প্রতিযোগিতা - ৪৬ || 😋 " ছোট মাছের মজার পাতুরি রেসিপি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি।আমার আজকের পোস্ট কিছুটা ভিন্ন।আজ আমি আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছোট মাছের ঝাল ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা ব্লগ সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে।এবার ও তার ব্যতিক্রম হয়নি।আমরা বাঙালি মাছে-ভাতে বাঙালি।মাছ সে হোক ছোট হোক বড়।ছোট মাছের গুনের কথা বলে শেষ করা যাবে না।সেই ছোট মাছের রেসিপি নিয়ে আজ চলে এলাম আপনাদের মাঝে।আমি আশাকরি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

ছোট মাছের মজার পাতুরি রেসিপিঃ


IMG_20231024_171025.jpg

20231024_134758.jpg

20231024_132019.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

ছোট মাছ খেতে ভীষণ মজার হয়।যদিও এই ছোট
মাছের রেসিপি করতে কিছুটা সময়ের দরকার হয়।কিন্তু রেসিপি প্রস্তুত হয়ে গেলে খেতে কিন্তু খুব মজার হয়।আর এই ছোট মাছের পুষ্টিগুন ও কিন্তু অনেক।চলুন কথা না বাড়িয়ে ছোট মাছের রেসিপির উপকরণ গুলো এক এক করে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ


১। ছোট মাছ -- হাফ কেজি
২। পেঁয়াজ কুচি -- ৩/৪টি
৩। টমেটো - ২ টি
৪।রসুন পেস্ট -- ১ চামচ
৫জিরা গুঁড়া -- ১ চামচ
৬।হলুদ এর গুঁড়া -- ১ চামচ
৭।মরিচের গুঁড়া -- ২ চামচ
৮।তেল -- পরিমান মতো
৯।লবন-- স্বাদ মতো
১০।কাঁচা মরিচ -- ৪/৫ টি
১১। ধনিয়া পাতা কুচি -- পরিমান মতো

20231024_120119.jpg

20231024_123559.jpg

20231024_123045.jpg

20231024_130618.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpvALR7MwGr65nsY93YZLXP2JTgPU7mz3DqgHDLr8yJB5oGRZsQKbMsZ7Jt5E...onRk15KH76BDg3v8YPRr98zasb4tkeJN9EiN6wBsUzhGX2VKL6QLTGpCbbPnscmDzteEfasd3ofKhmBTa8JLQznRXKxeqrF6rB1v3Kwpe9xicMdMPHMucD9kGN.png

রান্নার ধাপ সমুহঃ


ধাপ -- ১


20231024_120113.jpg

20231024_122450.jpg

প্রথমে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি।

ধাপ -- ২


20231024_124517.jpg

20231024_124631.jpg

চুলায় প্যান বসিয়ে পরিমান মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে লাগলাম।

ধাপ -- ৩


20231024_124752.jpg

20231024_124851.jpg

20231024_125016.jpg

এরপর এক এক করে সব মসলা দিয়ে ভালো মতো ভুনা করে নিলাম।

ধাপ -- ৪


20231024_125108.jpg

20231024_125201.jpg

সব মসলা ভুনা হয়ে এলে কেটে রাখা টমেটো দিয়ে মসলার সাথে ভালো করে ভুনা করে নেবো।

ধাপ -- ৫


20231024_125226.jpg

20231024_125304.jpg

20231024_125412.jpg

মসলা ভুনা হয়ে গেলে মাছ দিয়ে হালকা ভাবে নেড়ে দিয়ে মসলার সাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিলাম।

ধাপ -- ৬


20231024_125751.jpg

20231024_131213.jpg

20231024_131228.jpg

20231024_131342.jpg

এরপর কাঁচা মরিচ ও ধনিয়া পাতাকুচি দিয়ে রান্না শেষ করলাম।


পরিবেশন


CollageMaker_2023102416545811.jpg

20231024_134804.jpg

20231024_132002.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Sort:  
 11 months ago 

ছোট মাছের মজার পাতুরি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

প্রথমে অভিনন্দন জানায় আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আজকে আপনি ছোট মাছের মজার পাতুরির রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো। এবারের রেসিপি আইটেমগুলো সকলের বেশ ভালো ছিল। জি আপু আমরা মাছে ভাতে বাঙালি এবং মাছের গুণের কথা বলে শেষ করা যাবেনা এবং আপনার রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

ছোট মাছের পাতুরি রেসিপি দারুন হয়েছে আপু। আমি তো এই ছোট মাছ খেতে অনেক পছন্দ করি। আপু আপনি অনেক পরিশ্রম করে এই রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগলেও কাটতে খুব ঝামেলার।ধন্যবাদ আপু।

 11 months ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি ছোট মাছের অনেক মজাদার একটি রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
ছোট মাছ যেমন খেতে সুস্বাদু তেমন পুষ্টি গুণে ভরপুর।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 11 months ago 

খেতে বেশ মজারই হয়েছিল।ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

ছোট মাছ পুষ্টিগুনে ভরপুর। আমাদের শরীরের জন্য বেশ উপকারী এই ছোট মাছ। খেতেও বেশ মজা ।তবে ছোট মাছ কাটা বেশ কস্টকর। তবে আপনার ছোট মাছের পাতুরিটি কিন্তু বেশ হয়েছে। বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন তৈরির ধাপ। তবে শেষ পর্যায়ে এসে যে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন তা দেখে বেশ ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। আপনি ছোট মাছের মজার পাতুরি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপু, ছোট মাছের মজার পাতুরি রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কেননা ছোট মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আপনার তৈরি রেসিপি দেখে লোভ না লাগিয়ে থাকতে পারলাম না। আর এই লোভের কারণে আপনার যদি কোন সমস্যা হয়ে যায় সে দোষ কিন্তু আমাকে দিবেন না😁। যাইহোক আপু, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই সুস্বাদু ও লোভনীয় রেসিপি তৈরি করেছেন। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 
 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। ছোট মাছের মজার পাতুরি রেসিপি তৈরী করেছেন আজ।দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ছোট মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 11 months ago 

ভালো লাগলো আপু আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন দেখে। ছোট মাছ আমার তেমন খাওয়া হয়না। মূলত কাঁটার ভয়েই খাইনা। তবে একদম ছোট ছোট মাছ হলে আবার খাওয়া হয়। যেগুলোর কাঁটা সেভাবে বুঝা যায়না। দারুন স্বাদের রেসিপি হয়েছে এটি।

 11 months ago 

আপনি কাঁটার জন্য খেতে চান না।আর আমি কেটে নেয়ার জন্য খেতে চাই না।কারন বাজারে ছোট মাছ কেটে দেয় না।🤣ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63788.21
ETH 2472.31
USDT 1.00
SBD 2.67