Diy পোস্ট -- ❣️ " রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি "

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,আমার বাংলা ব্লগএর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আমার শেয়ার করা পোস্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরিঃ


IMG_20240709_013442.jpg

CollageMaker_2024791332132.jpg

20240708_004545.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,রঙিন কাগজ দিয়ে আজ একটি ওয়ালমেট তৈরি করলাম।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো যায় দেখতে ভীষণ ভালো লাগে।আর তাইতো প্রতিনিয়ত আমি রঙিন কাগজ দিয়ে নানা রকমের ডাই পোস্ট শেয়ার করে থাকি।এই ডাই পোস্ট গুলো তৈরি করতে সময়ের দরকার হয়।সময় নিয়ে রঙিন কাগজের এই ওয়ালমেটটি আমি তৈরি করেছিলাম।আবার দেখুন,দেয়ালে ও টাঙিয়ে রেখেছি।দেখতে খুবই সুন্দর লাগছে।আশাকরি আপনাদের কাছে ও আমার তৈরি করা ওয়ালমেটটি ভালো লাগবে।আসুন,আগে দেখে নেই এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.গ্লু
৪. কালার কলম

20240707_225738.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240707_225959.jpg

20240707_231907.jpg

20240707_232604.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে কতগুলো কেটে নিলাম।এরপর কাগজ পেচিয়ে স্টিক বানিয়ে নিলাম।এবার গ্লু দিয়ে দুটো একসাথে করে জোরা লাগিয়ে নিলাম।

ধাপ-২


20240707_232604.jpg

20240707_235930.jpg

জোরা লাগিয়ে এরপর ভেতরে কিছু স্টিক হাত দিয়ে পেচিয়ে ভেতরে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৩


20240708_000028.jpg

20240708_000237.jpg

এবার এই কাগজের টুকরোটিকে চার কোনা করে কেটে নিলাম।

ধাপ-৪


20240708_000304.jpg

20240708_000354.jpg

চার কোনা কাগজগুলোকে কোনাকুনি ভাবে ভাজ করে নিলাম।এরপর ছবির মতো করে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20240708_000417.jpg

20240708_001244.jpg

চার কোনা কাগজ সবগুলো ছবির মতো করে ভাজ করে কেটে নিলাম।

ধাপ-৬


20240708_001540.jpg

এবার কালার কলম দিয়ে ভেতরে এঁকে নিলাম।

ধাপ-৭


20240708_002604.jpg

20240708_003020.jpg

এবার কাগজ ভাজ করে করে পাতা কেটে নিলাম।

ধাপ-৮


20240708_002111.jpg

20240708_185710.jpg

20240708_004536.jpg

এরপর গ্লু দিয়ে এক এক করে লাগিয়ে নিলাম।এরপর সম্পুর্ন ভাবে তৈরি হয়ে গেলে আমি দেয়ালে টানিয়ে দিলাম।আশাকরি আমার এই ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে।

উপস্থাপনা


IMG_20240709_012131.jpg

20240708_185848.jpg

20240708_185710.jpg

IMG_20240708_102424.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের ওয়ালমেটটি তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 5 days ago 
 5 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। লাল রঙের কাগজ দিয়ে তৈরি করা ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন। দেওয়ালে ঝোলানোর পর খুবই সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 5 days ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 days ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানোর রঙ্গিন কাগজের ওয়ালমেট। ধাপে ধাপে ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে সুন্দরভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

অনেক ধন্যবাদ দিদি মন্তব্য শেয়ার করার জন্য।

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের ওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখায় অনেক ভালো লাগলো আপনার ওয়ালমেট পর্যায়ক্রমে দেখতে পেয়ে ধন্যবাদ।

 5 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

 5 days ago 

ফুলের ওয়ালমেট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। সবুজ পাতা এবং ফুল গুলো সুন্দর ফুটে উঠেছে। এধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সুন্দর্য্য দিগুন বেরে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 5 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 5 days ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করা দেখলে আমার অনেক ভালো লাগে। ওয়ালমেট তৈরি করা সকল প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে, রঙিন কাগজগুলো ছোট ছোট করে ফুলের মত করে কেটে নেওয়া আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 days ago 

অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় এরকম ভাবেই রঙিন কাগজ দিয়ে। আর ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানোর ফলে দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি এই ওয়ালমেট তৈরি করেছেন। ফুলগুলো এত সুন্দর করে তৈরি করে বসানোর কারণে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আপনি যদি এই ওয়ালমেট দেয়ালে লাগান তাহলে অনেক ভালো লাগবে। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার এই সুন্দর দক্ষতা মূল্য আর্টটি।

 5 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 5 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটগুলো দেখতে খুবই সুন্দর লাগে।আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটা ডাইপোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 days ago 

ধন্যবাদ আপু।

 5 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চমৎকার ওয়ালমেট তৈরি করতে দেখে খুবই ভালো লাগলো আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার এই ওয়ালমেট তৈরি করা। এমন সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

পোস্ট দেখে সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44