Diy পোস্ট --- 💜 "রঙিন কাগজ দিয়ে ন্যাপকিন " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ???


আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার কিন্তু সার্থকতা।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ন্যাপকিন এর ডিজাইন শেয়ার করতে চলে এলাম।আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কিছু ডাই পোস্ট করে নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে।আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে ন্যাপকিনঃ


photocollage_202362015372769.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,খাবার টেবিলে খেতে বসলে আমাদের ছোট-খাটো অনেক কিছু যেমন- চামচ,কাটা চামচ,ছুরির দরকার হয়।আমরা যদি সেই প্রয়োজনীয় জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে ন্যাপকিনে প্রেজেন্ট করি। তবে কিন্তু টেবিলের সৌন্দর্য অনেকখানিই বৃদ্ধি পায়।আর যারা আমরা টেবিলে খেতে বসি সবার কিছুটা হলেও ভালো লাগা অনুভূতি মনের মধ্যে কাজ করে।আমি মনে করি,প্রতিটি গৃহিণীই প্রতিদিন রান্না করেন,খাবার খেতে টেবিল সাজিয়ে পরিবারের সদস্যদেরকে পরিবেশন করেন।সেই পরিবেশনটা যদি একঘেয়েমি না করে একই খাবার বিভিন্নভাবে এবং পরিবেশনটাও বিভিন্নভাবে করা যায়। তবে দেখতে যেমন ভালো লাগে। তেমনি একঘেয়েমি ভাবটা ও দূর হয়।আর তাই আমি চেষ্টা করি সবকিছুতে ভিন্নতা আনার।এরই ধারাবাহিকতায় রঙিন কাগজ দিয়ে ন্যাপকিন করেছি।বাসায় গেস্ট এলেও টিস্যু দিয়ে এভাবে ন্যাপকিন করে পরিবেশন করলে গেস্টদের ও খুব ভালো লাগবে।চলুন তবে শুরু করার আগে উপকরনগুলো দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ।
২.প্লেট
৩.কাঁচি
৪.চামচ
৫.কাটা চামচ

20230620_092836.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230620_092850.jpg

BeautyPlus_20230620093005256_save.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে চার ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২


BeautyPlus_20230620093029240_save.jpg

BeautyPlus_20230620093041639_save.jpg

BeautyPlus_20230620093057798_save.jpg

এরপর কাগজের কোনা থেকে একটা কাগজ টেনে নীচের কোনায় মিলিয়ে নেবো।এরপর দ্বিতীয় কাগজটিকে টেনে নিয়ে একটু উপরের দিকে ভাঁজ করে নেবো।এমনি করে তৃতীয় কোনা টেনেও ভাঁজ করে নেবো।

ধাপ-৩


BeautyPlus_20230620093153762_save.jpg

BeautyPlus_20230620093211538_save.jpg

BeautyPlus_20230620093224602_save.jpg

এবার প্রথম ভাঁজ করা কাগজের মধ্যে দ্বিতীয় কাগজটিকে দিয়ে দেবো।এরপর দ্বিতীয়টার মধ্যে তৃতীয়টাকে দিয়ে দিলাম।

ধাপ-৪


BeautyPlus_20230620093239922_save.jpg

BeautyPlus_20230620093401927_save.jpg

BeautyPlus_20230620093415944_save.jpg

এবার উল্টো পাশে দুইটা ভাঁজ করে নেবো।

ধাপ-৫


BeautyPlus_20230620093428739_save.jpg

BeautyPlus_20230620093444559_save.jpg

এবার প্রথম ভাঁজ করার নীচের অংশে অন্যপাশের অংশটুকু ভেতরে দিয়ে দেবো।

ধাপ-৬


20230620_093459.jpg

BeautyPlus_20230620143341841_save.jpg

20230620_093644.jpg

20230620_093953.jpg

এভাবে ই আমার রঙিন কাগজের ন্যাপকিন বানানো শেষ হলো।এরপর আমি চামচ,কাটা চামচ ও ছুরি দিয়ে দিলাম।এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম।আশাকরি আপনারা দেখে শিখে নিয়েছেন।

