আর্ট পোস্ট -- 💦 " পুরনো বোতলকে নতুনত্ব দান করার প্রয়াস "

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে নতুন আর একটি দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।

পুরনো বোতলকে নতুনত্ব দান করার প্রয়াসঃ


IMG_20240813_080254.jpg

IMG_20240813_080430.jpg

20240809_220054.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আজ আমি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।আর্ট আমার সব সময় ই করতে ভালো লাগে।তবে আর্ট করা আমার প্রতিনিয়ত আর হয়ে উঠেনি। আমার বাংলা ব্লগ এ আসার পর আবার চেষ্টা চলছে এই আর্ট করার।চেষ্টা করলে সবই সম্ভব হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি নানা রকমের আর্ট করার।আজ পুরনো বোতলকে নতুনত্ব দান করার চেষ্টা করলাম।আশাকরি আমার এই আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আসুন বন্ধুরা,আগে দেখি এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরণঃ

১.আঁকার জন্য পুরনো বোতল
২. পোস্টার রঙ
৩.রঙতুলি

20240809_212133.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240809_212151.jpg

20240809_213813.jpg

প্রথমে আমি পুরনো একটি বোতলকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।এরপর বোতলের চারপাশে কালো রঙ করে নিয়েছিলাম।

ধাপ -- ২


20240809_213918.jpg

20240809_214156.jpg

20240809_214617.jpg

এরপর আমি বোতলের গায়ে সাদা রঙ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গোল গোল এঁকে নিয়েছিলাম।এবার হলুদ রঙ দিয়ে ফুল এঁকে নিয়েছিলাম।

ধাপ -- ৩


20240809_214925.jpg

এবার আমি মাঝের সাদা অংশে ব্রাউন কালার করে নিলাম।

ধাপ -- ৪


20240809_215156.jpg

20240809_215453.jpg

20240809_215525.jpg

এরপর আম ফুলের চারপাশে লতা ও পাতা এঁকে নিলাম।আর এরই মাঝে আমার আঁকার কাজটি শেষ হয়ে গেলো।

উপস্থাপনা


IMG_20240813_080430.jpg

CollageMaker_20248137588898.jpg

20240809_220054.jpg

20240809_215748.jpg

20240809_215453.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 3 months ago 

ওয়াও অসাধারণ আপনি পোস্টার রং দিয়ে পুরনো বোতলের উপর চমৎকার পেইন্টিং করেছেন। আসলে পুরনো কিছুর উপর পেইন্টিং করলে ওই জিনিসগুলো নতুন হয়ে যায়। তবে বোতলের মধ্যে আপনি ধৈর্য ধরে চমৎকারভাবে পেইন্টিং করেছেন। এবং এই বোতলটি কোথাও সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বোতলের মধ্যে পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

পুরনো কোন কিছু নতুন ভাবে সাজাতে সত্যি অনেক ভালো লাগে। আর এত সুন্দর করে বোতলটি পেইন্টিং করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ। দারুন হয়েছে দেখতে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

পুরনো বোতলে খুবই সুন্দর ডিজাইন করেছেন। এই ডিজাইনটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি ডিজাইনটি করেছেন, দেখতে অনেক সুন্দর লাগছে।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

ভাইরে ভাই আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আপু।পুরনো সকল কিছুর মাঝে নতুনত্ব দেখতে আমারও বেশ ভালো লাগে আপু। আজ আপনি পুরনো একটি বোতলকে আপনার চমৎকার প্রতিভার সাথে পেইন্টিং করে নতুন একটি রূপ দিয়েছেন দেখতে সত্যি অসাধারণ লাগছে।আসলে যে কোন কিছুকে যদি সুন্দর করে নিজের মনের মত সাজানো যায় তাহলে সেই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে।

 3 months ago 

আপনি ও কিন্তু চমৎকার চমৎকার জিনিস তৈরি করেন আপু।যা আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 months ago 
 3 months ago 

আপু আপনার ক্রিয়েটিভিটি সত্যিই কোন শেষ নেই। আজকে আপনি পূরণ বোতল আর্ট করে নতুনত্ব প্রদান করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর একটি মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য।

 3 months ago 

ফেলে দেওয়ার জিনিস দিয়ে যদি কাজের কোন জিনিস তৈরি করা যায় এর থেকে ভালো ডাইপ্রোজেক্ট আর কোন কিছুই হতে পারে না বলে আমি মনে করি। ফেলে দেওয়া বোতল দিয়ে অনেক চমৎকার করে ব্যাহার যোগ্য করে তুলেছেন বেশ চমৎকার হয়েছে কিন্তু। শুভকামনা রইলো।

 3 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

ঠিক বলেছেন আপু চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব হয় । আর আমার বাংলা ব্লগে এসে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছুর প্রতি আমাদের উৎসাহ বেড়েছে । আপনার বোতলের ওপরে করা আর্টটি অনেক সুন্দর হয়েছে ।বোতলটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে ।

 3 months ago 

ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেক সুন্দর একটি আর্ট পোস্ট করেছেন আপনি। আপনার এই আর্ট পোস্টটি আমার কাছে দারুন লেগেছে আপু। পুরনো বোতলকে এভাবে নতুন করাটা সত্যি ই অনেক সুন্দর একটা ব্যাপার। আমার ভালো লাগে সেটা দেখে যে বোতলগুলোর প্রথমে পরিষ্কার করে নিয়ে কালো রং করে নিয়েছেন এবং খুব সুন্দর করে রং দিয়ে ফুল তৈরি করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68325.56
ETH 2454.15
USDT 1.00
SBD 2.62