ফটোগ্রাফি পোস্ট -- 🌿☘️ " আমার তোলা চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

প্রথম ফটোগ্রাফি


20230723_074546.jpg

20230723_074534.jpg

করোনা কালীন সময় একটি বছর ঘরে বন্দী ছিলাম।এরপর ছেলেকে নতুন স্কুলে দিয়ে সেই থেকে সকালে হাঁটাহাঁটির অভ্যাসটা করে নিয়েছি।শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিনই হাঁটা হয়।হাঁটাহাঁটির মাঝে সুন্দর এই ফুলটি দেখতে পাই।তাই মোবাইলে ফুলটির সৌন্দর্যকে ধরে রাখি।যদিও এই ফুলটির নাম আমার জানা নেই।আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

দ্বিতীয় ফটোগ্রাফি


20231015_123500.jpg

এই অলকানন্দা ফুলটির সাথে আমি ছেলেবেলা থেকেই খুব পরিচিত।এই ফুলটি আমার স্কুলে ছিল।তাই এই ফুলটি আমার বড্ড চেনা।এই ফুলটির ফটোগ্রাফি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে করেছিলাম।

তৃতীয় ফটোগ্রাফি


20230912_080449.jpg

20230912_075940.jpg

20230912_075928.jpg

একদিন নূর মোহাম্মদ পাবলিক স্কুলে অনেকটা সময় হেঁটেছিলাম।তখন এই পাতাবাহার গাছের সৌন্দর্য চোখে পরে।সাথে সাথেই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

চতুর্থ ফটোগ্রাফি


20230912_082841.jpg

20230912_082828.jpg

এই ফুলটি আমরা সবাই চিনি।জবা ফুল। এর ঔষধি গুনের কথা ও আমরা অনেকেই জানি।ফুলটি গাছে খুব সুন্দর লাগছিলো। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পঞ্চম ফটোগ্রাফি


20230929_104013.jpg

20230929_103932.jpg

এই ফটোগ্রাফিতে কাঁকড়া দেখতে পাচ্ছেন।কাঁকড়া আমি কখনও খাইনি। আর আমার পছন্দ ও নয়।আমি যে হাত দিয়ে ধরে রান্না করবো তেমন সাহস ও আমার হয় না আসলে।কিন্তু আমার ছেলে কাঁকড়া খাবে। তাই তার জন্য তার মামী এনেছিল।রান্না ও তার মামীই করে দিয়েছিল।আমি শুধু ফটোগ্রাফি করেছিলাম।

ষষ্ঠ ফটোগ্রাফি


20230912_084504.jpg

20230912_084448.jpg

এ হচ্ছে ঢেঁড়স ফুল।এই ফুলটির সৌন্দর্য ও কিন্তু কম নয়।তাইতো ফটোগ্রাফি করেছিলাম।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

সপ্তম ফটোগ্রাফি


BeautyPlus_20230625154808315_save.jpg

এই ফটোগ্রাফিটি আমের সিজনে তোলা।আমটি এতোটা বড় ঠিক কলার সাইজের।তাই হয়তো এই আমটির নাম ব্যানানা ম্যাঙ্গো

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার আমার তোলা চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

Sort:  
 last year 

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে বিশেষ করে আমার কাছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year (edited)

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে নাম না জানা প্রথমের ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমারও কাঁকড়া খেতে ভালো লাগতো না কিন্তু একদিন খেয়ে লোভ লেগে গিয়েছে এখন যেন প্রতিদিনই খেতে ইচ্ছা করে।

 last year 

কি জানি আমার কিন্তু দেখলে খেতে ইচ্ছে হয় না।ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

বিভিন্ন পর্যায়ের চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই বেশ ভালো লেগেছে আপনার এই ফটোগ্রাফি গুলো। যেখানে ফুলের দৃশ্য কাকড়ার দৃশ্য সহ প্রতিষ্ঠানের সামনের দৃশ্য ফুটে উঠেছে। পাশাপাশি আমের দৃশ্যটাও বাদ যায়নি,খুশি হলাম সবকিছু দেখতে পেলে।

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে জিনিসগুলোর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে আমার কাছে দ্বিতীয় এবং ষষ্ঠ নম্বর ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমের ফটোগ্রাফি টা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম এই সময় আপনি আমি কোথায় পেলেন। পরে বুঝতে পেরেছি এই ফটোগ্রাফি টা আমের সিজনে করেছিলেন আপনি।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ফুল সব সময় ভীষণ ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফি এত সুন্দর করে আপনার মোবাইলে কেপচার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ছেলেকে নতুন স্কুলে দিয়ে সকালে হাঁটাহাঁটির অভ্যাসটা করে নিয়ে খুব ভালো করেছেন আপু।সকালে হাঁটাহাঁটি করা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু সকাল বেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমি একদমই সকাল বেলা হাঁটতে বের হতে পারিনা। যাই হোক ছেলেকে স্কুলে দিতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথম ফুলের নাম আমারও জানা নেই আর আমি এই ফুল প্রথমবার দেখতে পেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার ফোনেও করোনার সময়ের অনেক গুলো ফটোগ্রাফি রয়েছে। ঐ ফুলটা বেশ ভালো ছিল। কাঁকড়া আমি নিজেও কখনো খাইনি। তবে খাওয়ার ইচ্ছা আছে। ব‍্যানানা ম‍্যাঙ্গো টা তো বেশ চমৎকার লাগছে। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো সৌন্দর্য দারুন উপভোগ করলাম।
বিশেষ করে গাছের ডিজাইন ঢেঁড়স ফুল অসাধারণ ছিল।
সেইসাথে উপস্থাপনাটা ছিল অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81