উপস্থাপনাঃ


photocollage_2023620154126136.jpg

BeautyPlus_20230620094052633_save.jpg

20230620_093939.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ



আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বানানো ন্যাপকিন আপনাদের কাছে ভাল লেগেছে।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀 ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।


6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...yaw8c1nrQtNTaKdRstUk5rPvhr4LhB5aGHf686ZxW2knNmkA5XfosiGoHqyBg1xMYgRHTpt49Y9rWsLnkesZJkoHXpcVJBBveF5C4XfWpBtrYvxUBUsYezhM9P.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে ন্যাপকিন তৈরির আইডিয়া কিন্তু খুব ভালো ছিল। রঙিন কাগজ দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করা যায়। আবার প্রয়োজনীয় জিনিসও তৈরি করা যায়। এই ন্যাপকিনটা কিন্তু আপনার ঘরের বেশ কাজে লাগবে। আর প্রত্যেকটা ধাপ ও খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। যা দেখে যে কেউ এটি তৈরি করে ব্যবহার করতে পারবে। আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে ভীষণ ভালোবাসি। আর দেখতেও খুবই ভালো লাগে। আপনার কাছ থেকে নতুন একটা ডাই শিখতে পারলাম।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে নকশা বা বিভিন্ন ফুলের ডিজাই গুলো বেশিরভাগ সময় দেখতে পাই আমরা।কিন্তু আপু আপনি আচ সম্পূর্ণ একটি নতুন ধরনের ডিজাইন শেয়ার করেছেন।রঙ্গিন কাগজ দিয়ে ন্যাপকিন এর ডিজাইন টি চমৎকার হয়েছে আপু।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই যেকেউ এরকম করে ন্যাপকিন তৈরি করে নিতে পারবে।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। আপনার তৈরি করা রঙিন কাগজের এই সুন্দর ন্যাপকিন দেখে অনেক ভালো লাগলো। আপু আপনি কিন্তু একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার কাছে ও ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

মাঝেমধ্যে নতুন কিছু দেখতে ভালোই লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ন্যাপকিন তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। এই ন্যাপকিন দেওয়ালের সাথে লাগিয়ে চামচ ছুরি কাটা চামচ এগুলো রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে ওঠে এবং সব জিনিস সহজে খুঁজে পাওয়া যায়। আপনার ইউনিক আইডিয়া আমার কাছে ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

পোস্টে নতুনত্ব আনার জন্য আপনি আজ রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ন্যাপকিন ডিজাইন করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। অতিথীদের জন্য এভাবে টেবিল সাজালে তারা নিজেরকে বেশ স্পেশ্যাল মনে করবে। আমরা যে কেউ এভাবে টেবিল সাজিয়ে অতিথী আপ্যায়ন করতে পারি।অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

আপনি কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ন্যাপকিন তৈরি করেছেন। এরকম ভাবে কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর হয়। দেয়ালের সাথে এটি লাগিয়ে রাখলে জিনিস রাখা যাবে। চামচ, কাটা চামচ ও ছুরি এরকম ন্যাপকিনে রাখলে খুব ভালো লাগে এবং এগুলো রাখার সুবিধা হয়। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণটা তুলে ধরেছেন। ভাঁজে ভাঁজে এরকম ভাবে কিছু তৈরি করলে অনেক সময় লাগে। সব মিলিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

কারণ একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি খুবই সহজ পদ্ধতিতে দেখালেন কিভাবে রঙিন কাগজ দিয়ে ন্যাপকিন তৈরি করতে হয়।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপু আপনি ঠিক বলেছেন আমরা যদি খাবার টেবিলে চামচ গুলো কিভাবে সাজিয়ে দিতে পারি তাহলে কিন্তু টেবিলের সৌন্দর্য অনেকগুন বেড়ে যায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে নেপকিন বানিয়েছেন।শিখে নিলাম আপনার কাছ থেকে আপু।

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56182.86
ETH 2369.32
USDT 1.00
SBD 2.30