জেনারেল রাইটিং -- 💕 " সদা সত্য কথা বলিবো "

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।তাই এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

সদা সত্য কথা বলিবোঃ


hand-4600031_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (3).png

আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে চলে এলাম।আমার আজকের জেনারেল রাইটিং এর বিষয়টি হলো সদা সত্য কথা বলিবো।এই বাক্যটি কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকেই পড়ে আসছি।সকলের অন্তরেই এই বাক্যটি খুব সুন্দর ভাবেই আছে।কিন্তু সমস্যা হচ্ছে কে কতোটা একে চর্চা করে।আজ এই বিষয়টিকে নিয়েই নিজের অনুভুতির কথা আপনাদের মাঝে শেয়ার করবো। আশাকরি আপনারা ও আপনাদের মতামত তুলে ধরবেন।

দেখুন,আমরা সকলেই এটা মানি যে,ছেলেবেলা থেকে ভালো অভ্যাসগুলো করলে তা বড় হয়ে যাওয়ার পরেও নিজেদের মধ্যে সেট হয়ে যায়। সেই অভ্যাসগুলো চাইলেও আর বাদ দেয়া যায় না নিজের মধ্যে থেকে।অবশ্য কিছু ঘটনায় দুএকটি মিথ্যা বলা হলেও সত্যিকারের যে সত্যি বলার চর্চা সেটা কিন্তু ভেতরে রয়েই যায়। কিন্তু আমরা আজকাল দেখতে পাই কিন্তু তার উল্টো রুপ।মানুষ বিশেষ কোন কারনে আজকাল সত্যিটা বলে। আর চর্চা করে যায় মিথ্যার।আজকাল নানা পরিবেশের দিকে তাকালে দেখা যায় মিথ্যার উপরই যেনো পৃথিবীটা চলছে।সত্য আজ তাই মুখ থুবড়ে পরে আছে রাস্তায়।

আমরা সবাই সত্যি বলা ছেড়ে মিথ্যা কে আকড়ে ধরে আছি।আমি অনেককেই দেখেছি খুব সাধারণ সাধারণ বিষয় গুলো নিয়ে সর্বদা মিথ্যা বলে যায়।সেই মানুষগুলো নিজেদেরকে খুব চালাক মানুষ ভেবে থাকে।মিথ্যা কথা বলা মানুষ গুলো জানেই না যে তাদের বলা মিথ্যা কথা এ পাশের মানুষ গুলো বেশ বুঝতে পারছে।মিথ্যা বললে যে অন্তর কালো হয়ে যায় এটা হয়তো তারা জানেই না।একদিন মৃত্যু এসে দুনিয়ার সব বাহাদুরি যে শেষ করে দেবে সেই বিষয়ে ও তারা অন্ধ হয়ে আছে।

মিথ্যা যে একদম বলা যায় না তেমনটা নয়।একজন মানুষকে জুলুমকারীর হাত থেকে বাঁচাতে আপনি মিথ্যা বলতে পারেন।এতে আপনার পাপ নয় বরং পুন্যই হবে।কিন্তু এখন সমাজে দেখা যায় মিথ্যা বলে জুলুমকারীর আরো সুযোগ করে দেয়া হয়।আর এরই কারনে সমাজে জুলুমকারীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। জুলুমকারী কে মিথ্যা বলে কে সাপোর্ট করছে? করছি তো আমরাই। যারা কিনা ছেলেবেলা থেকে পড়ে এসেছি সদা সত্য কথা বলিবো।

সত্য কে ছেড়ে আজ আমরা অনেক দূরে। দিনের পর দিন সত্যের মৃত্যু হচ্ছে।মিথ্যার সাথে আমরা আলিঙ্গন করছি নানা ভাবে নানা কিছুতে।এতে কি দিন শেষে সুখী হওয়া যায় ?? মনে কি আত্মতৃপ্তি পাওয়া যায় ?? না না না কোনটাই পাওয়া যায় না।আর এজন্য ই দেখবেন সফলতার শীর্ষে ওঠা মানুষগুলোর মনে শান্তি নেই,সত্যিকারের সুখ নেই।

সত্যিকারের সুখী মানুষ হতে আসুন আমরা মিথ্যাকে ছেড়ে সত্যিকে আঁকড়ে ধরি।সর্বদা সত্য কথা বলার অভ্যাসটিকে ধরে রাখি।সঠিক মানুষ হয়ে বাঁচি। আত্মগ্লানিতে যেনো দিনশেষে না ভুগি।বিবেক কে জাগিয়ে রেখে কাজ করি।একজন বিবেকবান মানুষ কখনো মিথ্যার আশ্রয় নেয় না।আসুন আমরা আমাদের বিবেক কে জাগিয়ে তুলি।একজন সত্যবাদী মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করি।সবাই একসাথে বলে উঠি সদা সত্য কথা বলিবো।

আজ আর নয়।আশাকরি আমি আমরা জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।আসুন আমরা এখন থেকেই চেষ্টা করে যাই ভালো অভ্যাসটিকে আয়ত্ব করতে।এতে করেই আমাদের জীবন হবে সহজ ও সুন্দর।

পোস্ট বিবরন


বিষয়জেনারেল রাইটিং
লেখা@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (2).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

