Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজ দিয়ে একটি থ্রিডি ফুলের ডিজাইন "

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম


শুভ বিকাল সবাইকে

আমার প্রিয় বাংলা ব্লগবাসী

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি থ্রিডি ফুলের ডিজাইন তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি থ্রিডি ফুলের ডিজাইনঃ


photocollage_2023111615100588.jpg

IMG_20231116_151315.jpg

IMG_20231116_151200.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি রঙিন থ্রিডি ফুল বানিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই প্রজাপতিটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২. গ্লু
৩.কলম
৪.পেন্সিল
৫.কেঁচি

20231116_114057.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231116_114322.jpg

20231116_114428.jpg

20231116_114536.jpg

প্রথমে তিন টুকরো কাগজকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর এক টুকরো কাগজ নিয়ে লম্বালম্বি দুই ভাজ করে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-২


20231116_114615.jpg

20231116_115010.jpg

20231116_115114.jpg

এরপর দুপাশে চিকন ভাজ করে নিয়ে ভাজ খুলে নিয়ে ভেতর দিকে দিয়ে ভাজ করে নিলাম।

ধাপ-৩


20231116_115232.jpg

20231116_115253.jpg

এরপর কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাজ করে একপাশে গ্লু দিয়ে আটকে নিলাম।

ধাপ-৪


20231116_115429.jpg

20231116_115513.jpg

20231116_122320.jpg

এরপর কলম দিয়ে এঁকে কেটে নিলাম।এভাবে বাকি পাঁচ টুকটো কাগজকে ও করে নিলাম একই রকম করে।

ধাপ-৫


20231116_122446.jpg

20231116_122754.jpg

20231116_122817.jpg

এরপর গ্লু দিয়ে একটির উপর একটি লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20231116_122858.jpg

20231116_123252.jpg

এবার একপাশে গ্লু লাগিয়ে নিয়ে দুপাশ লাগিয়ে নিলাম।এভাবেই আমার রঙিন কাগজের থ্রিডি ফুলের ডিজাইনটি হয়ে গেলো।

উপস্থাপনা


CollageMaker_20231116151630779.jpg

IMG_20231116_151307.jpg

CollageMaker_2023111615722292.jpg

আজ আর নয়। রঙিন কাগজের রঙিন থ্রিডি ফুলটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

Sort:  
 10 months ago 

মানুষ চেষ্টা করলে হয় না এমন কিছু আছে নাকি? আর আপনি সেটা বার বার প্রমান করছেন আপু। আজ আবার একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলেন। আপনার আজকের থ্রি-ডি ডাই পোস্টটি কিন্তু অসাধারন ছিল। কেন জানি দেখেই মন টা ভরে গেল। এভাবেই এগিয়ে যান। শুভ কামনা রইল আপনার জন্য।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 
 10 months ago 

আপনি নতুন কিছু তৈরি করতে পছন্দ করেন ভালো লাগলো। আমি নিজেও কিন্তু সব সময় নতুন নতুন কাজ গুলো করতে পছন্দ করি। তাছাড়া এরকম থ্রিডি ফুল তৈরি করা কিন্তু খুবই কঠিন কাজ। তবে আপনি যে ফুলটা খুব সুন্দর ভাবে তৈরি করা সম্পূর্ণ করেছেন এটা দেখেই ভালো লাগলো। বিশেষ করে ফুলের কালার টা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 10 months ago 

ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

বাহ্,দারুণ হয়েছে তো।আপনি থ্রিডি ফুলের ডিজাইন বেশ সুন্দর করে তৈরি করেছেন। কালারটাও বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার তৈরি করা থ্রিডি ফুলের ডিজাইন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনি বেশ চমৎকার লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে হলে ভাঁজ গুলো দিতে কষ্ট হয়। তবে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে থ্রিডি ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের থ্রিডি ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

রঙিন কাগজের পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটি থ্রিডি ফুলের ডিজাইন করেছেন। তবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করে উপস্থাপনা করা অনেক কঠিন। বিশেষ করে ভাঁজ গুলো বর্ণনা দেওয়া। তবে রঙিন কাগজের থ্রিডি ফুলের ডিজাইন তৈরি অসাধারণ হয়েছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিডি ফুলের ডিজাইন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

রঙিন কাগজের ভাজে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। কাগজের ভাঁজে ভাজে কিভাবে থ্রিডি ফুলের ডিজাইন তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

অনেক সুন্দরভাবে রঙিন কাগজের ফুল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন আপু। আপনার এই সুন্দর কাজ আমার অনেক ভালো লেগেছে। এই জাতীয় রঙিন কাগজ দিয়ে পোস্ট তৈরি করতে আমার খুব ভালো লাগে।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 months ago 

চেষ্টার মধ্যে সফলতা লুকিয়ে রয়েছে। আর আপনি চেষ্টা করে খুবই সুন্দর ভাবে এই ফুলের থ্রিডি ডাই তৈরি করে ফেলেছেন। থ্রিডি ফুল সাধারণত মোবাইলে দেখা হয়ে থাকে। মাঝেমধ্যে খাতার মধ্যে আর্ট করতেও দেখেছি৷ তবে আজকে আপনি যেভাবে কাগজ দিয়ে এরকম একটি থ্রিডি ডাই তৈরি করে ফেলেছেন তা কখনো দেখিনি৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি ডাই শেয়ার করার জন্য৷

 10 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন নতুন নতুন পোস্ট আমাদের মাঝে তুলে ধরার এটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। দারুন ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে থ্রিডি ফুলের ডিজাইন তৈরি করেছেন দেখে আমি মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে যে থ্রিডি ফুল ডিজাইন করা যায় সেটা জানা ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54523.93
ETH 2291.82
USDT 1.00
SBD 2.35