়েছি।এরপর গাছের পাতা গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৩


20240213_101315.jpg

এরপর গাছের উপরে এলাচ গুলো লাগিয়ে নিলাম।

ধাপ-৪


20240213_102037.jpg

এরপর আমি লবঙ্গ দিয়ে নদীর পাড় করে নিলাম।আর তেজপাতা কুচি ও লবঙ্গ দিয়ে সূর্য করে নিলাম।আর কিছু তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়ে নদীর ওপারে গ্রাম করে নিলাম।

ধাপ-৫


20240213_102228.jpg

20240213_102442.jpg

এবার কিছু মৌরি বিছিয়ে দিলাম গাছের পাশে। এটা মাটির কাজ করবে।আর দারচিনি দিয়ে নদীর ঘাট করে নিলাম।

ধাপ-৬


20240213_103137.jpg

20240213_104117.jpg

20240213_104110.jpg

নদীর ঘাট যখন করেছি তখন নৌকা তো লাগবে।তাই তেজপাতা কেটে নৌকা করলাম।আর লবঙ্গ দিয়ে মাঝি করে নিলাম।এরপর নদীর পানি তেজপাতা কেটে কেটে বানিয়ে নিলাম।এভাবেই আমার ওয়ালমেটটি তৈরি হয়ে গেলো।আশাকরি প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে।

উপস্থাপনা


CollageMaker_2024213105652718.jpg

photocollage_2024213105339898.jpg

CollageMaker_2024213105110437.jpg

আজ আর নয়।আমার বানানো ওয়ালমেটটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ (1).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

Sort:  
 6 months ago 

বাহ বেশি ইউনিক একটি আইডিয়া তো।মসলা দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনার নিখুঁত কাজের প্রশংসা করতে হয়। সত্যিই আপনি অনেক ধৈর্য নিয়ে এটি তৈরি করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

 6 months ago 

প্রথমত বলবো যে আপনার যে আইডিয়া সত্যি অসাধারণ ৷ নয় তো বিভিন্ন রকম মসলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য ডাই ওয়াও ৷বেশ ভালোই হয়েছে আপু ৷ আপনার এমন বুদ্ধির প্রসংশা করতেই হবে ৷
অসংখ্য ধন্যবাদ

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 6 months ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের কাজ আগে দেখিনি। কাজটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ আপু।

 6 months ago 

সত্যি আপু দারুন একটি আইডিয়া থেকে কাজটি করেছেন। একদম ইউনিক লাগলো আমার কাছে ।মসলা দিয়ে এরকম প্রাকৃতিক দৃশ্য এর আগে কখনো দেখিনি। আপনার কাছ থেকে প্রথম দেখলাম। সত্যি চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

নানা রকমের মসলা দিয়ে প্রাকৃতিক দৃশ্যের ওয়ালমেট টি অসাধারণ লাগছে আপু। এটি একদমই ভিন্ন রকমের আর্ট ছিল। বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 6 months ago 

আপু আপনাদের এ ধরনের ইউনিক ডাই পোস্ট গুলো দেখলে আসলে চোখ আটকে যায়। বিভিন্ন রকমের মশলা দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপু বিভিন্ন রকমের মসলা দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় আপনার আজকের পোস্টটি না দেখলে হয়তো জানতাম না । এক কথায় আপনার আজকের পোস্টটি আমার কাছে অসাধারণ লেগেছে।

 6 months ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

আপনার আইডিয়া দেখে সত্যিই অবাক হয়ে গেলাম আপু। প্রাকৃতিক দৃশ্যের এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে মন ভরে যাচ্ছে। মশলাপাতি দিয়ে বেশ চমৎকারভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 6 months ago 

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40