Sort:  
 8 months ago 

আপনার লেখার বিষয়টি সুন্দর। তবে এটা বলা যতটা সহজ, পালন করাটা ততটাই কঠিন।বরং দেখা যায় যারা সত্যের পথে চলে তারা ঠিকভাবে মর্যাদা পায় না কিন্তু মিথ্যার জগতে মিথ্যা দ্বারাই পরিচালিত হয় সবকিছু।কিছু ক্ষেত্রে একটি মিথ্যা অনেক ভালো কাজের সহায়ক হিসেবে কাজ করে।ভালো লিখেছেন,ধন্যবাদ আপু।

 8 months ago 
 8 months ago 

আসলে মিথ্যা পৃথিবী এখন গড়ে উঠেছে। মিথ্যা পৃথিবী হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের এই পুরো পৃথিবীটা। সদা সত্য কথা বলব কথাটা যদিও ছোটবেলা থেকে আমরা বলে আসতেছি, তবে কেউই কথাটা মানছি না। মিথ্যা বলা অনেক বড় পাপ। আমি মনে করি মিথ্যা বলা অনেক কঠিন একটা বিষয়। তবে মানুষ দেখা যায় খুব সহজেই বলে ফেলের কিন্তু এই মিথ্যা একদিন না একদিন সবার সামনে আসে বলে আমার মনে হয়। আপনি এত সুন্দর করে বাস্তবিক একটা টপিক তুলে ধরে পোস্টটা লিখেছেন দেখে ভালো লাগলো।

 8 months ago 

আজকাল মানুষ অনেকে সত্য চেড়ে মিথ্যা কথা বেশি বলে। আমি নিজেও ছোটকাল থেকে দেখতেছি অনেক মানুষ কথায় কথায় মিথ্যা বলতেছে। আগে সবাই বলতো সদা সত্য কথা বলব। আর এখন দেখি সম্পূর্ণ ভিন্ন। তবে কিছু কিছু মানুষ আজও সত্য কথা বলে। আর আজকাল সত্য মিথ্যা বোঝা অনেক কষ্টকর। যাইহোক খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যিই এই পৃথিবীটা যেন মিথ্যার উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে। আমরা নিজেরা যেমন মিথ্যা বলি তেমনি আমাদের আশেপাশের মানুষজন ও প্রতিনিয়ত কোনো না কোনো মিথ্যা বলে যাচ্ছে। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ তারপরও এই মিথ্যা কে কেন্দ্র করেই আমরা বেঁচে আছি। প্রয়োজন ছাড়া কেউ সত্য কথা বলে না। সবাই এটাই ভাবে সত্য কথা বললে বিপদে পড়তে হবে। আমরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছি।

 8 months ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজ আপনি জেনারেল রাইটিং পোস্ট করেছেন। মিথ্যা দিয়েই এখন পুরো দুনিয়া চলছে। সত্যকে ছেড়ে আজ আমরা সত্যিই অনেক দূরে। সদা সত্য কথা বলিব টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

ভালো একটি বিষয়কে সাবজেক্ট করে আজ আপনি জেনারেল রাইটিং লিখেছেন। সদা সত্য কথা বলিবো শিরোনামে জেনারেল রাইটিংটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আসলে বর্তমান বাস্তবতায় সত্য কথা বলতে হ্যাডম লাগে। আর এই হ্যাডম তৈরি হয় পরিবার থেকে। বাবা-মার ভূমিকা এক্ষেত্রে সর্বাগ্রে। বাবা-মাই হচ্ছে সন্তানের প্রথম আইডল। সৎ ও সত্যবাদী মানুষ গুলো এখন আমাদের সমাজে অচল। তারপরেও আমি আস্থা রাখি সত্যের জয় একদিন হবেই। শুভ কামনা আপনার জন্য আপু।

 8 months ago 

আপু বাস্তব একটি কথা বলেছেন। এখন আশেপাশেই দেখা যায় যে সবাই মিথ্যার উপর ভিত্তি করেই চলছে। এমনও অনেক বিষয় আছে যেটা নিয়ে অযথা মিথ্যা কথা না বললেও চলে, তারপরেও অভ্যেসের বশেই যেন মিথ্যা বলে। আর যখন দৃঢ় কন্ঠে সত্য বলার কথা, তখনও নীরব দর্শকের ভূমিকা পালন করার রেওয়াজ চলছে 😥।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু বর্তমান সমাজ শুধু মিথ্যার ওপর দিয়ে চলে। সত্যি আপু একটা মিথ্যা কথা থেকে হাজারটা মিথ্যার জন্ম নেয়। তবে মিথ্যা কথা বলে কখনো শান্তি পাওয়া যায় না। তাই আমাদের সবারই সর্বদা সত্য কথা বলা উচিত।

 8 months ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। ছোটবেলা দেখতাম সবাই সত্য কথা বলার জন্য সবাইকে বলতেন। আর এখন সত্য কথা নেই বললেই চলে শুধু মিথ্যার আশ্রয়। আর মনে হয় সত্য একদম বিলীন হয়ে যাচ্ছে। সব জায়গাতে মানুষ দোমুখি কথা বলে থাকে। এটি ঠিক বলেছেন চারপাশ তাকালে এখন মিথ্যার উপর সবাই চলতেছে। তবে এখনো সবাই ছোট বাচ্চাদের এবং নিজের সত্য কথা বলার জন্য চেষ্টা করতে হবে। খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62