শুভ বিবাহ বার্ষিকী -- ❤️❤️ " দাদা-বৌদির জীবন গোলাপ ফুলের নির্যাসে ভরে উঠুক "
শুভ সন্ধ্যা সবাইকে
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
দাদা-বৌদির জীবন গোলাপ ফুলের নির্যাসে ভরে উঠুকঃ
বন্ধুরা,আমি আজ নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম। আমার আজকের লেখার বিষয়টি আশাকরি সবাই বুঝতে পেরে গেছেন।হ্যাঁ বন্ধুরা **দাদা ও বৌদির **আজ বিশেষ একটি দিন।এই দিনটিকে ঘিরে কতোই না জল্পনা কল্পনা দুটো নর-নারীর মাঝে থাকে।এইতো সেদিন মনে হয় দাদা-বৌদির বিবাহ বার্ষিকী আমরা সেলিব্রেট করলাম।দেখতে দেখতে আবার একটি বছর কেটে গেলো।গোলাপের নির্যাসে দাদা-বৌদিকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি বিশেষ দিন।আজ আমাদের দাদা -বৌদির বিবাহ বার্ষিকী।
আজ এই বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা@rme এবং বৌদি@tanuja কে।গোলাপ ফুলের নির্যাসে তাদের জীবন ভরে উঠুক এমনটাই আশাকরি।
কাল রাত ১ টার দিকে অ্যানাউন্স মেন্টে গিয়ে দেখি দাদা-বৌদির বিবাহ বার্ষিকী। চট করে মাথায় ডেটটা মনে হয়ে গেলো।আমি জেনারেল চেটে সর্ব প্রথম দাদা ও বৌদিকে উইশ করি।এরপর অনেকেই করেছে।তবে প্রথমে আমি করি এজন্য অনেক ভালো লেগেছে।দুজন উদার মনের মানুষের সান্নিধ্যে থাকতে পেরে নিজের মধ্যে অনেক খানি ভালো লাগার জন্ম নেয়।
দেখতে দেখতে একটা বছর কেটে গেলো।এইতো সেদিন এই কমিউনিটিতে জয়েন হয়ে দাদা -বৌদির বিবাহ বার্ষিকীতে সবাই মিলে দুজনকে উইশ করে কতো কবিতা, জেনারেল পোস্ট, শুভেচ্ছা কার্ড পোস্ট শেয়ার করেছিলাম।খুব মজার কেটেছিল দিনটি।আজ বছর ঘুরে আবার সেই বহু আকাঙ্খিত দিনটি এলো।আমরা সবাই মিলে দুজনের জন্য অনেক অনেক দোয়া করি।আমাদের প্রিয় দুজন মানুষ যেনো সুখে - দুঃখে সব সময় একসাথে সারাটি জীবন কাটিয়ে দিতে পারে।দাদা-বৌদির কোল জুড়ে এলো টিনটিন সোনা।তাদের এই সুখের ঘরকে আলো করে দিতে।
দুজন ভালো মনের মানুষ যখন একসাথে থাকে তখন দিন গুলো যে কিভাবে কেটে যায় তা কিন্তু কেউ ই টের পায় না।দুজনের জীবন আরো বেশী সুখের হয়ে ভরে উঠুক এমনটাই প্রত্যাশা করি।দাদা আর বৌদি দুজন দুজনের জন্য পারফেক্ট জুটি,এটা আমি মনে করি।কারন বৌদি খুব শান্ত ও পরিবারমুখী মানুষ। আর দাদাকে যতটুকু জেনেছি তাতে খুব উদার মনের মানুষ হিসেবেই জেনেছি।
আসুন আজ এই বিশেষ দিনে আমরা সবাই দুজনের সুখের জন্য আল্লাহ'র কাছে প্রার্থনা করি।তারা যেনো দুজন সুখে -দুঃখে একই সাথে সুন্দর করে জীবন অতিবাহিত করতে পারে এই কামনাই করি।
আজকের লেখাটি এখানেই শেষ করছি।আর বার বার বলে যাচ্ছি, 🥰" দাদা- বৌদির জীবন গোলাপ ফুলের নিযার্সে ভরে উঠুক।"🥰
আজ আর নয়। আশাকরি আমার আজকের লেখার বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে লেগে থাকলে সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন আশাকরি।আজ এ পর্যন্তই।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বেশ সুন্দর করে দাদা বৌদির বিশেষ দিনে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ঠিকই বলেছেন দু'জন ভালো মানুষের সান্নিধ্যে থাকলে নিজেকে ধন্য মনে হয়ে। আপনার পোস্টের মাধ্যমে আমিও জানাই দাদা বৌদিকে তাদের বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে কামনা করি তারা যেন আজীবন সুখে থাকে।
ঠিক তাই।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
দাদা-বৌদি আমাদের কমিউনিটির সকলের ভালোবাসাএবং শ্রদ্ধার মানুষ। তাদের এই বিশেষ দিনে সবার আগে জেনারেল চ্যাটে তাদের শুভেচ্ছা জানাতে পেরে আপনার খুশির মাত্রা বেশ অনুভব করতে পারছি। দাদা-বৌদির জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইলো। আপনার মতোই বলতে হয়, দাদা-বৌদির জীবন গোলাপ ফুলের নির্যাসে ভরে উঠুক। ❤️❤️
অনেক ধন্যবাদ দিদি।
Twitter link
প্রথমে জানাই দাদা বৌদির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আপনি খুব সুন্দর ভাবে দাদা বৌদির কি শুভেচ্ছা জানিয়েছেন আপনার পোস্টের মাধ্যমে আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন দুজন ভালো মানুষের সান্নিধ্য থাকতে পেরে সত্যিই নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সত্যি বলতে আসলে দাদা বৌদির মত মানুষ হয় না। আমার পক্ষ থেকে দাদা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।