DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামিঃ



CollageMaker_2023925201755621.jpg

20230925_201207.jpg

BeautyPlus_20230925201000116_save.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আসলে আমি বই পড়তে ভীষণ পছন্দ করি।আর এই বই পড়ার পর বইয়ের পাতা ভাজ করে রাখতে খুব খারাপ লাগে আমার।এজন্য এই বুকমার্ক বই এর পাতার চিহ্ন রাখতে খুব দরকারী জিনিস বটে।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।তবে চলুন শুরু করার আগে আমার কি উপকরন লেগেছে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ
২.গ্লু

20230925_191530.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20230925_192113.jpg

20230925_192208.jpg

প্রথমে কাগজটিকে লম্বা ও আড়াআড়ি ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-২


20230925_192235.jpg

20230925_192332.jpg

এরপর কাগজটিকে ছবির মতো করে ভাজ করে নেবো।

ধাপ-৩


20230925_192349.jpg

20230925_192531.jpg

20230925_192538.jpg

এভাবে ধাপে ধাপে কাগজটিকে ভাজ করে নেবো।

ধাপ-৪


20230925_192544.jpg

20230925_193117.jpg

BeautyPlus_20230925193205139_save.jpg

এভাবে এক এক করে ভাজ করে নেবো।

ধাপ-৫


BeautyPlus_20230925193319403_save.jpg

20230925_193531.jpg

ছবির মতো করে ভাজ করে নেবো।এই ভাজ করা কাগজ আসলে বর্ননা করে পারা যায় না।দেখে বুঝে নিতে হয়।

ধাপ-৬


20230925_193632.jpg

20230925_193723.jpg

BeautyPlus_20230925193807469_save.jpg

এবাবে করে ভাজ বাজ করে নিয়েছি সবটা।

ধাপ-৭


BeautyPlus_20230925201000116_save.jpg

BeautyPlus_20230925195056509_save.jpg

এবার একেকটা পাতার দু কোনায় উপরে এক বাজ দিয়ে নীচে নামিয়ে দিলাম।

ধাপ-৮


20230925_195448.jpg

20230925_200155.jpg

এরপর এই কাগজের টুকরোটিকে কোনাকুনি ভাজ করে নিলাম।

ধাপ-৯


20230925_200303.jpg

BeautyPlus_20230925200405133_save.jpg

BeautyPlus_20230925200430552_save.jpg

কাগজটিকে এবার ছবির মতো করে ভাজ করে নিলাম।

ধাপ-১০


BeautyPlus_20230925200605437_save.jpg

BeautyPlus_20230925200621269_save.jpg

কাগজের বাড়তি অংশটুকু ভেতরে দিয়ে দিলাম।

ধাপ-১১


BeautyPlus_20230925200635635_save.jpg

20230925_200753.jpg

20230925_200837.jpg

এরপর গ্লু লাগিয়ে ফুলের নীচে এটা লাগিয়ে নিলাম।এভাবেই আমার বুকমার্কটি তৈরি করার কাজ সমাপ্তি করলাম।

উপস্থাপনা


CollageMaker_2023925201933820.jpg


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ



আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বুকমার্কের অরিগামটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

Sort:  
 11 months ago 
 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বুকমার্কারের অরিগামি তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটু ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়।রঙিন কাগজ দিয়ে যাই তৈরি করবেন তা দেখতে ভালো লাগবে। আপনি আজকে রমেন কাগজ দিয়ে খুব চমৎকার একটি বুকমার্কের অরগামি তৈরি করেছেন। বুকমার্কের এই অরিগামি তৈরির প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজে অনেক কিছু বানানো যায়। খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই এ রঙিন কাগজ দিয়ে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,মন্তব্য শেয়ার করার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের সুন্দর একটি অরিগামি আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু। যা আমার কাছে ভিষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

আপনি ঠিকই বলেছেন বই পড়ার পর ভাঁজ করতে আমারও খারাপ লাগে। এতে বই নষ্ট হয়। আপনি অনেক সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন।এটি দেখে যে কেউই তৈরি করতে পারবে। এটি আসলেই দরকারি একটি জিনিস। ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে আজকে আপনি আমাদের মাঝে বেশ চমৎকার একটি অরিগামি তৈরি করে দেখিয়েছেন আপু। এমনিতে রঙিন কাগজের কোন কিছু তৈরি করা দেখতে আমার বেশ ভালো লাগে সেখানে আপনি খুব সুন্দর ভাবে তৈরি করে দেখিয়েছেন অরিগামিটা তাই নতুন কিছু শিখতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে এবং পোস্ট সাজানোর ধরন দেখেও অনেক ভালো লাগলো।

 11 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45